হিমালয় পার্বত্য অঞ্চলে ভূমিকম্পের কারণ


ভারতীয় উপমহাদেশের উত্তর সীমানা বরাবর অবস্থিত হিমালয় তথা পৃথিবীর অন্যান্য নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চল গুলি পৃথিবীর অন্যতম প্রধান ভূমিকম্প প্রবন অঞ্চল। যেমন - হিমালয়, আল্পস, রকি, আন্দিজ প্রভৃতি পার্বত্য অঞ্চল গুলিতে প্রায়ই ভূমিকম্প সংঘটিত হয়ে থাকে। এখানে হিমালয় পার্বত্য অঞ্চলে ভূমিকম্পের  কারণ গুলি সম্পর্কে আলোচনা করা হলো। 

1. পর্বত গঠন প্রক্রিয়ার ধারাবাহিকতা - পৃথিবীর অন্যান্য নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চল গুলির মতো হিমালয় পার্বত্য অঞ্চলেও পর্বত গঠন প্রক্রিয়া বর্তমানে চলতে থাকায়, হিমালয় পার্বত্য অঞ্চলে ভূমিকম্প হয়ে থাকে।

2. ভূ-গাঠনিক পাতের সঞ্চালন - হিমালয় পার্বত্য অঞ্চল ইউরেশিয়া ও ভারতীয় পাতের পারস্পারিক সংঘর্ষের স্থানে অবস্থিত হওয়ায় এখানে ভূমিকম্প সংঘটিত হয়। 

3. শিলাস্তরের চ্যুতির সৃষ্টি - হিমালয় পার্বত্য অঞ্চলের শিলাস্তরে চাপের তারতম্যের ফলে চ্যুতির সৃষ্টি হলে ভূমিকম্প হয়। 

4. শিলাস্তরের স্থিতিস্থাপকতার অভাব - হিমালয় পার্বত্য অঞ্চলের পাললিক শিলায় ভাঁজ পরলে প্রবল পার্শ্ব চাপের সৃষ্টি হয়, এর ফলে সংকোচন জনিত চাপ বৃদ্ধি পাওয়ায় স্থিতিস্থাপকতা বিনষ্ট হলে ভূমিকম্পের সৃষ্টি হয়। 

এই সব কারণে হিমালয় তথা পৃথিবীর নবীন ভঙ্গিল পর্বত  অঞ্চলগুলি ভূমিকম্প প্রবণ হয়ে থাকে। 

কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.