উচ্চ মাধ্যমিক ভূগোল 2018 সালের mcq প্রশ্ন ও উত্তর


উচ্চ মাধ্যমিক ভূগোল 2018 সালের mcq প্রশ্ন ও উত্তর গুলি আলোচনা করা হল। উচ্চ মাধ্যমিক ভূগোল বিগত বছরের প্রশ্ন ও উত্তর 2018 ।। উচ্চমাধ্যমিক ভূগোল mcq প্রশ্ন উত্তর।। WB HS Geography previous years question & answer 2018 ।।

1)  ভূপৃষ্ঠ থেকে ফ্রিয়েটিক স্তর পর্যন্ত বিস্তৃত অসম্পৃক্ত স্তরকে বলে
a. অ্যাকুইফার
b. অ্যাকুইক্লুড
c. ভ্যাদোস স্তর
d. অ্যাকুই টার্ড

উ: - ভ্যাদোস স্তর

2) নব্য স্তরের অর্থনৈতিক কার্যাবলির একটি উদাহরণ হল
a. গবেষণা ও উন্নয়ন
b. পর্যটন
c. পরামর্শদান
d. ব্যাঙ্কিং পরিষেবা

উ: - গবেষণা ও উন্নয়ন

3) আমেরিকা যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট বিখ্যাত
a. কার্পাস বয়ন শিল্পের জন্য
b. মোটর গাড়ি নির্মাণ শিল্পের জন্য
c. পেট্রোরসায়ন শিল্পের জন্য
d. কাগজ শিল্পের জন্য

উ: - মোটর গাড়ি নির্মাণ শিল্পের জন্য

4) হলদিয়া দুটি নদীর সংযোগস্থলে অবস্থিত, সেগুলি হল
a. হলদি ও রূপনারায়ন
b. হলদি ও কংসাবতী
c. হলদি ও হুগলি
d. ভাগীরথী ও রূপনারায়ন

উ: - হলদি ও হুগলি

5) প্রদত্ত ঘটনা গুলির মধ্যে যেটি একটি প্রাকৃতিক বিপর্যয়ের উদাহরণ নয়, সেটি হল
a. 2009 খ্রিস্টাব্দের আয়লা
b. 1984 খ্রিস্টাব্দের ভূপাল গ্যাস দুর্ঘটনা
c. 2004 খ্রিস্টাব্দের সুনামি
d. 2015 খ্রিস্টাব্দের নেপালের ভূমিকম্প

উ: -  1984 খ্রিস্টাব্দের ভূপাল গ্যাস দুর্ঘটনা

6) ক্যালিফোর্নিয়া যে জলবায়ু অঞ্চলটিতে অবস্থিত সেটি হল
a. মৌসুমি জলবায়ু অঞ্চল 
b. ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল
c. তুন্দ্রা জলবায়ু অঞ্চল
d. মরু জলবায়ু অঞ্চল

উ: -  ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল

7) মৃত্তিকার যে স্তরে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ আংশিক বা সম্পূর্ণ বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হয়, সেই স্তর টি হল
a. 'A' স্তর
b. 'B' স্তর
c. 'O' স্তর
d. 'R' স্তর

উ: - 'O' স্তর

8) উপকূলের সাথে সমান্তরালে অবস্থিত শৈলশিরার সমুদ্রে আংশিক নিমজ্জন এর ফলে গঠিত উপকূল কে বলে 
a. যৌগিক উপকূল
b. রিয়া উপকূল
c. ফিয়র্ড উপকূল
d. ডালমেশিয়ান উপকূল

উ: - ডালমেশিয়ান উপকূল

9) একটি পুষ্করিনী কে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে, তা হল
a. শুষ্ক বিন্দু বসতি 
b. আর্দ্র বিন্দু বসতি
c. রৈখিক বসতি
d. বর্গাকার বসতি

উ: - আর্দ্র বিন্দু বসতি

10) সেবা ক্ষেত্রের কাজ কর্মে নিযুক্ত কর্মীদের বলা হয়
a. সাদা পোশাকের কর্মী
b. লাল পোশাকে র কর্মী
c. নীল পোশাকের কর্মী
d. গোলাপি পোশাকের কর্মী

উ: - গোলাপি পোশাকের কর্মী

11) মেক্সিকো উপসাগর ও ক্যারিবিয়ান সাগরে ক্রান্তীয় ঘূর্ণবাত যে নামে পরিচিত, তা হল
a. টাইফুন
b. টর্নেডো 
c. হ্যারিকেন 
d. উইলি- উইলি

উ : - হ্যারিকেন

12) জীব বৈচিত্র শব্দটি প্রথম ব্যবহার করেন
a. ওয়াল্টার রোজেন
b. নরম্যান মায়ারস
c. চার্লস ডারউইন
d. রবার্ট হুক

উ: - ওয়াল্টার রোজেন

13) ভারতের নীল বিপ্লব যে উৎপাদনের সাথে জড়িত তা হলো
a. দুধ
b. মাংস
c. ডিম
d. মাছ

উ: - মাছ

14) একনত গঠনযুক্ত ভূমি ভাগে যে ধরনের নদী নকশা গড়ে ওঠে, সেটি হল
a. অঙ্গুরীয় নদী নকশা
b. কেন্দ্রবিমুখ নদী নকশা
c. জাফরী রুপি নদী নকশা
d. কেন্দ্রমুখী নদী নকশা

উ: - জাফরী রুপি নদী নকশা

15) ভারতের একটি উল্লেখযোগ্য কাস্ট অঞ্চল হল 
a. কাশ্মীর উপত্যকা
b. বোরা গুহা
c. ব্লু পার্বত্য অঞ্চল
d. অজন্তা গুহা

উ: - বোরা গুহা

16) ভারতের বয়-লিঙ্গ পিরামিড নির্ণয়ের সূত্রটি হল
a. (মোট নারী সংখ্যা/মোট পুরুষের সংখ্যা) × 100
b. (মোট নারী সংখ্যা/মোট পুরুষের সংখ্যা) × 1000
c. (মোট পুরুষের সংখ্যা/মোট নারীর সংখ্যা)  × 100
d. (মোট পুরুষের সংখ্যা/মোট নারীর সংখ্যা) × 1000

উ: -  (মোট নারী সংখ্যা/মোট পুরুষের সংখ্যা) × 1000

17) কষ্টিক সোডা ও সোডা অ্যাস কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় 
a. পাট শিল্পে
b. কার্পাস বয়ন শিল্পে
c. কাগজ শিল্পে
d. লৌহ ইস্পাত শিল্পে

উ: - কাগজ শিল্পে

18) চীনের যে প্রদেশ টি ' চীনের ধানের ভান্ডার' নামে পরিচিত, তা হল
a. ইউনান
b. জেচুয়ান
c. হুনান 
d. হুবেই

উ: - হুনান প্রদেশ

19) এল নিনো দেখা যায়
a. আটলান্টিক মহাসাগরে
b. প্রশান্ত মহাসাগরে
c. ভারত মহাসাগরে
d. ভূমধ্যসাগরে

উ: - প্রশান্ত মহাসাগরে

20) উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষকের একটি উদাহরণ হল 
a. লৌহ
b. ম্যাঙ্গানিজ
c. তামা
d. নাইট্রোজেন

উ: - নাইট্রোজেন

21) পাদসমতলিকরণ মতবাদটি প্রথম অবতারণা করেন 
a. ডব্লিউ. এম. ডেভিস
b. ডব্লিউ. পেঙ্ক
c. জে. টি. জ্যাক
d. এল. সি. কিং

উ: - এল. সি. কিং

কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.