ভাঁজ ও চ্যুতির মধ্যে পার্থক্য


ভূমিরূপ বিদ্যার আলোচনার দুটি গুরুত্ব পূর্ণ অংশ হল ভাঁজ ও চ্যুতি। এখানে এই ভাঁজ ও চ্যুতির পার্থক্য গুলি সম্পর্কে আলোচনা করা হলো। 

1) সংজ্ঞা 
👉 ভূ আলোড়নের ফলে সৃষ্ট বলের দ্বারা কোমল শিলায় ঢেউয়ের মতো যে উচু নিচু ভূমিরূপ গঠিত হয়, তাকে ভাঁজ বলে। 
👉 ভূ আলোড়নের ফলে সৃষ্ট ফাটল বরাবর শিলার একটি অংশ থেকে অপর অংশের স্খলন বা অপসারণ ঘটলে তাকে চ্যুতি বলে। 

2) সৃষ্টির কারণ 
👉 ভূ আলোড়নের ফলে সৃষ্ট সংনমন বলের প্রভাবে ভাঁজের সৃষ্টি হয়। 
👉 ভূ আলোড়নের ফলে সৃষ্ট টান বা প্রসারণ বলের প্রভাবে চ্যুতি র সৃষ্টি হয়। 

3) বলের প্রভাব 
👉 ভাঁজের ক্ষেত্রে সংনমন বল অনুভূমিক ভাবে কাজ করে। 
👉 চ্যুতির ক্ষেত্রে প্রসারণ বল উল্লম্ব ভাবে কাজ করে। 

4) শিলা
👉 পাললিক শিলা গঠিত অঞ্চলে ভাঁজের প্রভাব বেশি লক্ষ্য করা যায়।
👉 সাধারণত আগ্নেয় ও রূপান্তরিত শিলায় বেশি চ্যুতি গঠিত হতে দেখা যায়।

5) সৃষ্ট ভূমিরূপ
👉 ভাঁজের ফলে মূলত ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়। যেমন - হিমালয়, রকি, অন্দিজ প্রভৃতি। 
👉 চ্যুতির ফলে স্তূপ পর্বত ও গ্রস্ত উপত্যকার সৃষ্টি হয়। 

কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.