উচ্চ মাধ্যমিক ভূগোল mcq প্রশ্ন ও উত্তর 2019

উচ্চ মাধ্যমিক ভূগোল 2019 সালের পরীক্ষার mcq প্রশ্ন ও উত্তর গুলি দেওয়া হল। HS geography mcq 2019 previous year question । উচ্চ মাধ্যমিক বিগত বছরের প্রশ্ন।।

1) 'গ্রেড' শব্দটি প্রথম কে ব্যবহার করেন
a. জি. কে. গিলবার্ট 
b. ডব্লিউ. ডি. থনবেরি
c. আর্থার হোমস
d. ডব্লিউ. এম. ডেভিস

উ: - জি. কে. গিলবার্ট

2) অগ্ন্যুৎপাতের সময় ম্যাগমার সঙ্গে যে উত্তপ্ত জল বেরিয়ে আসে, তাকে বলে
a. সহজাত জল
b. উৎস্যন্দ জল
c. ভ্যাদস জল
d. আবহিক জল

উ: - উৎস্যন্দ জল

3) "গ্রেট ব্যারিয়ার রিফ" দেখা যায়
a. মার্কিন যুক্তরাষ্ট্রের উপকূলের কাছে
b. এশিয়ার উপকূলের কাছে
c. অস্ট্রেলিয়ার উপকূলের কাছে
d. দক্ষিণ আমেরিকার উপকূলের কাছে

উ: - অস্ট্রেলিয়ার উপকূলের কাছে

4) ইনসেলবার্জ যে অঞ্চলে দেখা যায় সেটি হল
a. কালাহারি মরুভূমি
b. গাঙ্গেয় সমভূমি
c. ডেকান ট্রাপ অঞ্চল
d. আমাজন নদীর অববাহিকা

উ: - কালাহারি মরুভূমি

5) গম্বুজাকৃতি পাহাড় যে ধরনের জলনির্গম প্রণালী গড়ে ওঠে, তা হল
a. সমান্তরাল জলনির্গম প্রণালী
b. হেরিংবোন জলনির্গমন প্রণালী
c. কেন্দ্রবিমুখ জলনির্গম প্রণালী
d. পিনেট জলনির্গম প্রণালী

উ: - কেন্দ্রবিমুখ জলনির্গম প্রণালী

6) নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের একটি বৈশিষ্ট্য হলো
a. শুষ্ক গ্রীষ্মকাল এবং আর্দ্র শীতকাল
b. বার্ষিক উষ্ণতার প্রসর বেশি
c. শীতকালে তুষারপাত হয়
d. অপরাহ্ণে পরিচলন বৃষ্টিপাত হয়

উ: - অপরাহ্ণে পরিচলন বৃষ্টিপাত হয়

7) অগ্ন্যুৎপাত জাত পদার্থ দ্বারা গঠিত মৃত্তিকা হলো
a. অক্সিসল
b. অল্টিসল
c. অ্যালফিসল
d. অ্যান্ডিসল

উ: - অ্যান্ডিসল

8) হিউমাস সমৃদ্ধ মাটির রং হয়
a. লালচে
b. কালো
c. ধূসর
d. সাদা টে

উ: - কালো

9) যে জলবায়ু অঞ্চলে জীব বৈচিত্র সর্বাধিক, তার নাম 
a. ক্রান্তীয় বৃষ্টি অরণ্য জলবায়ু অঞ্চল
b. মৌসুমী জলবায়ু অঞ্চল
c. ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল
d. তুন্দ্রা জলবায়ু অঞ্চল

উ: - ক্রান্তীয় বৃষ্টি অরণ্য জলবায়ু অঞ্চল

10) মৌসুমী বায়ু হলো এক প্রকারের
a. স্থানীয় বায়ু
b. সাময়িক বায়ু
c. নিয়ত বায়ু
d. অনিয়মিত বায়ু

উ: - সাময়িক বায়ু

11) একটি মুক্ত ভাসমান জলজ উদ্ভিদের নাম হল
a. হোগলা
b. পদ্ম
c. শালুক
d. কচুরিপানা

উ: - কচুরিপানা

12) অভিকর্ষজ বলের সাথে যুক্ত একটি দুর্যোগ হল
a. ভূমিকম্প
b. বন্যা
c. হিমানী সম্প্রপাত
d. দাবানল

উ: - হিমানী সম্প্রপাত

13) ভারতের শ্বেত বিপ্লবের জনক হলেন
a. নর্ম্যান বোরলগ
b. রোনাল্ড রস
c. এম এস স্বামীনাথন
d. ভার্গেস কুরিয়েন

উ: - ভার্গেস কুরিয়েন

14) মিলেট যে কৃষি প্রণালীর প্রধান ফসল, তা হল
a. আদ্র কৃষি 
b. শুষ্ক কৃষি 
c. স্থানান্তর কৃষি 
d. বাণিজ্যিক কৃষি

উ: - শুষ্ক কৃষি 

15) ভারতের প্রথম পাটকল স্থাপিত হয়
a. রিষড়ায় 
b. ব্যান্ডেলে 
c. শ্রীরামপুরে
d. টি টা গড়ে

উ: - রিষড়ায়

16) 'শিল্প স্থানিকতা ন্যুন তম ব্যয় তত্ত্ব' টির প্রবর্তক হলেন
a. অগাষ্ট লস
b. আলফ্রেড ওয়েবার
c. জর্জ রেনার
d. ই. ডব্লিউ. জিমারম্যান

উ: - আলফ্রেড ওয়েবার

17) 'পেশাদার পরামর্শদান' যে অর্থনৈতিক ক্রিয়া-কলাপ এর উদাহরণ, তা হল
a. টার্সিয়ারী ক্রিয়াকলাপ
b. কোয়াটারনারি ক্রিয়াকলাপ
c. কুইনারি ক্রিয়াকলাপ
d. এগুলির কোনোটিই নয়

উ: - কুইনারি ক্রিয়াকলাপ

18) ভারতের নিম্নলিখিত কোন শহর গুলি 'সোনালী চতুর্ভুজ' দ্বারা যুক্ত
a. দিল্লি-মুম্বাই-কলকাতা-বেঙ্গালুরু
b. দিল্লী-মুম্বাই-হায়দ্রাবাদ-কলকাতা
c. দিল্লি-মুম্বাই-চেন্নাই-কলকাতা
d. পোরবন্দর-দিল্লি-কলকাতা-চেন্নাই

উ: - দিল্লি-মুম্বাই-চেন্নাই-কলকাতা

19) 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের নারী 3 পুরুষের অনুপাত হল
a. 925 : 1000
b. 930 : 1000
c. 935 : 1000
d. 940 : 1000

উ: - 940 : 1000

20) প্রায় যোগাযোগহীন বিচ্ছিন্ন ও ক্ষুদ্র গ্রামীণ বসতি কে বলে
a. হ্যামলেট
b. গ্রাম
c. মৌজা
d. শহর

উ: - হ্যামলেট

21) ছত্রিশগড়ের প্রধান লৌহ আকরিক উৎপাদনকারী অঞ্চল হল
a. গুরু মহিসানী
b. দাল্লিরাজহারা
c. বাবাবুদান পাহাড়
d. কোরবা

উ: - দাল্লি রাজহারা

কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.