সপ্তম শ্রেণীর ভূগোল mcq প্রশ্ন উত্তর


সপ্তম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর MCQ । সপ্তম শ্রেণীর ভূগোল MCQ প্রশ্ন উত্তর । সপ্তম শ্রেণীর  প্রাকৃতিক ভূগোল অংশ থেকে বাছাই করা প্রশ্ন উত্তর গুলি এখানে আলোচিত হল।।

1) পৃথিবীর নিজের অক্ষের চারিদিকে একবার আবর্তন করতে সময় লাগে - 24 ঘন্টা / 365 দিন / 2 সপ্তাহ 
উত্তর - 24 ঘন্টা 

2) পৃথিবী যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে, তাকে বলে - কক্ষপথ / কক্ষ তল / নিরক্ষীয় তল
উত্তর - কক্ষপথ 

3) যে দিন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয় তাকে বলে - অনু সূর / অপ সূর / নিরপেক্ষ অবস্থান 
উত্তর - অপসূর অবস্থান 

4) সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয় - 3 জানুয়ারী / 4 জুলাই / 15 আগস্ট
উত্তর - 3 জানুয়ারি

5) এক চান্দ্রমাস সমান - 27 দিন / 28 দিন / 30 দিন 
উত্তর - 28 দিন 

6) যে বছর ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 29 হয়, সেই বছর কে বলে - সৌর বছর / চান্দ্রমাস / অধি বর্ষ  
উত্তর - অধিবর্ষ 

7) পৃথিবীর অক্ষ তার কক্ষ তলের সাথে হেলে আছে - 23 ½ / 66½ / 45½ ডিগ্রি কোণে 
উত্তর - 66½

8) যে দিন গুলিতে বিষুব রেখার উপর সূর্য রশ্মি লম্ব ভাবে পরে, সেগুলি হল - 21 মার্চ ও 23 সেপ্টেম্বর / 21 জুন ও 22  ডিসেম্বর / 23 সেপ্টেম্বর ও 22  ডিসেম্বর 
উত্তর - 21 মার্চ ও 23 সেপ্টেম্বর

9) পৃথিবীর দিন রাত্রি সর্বত্র সমান হয় - 21 মার্চ / 21 জুন / 22 ডিসেম্বর 
উত্তর - 21 মার্চ

10) সূর্যের উত্তরায়ণ এর সময় উত্তর গোলার্ধে - শীতকাল / বসন্তকাল / গ্রীষ্মকাল 
উত্তর - গ্রীষ্মকাল 

11) উত্তর গোলার্ধে দিন সবচেয়ে বড়ো হয় - 21 মার্চ / 21 জুন / 23 সেপ্টেম্বর 
উত্তর - 21 জুন 

12) দক্ষিণ গোলার্ধে কর্কট ক্রান্তি রেখার উপর সূর্য লম্ব ভাবে কিরণ দেয় - 23 সেপ্টেম্বর / 22 ডিসেম্বর / 21 জুন 
উত্তর - 22 ডিসেম্বর

13) মধ্য রাত্রির সূর্যের দেশ বলে - সুইডেন / নেদারল্যান্ড / নরওয়ে কে
উত্তর - নরওয়ে কে

14) নিরক্ষরেখা র মান - 0° / 90° / 45°
উত্তর - 0°

15) কলকাতার অক্ষাংশ গত অবস্থান হল - 10°45' উ: / 20°34' উ: / 50° দক্ষিণ 
উত্তর - 20°34' উ: 

16) 0° দ্রাঘিমা রেখা কে বলা হয় - মূল মধ্য রেখা / বিষুব রেখা / মেরু বিন্দু 
উত্তর - মূল মধ্য রেখা 

17) অক্ষরেখা গুলি - পূর্ণ বৃত্ত / অর্ধ বৃত্ত / উপ বৃত্তাকার 
উত্তর - পূর্ণ বৃত্ত 

18) পৃথিবীতে কল্পিত অক্ষরেখা র সংখ্যা - 178টি / 179 টি/ 180 টি
উত্তর - 179 টি 

19) 1 ডিগ্রি দ্রাঘিমা র পার্থক্যে সময়ের পার্থক্য - 10 মিনিট / 60 মিনিট / 4 মিনিট 
উত্তর - 4 মিনিট 

20) ভারতের প্রমাণ দ্রাঘিমা - 80°30'/ 82°30' / 70°
উত্তর - 82°30' 

21) উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুর চাপ - বাড়ে / কমে / একই থাকে 
উত্তর - কমে 

22) বায়ুর চাপ পরিমাপ করা হয় - ব্যারোমিটার / থার্মোমিটার / অ্যানিমো মিটার 
উত্তর - ব্যারোমিটার 

23) সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ - 1012.23 /1013.25 / 1025 মিলিবার 
উত্তর - 1013.25 মিলিবার

24) বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকলে বায়ুর চাপ - বাড়ে / কমে /একই থাকে 
উত্তর - কমে 

25) এশিয়া মহাদেশের হিমালয় একপ্রকার - ভঙ্গিল পর্বত / স্তূপ পর্বত / আগ্নেয় পর্বত 
উত্তর - ভঙ্গিল পর্বত 

26) নিম্নলিখিত কোন টি স্তূপ পর্বতের উদাহরণ - রকি / সাতপুরা / ফুজিয়ামা পর্বত 
উত্তর - সাতপুরা পর্বত 

27) পৃথিবীর দীর্ঘতম নদীর নাম - নীল নদ / গঙ্গা নদী / আমাজন নদী
উত্তর - নীল নদ

28) যে নদীতে সারা বছর জল থাকে তাকে বলে - নিত্যবহ নদী / অনিত্যবহ নদী / প্রধান নদী
উত্তর - নিত্যবহ নদী 

29) উচ্চ প্রবাহে নদীর - ক্ষয় / সঞ্চয় / বহন কাজের প্রাধান্য দেখা যায় 
উত্তর - ক্ষয় কাজের

30) নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ হল - গিরিখাত / অশ্বক্ষুরাকৃতি হ্রদ / বদ্বীপ 
উত্তর - বদ্বীপ

31) আগ্নেয় শিলার উদাহরণ হল - কাদা পাথর / মার্বেল / গ্রানাইট
উত্তর - গ্রানাইট

32) মরুভূমির বালি বহুদূর উড়ে গিয়ে সঞ্চিত হয়ে তৈরি হয় - লোয়েস সমভূমি / লাভা সমভূমি / পলিগঠিত সমভূমি 
উত্তর - লোয়েস সমভূমি

33) পৃথিবীর বৃহত্তম মালভূমি হল - তিব্বত মালভূমি / দাক্ষিণাত্য মালভূমি / ছোট নাগপুর মালভূমি 
উত্তর - তিব্বত মালভূমি 

34) কৃষিকাজের পক্ষে উপযুক্ত - মালভূমি / সমভূমি / পার্বত্য অঞ্চল 
উত্তর - সমভূমি

35) যেখান থেকে নদীর সৃষ্টি হয় তাকে বলে - নদীর মোহনা / নদীর উৎস / নদীর অববাহিকা
উত্তর - নদীর উৎস

36) ভারতের একটি অন্ত:বাহিনী নদী হল - নর্মদা / লুনি / তাপ্তি 
উত্তর - লুনি

37) V আকৃতির নদী উপত্যকা দেখা যায়, নদীর - উচ্চ / মধ্য / নিম্ন প্রবাহে 
উত্তর - উচ্চ প্রবাহে

38) তাজমহল তৈরি - গ্রানাইট / বেলে পাথর / মার্বেল দিয়ে 
উত্তর - মার্বেল 

39) জলের আর্সেনিক দূষণের ফলে হয় - মিনামাটা রোগ / ব্ল্যাক ফুট রোগ / ফ্লুরোসিস রোগ 
উত্তর - ব্ল্যাক ফুট রোগ

40) ভারতের ভূপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল - 1980 /1984 / 1986 সালে
উত্তর - 1984 সালে 

কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.