ষষ্ঠ শ্রেণীর ভূগোল দশম অধ্যায় - দ্বিতীয় অংশ


ষষ্ঠ শ্রেণীর ভূগোল দশম অধ্যায় থেকে অবশিষ্ট অংশ গুলি এখানে আলোচনা করা হল। ষষ্ঠ শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর ।। Class vi Geography question answer।। 

1) ভারতে উর্বর নতুন পলিমাটি গুলি কি নামে পরিচিত?
উত্তর - খাদার

2) প্রাচীন অনুর্বর পলিমাটি গুলি কি নামে পরিচিত ?
উত্তর - ভাঙর 

3) ব্যাসল্ট শিলা থেকে কোন মাটির সৃষ্টি হয়?
উত্তর - কালো মাটির 

4) কালো মাটি কোন কোন ফসল চাষের পক্ষে আদর্শ ?
উত্তর - তুলো, আখ, চিনা বাদাম চাষের পক্ষে কালো মাটি আদর্শ।

5) ল্যাটেরাইট মাটি কোন ধরনের জলবায়ু অঞ্চলে দেখা যায়?
উত্তর - অধিক উষ্ণতা ও বৃষ্টি পাত যুক্ত অঞ্চলে যেখানে পর্যায় ক্রমে আদ্র ও শুষ্ক ঋতু দেখা যায় সেখানে ল্যাটেরাইট মাটির সৃষ্টি হয়।

6) ল্যাটেরাইট মাটির রং লাল হয় কেন ?
উত্তর - লৌহ অক্সাইডের উপস্থিতির জন্য 

7) জোয়ার, বাজরা ও রাগি কে একত্রে কি বলে ?
উত্তর - মিলেট বলে 

8) স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে?
উত্তর - মানুষের চেষ্টা ছাড়া কেবল মাত্র প্রকৃতির উপর নির্ভর করে যে সব গাছপালার সৃষ্টি হয় তাদের স্বাভাবিক উদ্ভিদ বলে। 

9) কোন ধরনের জলবায়ু অঞ্চলে ক্রান্তীয় চিরহরিৎ অরণ্যের সৃষ্টি হয়?
উত্তর - অধিক উষ্ণতা ও বৃষ্টিপাত যুক্ত ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে চিরহরিৎ অরণ্যের সৃষ্টি হয়। 

10) ক্রান্তীয় চিরহরিৎ অরণ্যের প্রধান প্রধান বৃক্ষ কোন গুলি?
উত্তর - ক্রান্তীয় চিরহরিৎ অরণ্যের প্রধান প্রধান বৃক্ষ গুলি হল রোজ উড, আয়রন উড, মেহগিনি, রাবার, গর্জন প্রভৃতি। 

11) ক্রান্তীয়  পর্ণমোচি অরন্যের কয়েকটি বৃক্ষের উদাহরণ দাও ?
উত্তর - শল, সেগুন, চন্দন, আম, কাঠাল প্রভৃতি। 

12) কোন শ্রেণীর উদ্ভিদের শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায়?
উত্তর - লবনাম্বু উদ্ভিদের 

13) লবণাম্বু উদ্ভিদের উদাহরণ দাও?
উত্তর - সুন্দরী, গরান, গেওয়া, হেঁতাল প্রভৃতি

14) গাছ আমাদের কি কি ভাবে উপকার করে?
উত্তর - গাছ ছাড়া এই পৃথিবীতে প্রাণের সৃষ্টি হতে পারতো না। এই গাছ আমাদের নানা ভাবে সাহায্য করে থাকে। নিম্নে গাছের উপকারিতা গুলি সম্পর্কে আলোচনা করা হলো 
i. গাছ আমাদের জীবন দায়ী অক্সিজেন সরবরাহ করে থাকে। 
ii. গাছ বৃষ্টিপাত হতে সাহায্য করে। 
iii. গাছ থেকে আমরা ফুল, ফল ও শাক সবজি পায়।
iv. গাছ মাটি ক্ষয় নিয়ন্ত্রণে সাহায্য করে। 
v. অরণ্য বন্য প্রাণীর আবাস স্থল। 

15) কত তারিখ বিশ্ব অরণ্য দিবস হিসাবে পালিত হয়?
উত্তর - 21 শে মার্চ

16) কত সালে ভারতে বন্য প্রাণী সংরক্ষণ আইন পাশ হয়?
উত্তর - 1972 সালে

17) ভারতে উৎপাদিত প্রধান খাদ্য ফসল কি কি ?
উত্তর - ধান, গম ও মিলেট 

18) কোন কোন তন্তুজ ফসল ভারতে চাষ হয়ে থাকে?
উত্তর - তুলো ও পাট

19) ঝুম চাষ কাকে বলে?
উত্তর - উত্তর পূর্ব ভারতের আদিম অধিবাসী শ্রেণী দের মধ্যে বন জঙ্গল পরিষ্কার করে মাটির প্রাকৃতিক উর্বরতা কে কাজে লাগিয়ে  আদিম জীবিকা সত্তা ভিত্তিক চরিত্রের যে বিশেষ কৃষি ব্যবস্থার প্রচলন দেখা যায় তাই ঝুম চাষ নামে পরিচিত। 

20) ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠীর নাম কি ?
উত্তর - গোন্ড 

21) ভারতের দ্বিতীয় বৃহত্তম আদিবাসী গোষ্ঠীর নাম কি ?
উত্তর - ভিল 

22) নীলগিরি পার্বত্য অঞ্চলে কোন শ্রেণীর আদিবাসী গোষ্ঠী বসবাস করে?
উত্তর - টোডা আদিবাসী গোষ্ঠী

23) কোন দিন আমাদের দেশে স্বাধীনতা দিবস পালিত হয়?
উত্তর - 15 আগস্ট

26) প্রজাতন্ত্র দিবস কত তারিখ পালিত হয়?
উত্তর - 26 জানুয়ারী

27) পৃথিবীর প্রাচীন তম মানচিত্র টি কোথায় আবিষ্কার হয়েছিল?
উত্তর - ব্যাবিলনে

28) কে প্রথম মানচিত্রের বই প্রকাশ করেন এবং তার নাম কি ছিল ?
উত্তর - 1578 সালে মার্কেটর অ্যাটলাস নামে প্রথম মানচিত্রের বই প্রকাশ করেন।

29) মানচিত্র অঙ্কন বিদ্যাকে কি বলা হয়?
উত্তর - কার্টোগ্রাফি

30) স্কেল কাকে বলে?
উত্তর - দুটি স্থানের মধ্যে মানচিত্রের দূরত্ব ও প্রকৃত দূরত্বের অনুপাত কি স্কেল বলে।

31) পূর্বে কোন তারা দেখে দিক নির্ণয় করা হতো?
উত্তর - ধ্রুবতারা


কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.