আলোক প্রেমী ও আলোক বিদ্বেষী উদ্ভিদের পার্থক্য


উচ্চ মাধ্যমিক ভূগোল স্বাভাবিক উদ্ভিদ অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হল আলোক প্রেমী ও আলোক বিদ্বেষী উদ্ভিদের পার্থক্য। সাধারণত উদ্ভিদ গোষ্ঠী কে সূর্যালোকের প্রাপ্যতার উপর নির্ভর করে দুই ভাগে ভাগ করা হয় - আলোকপ্রেমী উদ্ভিদ ও আলোক বিদ্বেষী উদ্ভিদ। এখানে আলোক প্রেমী ও আলোক বিদ্বেষী উদ্ভিদের মধ্যে পার্থক্য গুলি সম্পর্কে আলোচনা করা হল। 

1. সংজ্ঞা 
👉 যেসব উদ্ভিদ আলোকের উপস্থিতিতে সবচেয়ে ভালো জন্মায়, তাদের আলোক প্রেমী উদ্ভিদ বলে। যেমন - জবা, বেল, সূর্যমুখী, নয়নতারা ইত্যাদি উদ্ভিদ।
👉 যেসব উদ্ভিদ আলোকের অনুপুস্থিতিতে অর্থাৎ ছায়ায় ভালো জন্মায় তাদের আলোক বিদ্বেষী উদ্ভিদ বলে। যেমন - পান, অর্কিড, মানিপ্লান্ট ইত্যাদি।

2. পাতা 
👉 আলোক প্রেমী উদ্ভিদ এর পাতাগুলি অপেক্ষাকৃত ক্ষুদ্র ও সূর্যগ্রহণ প্রতিফলনে সক্ষম। 
👉 আলোক বিদ্বেষী উদ্ভিদের পাতাগুলি অপেক্ষাকৃত বড় ও সূর্যকিরণ প্রতিফলনের অক্ষম।

3. পত্রফলক
👉 আলোক প্রেমী উদ্ভিদের বক্র ও কুঞ্চিত প্রকৃতির পত্রফলক লক্ষ্য করা যায়। 
👉 আলোক বিদ্বেষী উদ্ভিদের পত্রফলক চ্যাপ্টা ও মসৃণ হয়। 

4. পত্ররন্ধ্র
👉 আলোক প্রেমী উদ্ভিদের পত্ররন্ধ্র গুলি সাধারণত নিমজ্জিত ও নিম্ন তলে থাকে।
👉 আলোক বিদ্বেষী উদ্ভিদের পত্ররন্ধ্র উভয় তলে অবস্থিত।

5. বহিঃত্বক
👉 আলোক প্রেমী উদ্ভিদের পাতার বহিঃত্বক গুলি পুরু ও একাধিক স্তর বিশিষ্ট হয়। 
👉 আলোক বিদ্বেষী উদ্ভিদের বহিঃত্বক পাতলা ও এক স্তর বিশিষ্ট হয়।

6. অন্তঃকোষীয় অবস্থান
👉 আলোক প্রেমী উদ্ভিদের দুটি কোষের মধ্যবর্তী স্থান ক্ষুদ্র ও অধিক সালোকসংশ্লেষে সক্ষম।
👉 আলোক বিদ্বেষী উদ্ভিদের দুটি কোষের মধ্যবর্তী অংশ বৃহৎ ও অপেক্ষাকৃত কম সালোকসংশ্লেষে সক্ষম। 

7. ক্লোরোফিল
👉 আলোক প্রেমী উদ্ভিদের পাতার উপরিতল ক্লোরোফিল বিহীন হয়ে থাকে।
👉 আলোক বিদ্বেষী উদ্ভিদের পাতার উপরিতল ক্লোরোফিল যুক্ত হয়। 

কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.