উচ্চ মাধ্যমিক ভূগোল 2017 সালের mcq প্রশ্ন পত্রের সমাধান


উচ্চ মাধ্যমিক ভূগোল mcq প্রশ্ন উত্তর। উচ্চ মাধ্যমিক ভূগোল 2017 সালের mcq প্রশ্নের সমাধান। HS Geography previous years question 2017 । 

1) অবরোহণ প্রক্রিয়ার ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হল
a. ক্ষয়জাত পর্বত
b. আগ্নেয় পর্বত
c. প্লাবনভূমি
d. বাজাদা

উ: - ক্ষয়জাত পর্বত

2) ভৌম জলস্তর এর নিচে অবস্থিত যে জলবাহী স্তর থেকে সব ঋতুতেই জল পাওয়া যায়, তাকে বলে
a. ভাদোস স্তর
b. কৈশিক স্তর
c. সাময়িক সম্পৃক্ত স্তর
d. স্থায়ী সম্পৃক্ত স্তর

উ: - স্থায়ী সম্পৃক্ত স্তর

3) সামুদ্রিক সঞ্চয় কাজের ফলে সৃষ্ট বাঁধের একাংশ যদি সমুদ্রে প্রক্ষিপ্ত হয় এবং অন্য প্রান্ত স্থলভাগের সঙ্গে যুক্ত থাকে, তাকে বলে
a. টম্বোলো
b. স্পিট
c. লেগুন
d. অগ্রভূমি

উ: - স্পিট

4. নদীর পুনর্যৌবন লাভ এর ফলে গঠিত হয় না এমন একটি ভূমিরূপ হল
a. উপত্যাকার মধ্যে উপত্যকা
b. মোনাডনক
c. নিক বিন্দু
d. নদী মঞ্চ

উ: - মোনাডনক

5. শতদ্রু নদী যে প্রকার নদীর উদাহরণ তা হল
a. পূর্ববর্তী নদী
b. পরবর্তী নদী
c. অধ্যারোপিত নদী
d. বিপরা নদী

উ: - পূর্ববর্তী নদী

6. স্পেডো সল মৃত্তিকার একটি উদাহরণ হল
a. পডজল 
b. পলিমাটি
c. চারনোজেম
d. ল্যাটেরাইট

উ: - পডজল

7. মৃত্তিকা পরিলেখের 'A' স্তর থেকে 'B' স্তরে পদার্থের অপসারণের পদ্ধতিকে বলে
a. হিউমিফিকেশন
b. স্যালিনাইজেশন
c. ইলুভিয়েশন
d. এলুভিয়েশন

উ: - এলুভিয়েশন

8) জেট বায়ু প্রবাহ দেখা যায়
a. ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারের
b. ঊর্ধ্ব স্ট্র্যাটোস্ফিয়ারে
c. ঊর্ধ্ব মেসোস্ফিয়ারে
d. স্ট্রাটো পজে

উ: - ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারের

9) দক্ষিণ আমেরিকার আমাজন নদীর অববাহিকা অঞ্চলটি যে প্রকার জলবায়ু অঞ্চলের অন্তর্গত, তা হল
a. মৌসুমি জলবায়ু
b. ভূমধ্যসাগরীয় জলবায়ু
c. উষ্ণ মরু জলবায়ু
d. নিরক্ষীয় জলবায়ু

উ: - নিরক্ষীয় জলবায়ু

10. ভারতে মিথেন গ্যাসের একটি প্রধান উৎস হল
a. ধান চাষের জমি
b. ফলের বাগান
c. ফুলের বাগান
d. চা বাগান

উ: - ধান চাষের জমি

11. সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণী দের সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয়, তাকে বলে
a. গ্রিন ডেটা বুক
b. গ্রিন ডেটা কার্ড
c. রেড ডেটা বুক
d. রেড ডেটা কার্ড

উ: - রেড ডেটা বুক

12. ভারতের একটি ধ্বস প্রবন রাজ্য হল
a. হিমাচল প্রদেশ
b. উত্তর প্রদেশ
c. অন্ধ্রপ্রদেশ
d. মধ্যপ্রদেশ

উ:- হিমাচল প্রদেশ

13. শুষ্ক কৃষি যে সকল অঞ্চলে প্রচলিত সেখানে সর্বাধিক বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ হল 
a. 25 সেমি
b. 50 সেমি
c. 75 সেমি
d. 100 সেমি

উ: -  50 সেমি

14. যিনি প্রথম 'শস্য সমন্বয়' ধারণাটি অবতারণা করেন তার নাম হল
a. ওয়েবার
b. উইভার
c. ভন থুনেন
d. জিমারম্যান

উ:- উইভার

15) মালয়েশিয়ার একটা গুরুত্বপূর্ণ শিল্প হল
a. পাট শিল্প
b. কাগজ শিল্প
c. রবার শিল্প
d. পেট্রোরসায়ন শিল্প

উ:- রবার শিল্প

16) শিল্পের অবস্থানগত তত্ত্ব সর্বপ্রথম প্রবর্তন করেন
a. জিমারম্যান
b. ভন থুনেন
c. ওয়েবার
d. আগস্ট লস

উ:- ওয়েবার

17) পর্যটন যে প্রকার অর্থনৈতিক ক্ষেত্রে র অন্তর্গত তা হল
a. প্রাথমিক ক্ষেত্র
b. দ্বিতীয় ক্ষেত্র
c. তৃতীয় ক্ষেত্র
d. চতুর্থ ক্ষেত্র

উ:- তৃতীয় ক্ষেত্র

18) সোনালী পোশাকের কর্মীরা যে কাজে নিযুক্ত, তা হল
a. কৃষিকাজ
b. শিল্পকর্ম
c. পরিবহন
d. পরামর্শদান

উ:- পরামর্শদান

19) জনসংখ্যা বিবর্তন তত্ত্ব এর প্রথম পর্যায় বলতে বোঝায়
a. প্রাক শিল্প বিপ্লবের সময়কাল
b. শিল্প বিপ্লবের সময়কাল
c. শিল্প বিপ্লবের পরবর্তী সময় কাল
d. বর্তমান সময়কাল

উ:- প্রাক শিল্প বিপ্লবের সময়কাল

20) কার্যাবলী ভিত্তিতে বারানসি শহরটি হল
a. প্রশাসনিক শহর
b. ধর্মীয় শহর
c. প্রতিরক্ষামূলক শহর
d. শিল্পনগরী

উ: - ধর্মীয় শহর

21) ছত্রিশগড়ের একটি কয়লা উৎপাদনকারী কেন্দ্র হল
a. বায়লাডিলা
b. বিলাসপুর
c. দাল্লি রাজ হারা
d. কোরবা

উ:- কোরবা


কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.