সপ্তম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর mcq


সপ্তম শ্রেণীর আঞ্চলিক ভূগোল অংশ থেকে mcq প্রশ্ন উত্তর গুলি এখানে আলোচিত হলো। আশা করি ছাত্রছাত্রীদের যথেষ্ট সহযোগিতায় আসবে। সপ্তম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর। 

1. পৃথিবীর বৃহত্তম মহাদেশের নাম - এশিয়া / আফ্রিকা / ইউরোপ
উত্তর - এশিয়া

2. এশিয়ার দীর্ঘতম নদীর নাম - ব্রহ্মপুত্র / ওব / ইয়াং সিকিয়াং
উত্তর - ইয়াং সিকিয়াং

3. পীত নদী বলা হয় - গঙ্গা / মেকং / হোয়াংহো নদীকে
উত্তর -  হোয়াংহো নদীকে

4. চিরহরিৎ অরণ্য দেখা যায় - নিরক্ষীয় / মৌসুমী / চীন দেশীয় জলবায়ু অঞ্চলে
উত্তর - নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে

5. চীনের ধানের ভান্ডার বলা হয় - হুনান / ইউনান / সেজুয়ান অঞ্চল কে
উত্তর - হুনান কে

6. চীনের ম্যানচেস্টার বলা হয় - বেজিং / সাংহাই / হংকং শহর কে
উত্তর - সাংহাই কে

7. জাপানের রাজধানীর নাম - টোকিও / ইয়োকোহামা / চিবা 
উত্তর - টোকিও

8. দক্ষিণ পশ্চিম এশিয়ার তৈল উৎপাদক দেশ গুলির সংস্থার নাম হল - ওপেক / ওয়াপেক / সার্ক
উত্তর - ওপেক

9. বিশ্বের বৃহত্তম তৈল উৎপাদক কেন্দ্রের নাম - সাফানিয়া / ঘাওয়ার / কিরকুক 
উত্তর - ঘাওয়ার

10. আফ্রিকা পৃথিবীর - দ্বিতীয় / তৃতীয় / চতুর্থ বৃহত্তম মহাদেশ 
উত্তর - দ্বিতীয় বৃহত্তম মহাদেশ 

11. পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম - সাহারা / আটাকামা / থর 
উত্তর - সাহারা

12. পৃথিবীর দীর্ঘতম নদীর নাম - আমাজন / ইয়াং সিকিয়াং / নীলনদ 
উত্তর - নীলনদ

13. আফ্রিকা মহাদেশে নাতিশীতোষ্ণ তৃণভূমি যে নামে পরিচিত - পম্পাস / ভেল্ড / স্তেপ 
উত্তর - ভেল্ড

14. নীলনদের মোহনা হল - আটলান্টিক মহাসাগর / ভূমধ্যসাগর / লোহিত সাগর
উত্তর - ভূমধ্যসাগর 

15. পোল্ডার ভূমি দেখা যায় - নেদারল্যান্ড / ইংল্যান্ড / সুইজারল্যান্ডে
উত্তর - নেদারল্যান্ডে

16. জুইডার জি প্রকল্প টি জড়িত - বায়ু দূষণ নিয়ন্ত্রণ / সমুদ্র থেকে ভূমির পুনরুদ্ধার / মরু সম্প্রসারণ রোধের সাথে
উত্তর - সমুদ্র থেকে ভূমির পুনরুদ্ধার

17. ইংল্যান্ডের লন্ডন শহর টি অবস্থিত - রাইন / রোন / টেমস নদীর তীরে
উত্তর - টেমস নদীর তীরে

18. রূঢ় শিল্পাঞ্চল টি অবস্থিত - ফ্রান্স / জার্মানি / ইংল্যান্ডে
উত্তর - জার্মানি তে

19. রূঢ় শিল্পাঞ্চলের প্রধান খনিজ সম্পদ হল - লৌহ আকরিক / কয়লা / খনিজ তেল 
উত্তর - কয়লা

20. শীতকালে বৃষ্টিপাত হয় - মৌসুমী / নিরক্ষীয় / ভূমধ্যসগরীয় জলবায়ু অঞ্চলে
উত্তর - ভূমধ্যসগরীয় জলবায়ু অঞ্চলে

21. ইউরোপের ব্যস্ততম নদীর নাম হল - টেমস / রাইন / ভলগা 
উত্তর - রাইন নদী

22. ইউরোপের দীর্ঘতম নদীর নাম - ভলগা / সিন / দানিয়ুব 
উত্তর - ভলগা নদী

23. আল্পস পর্বতমালা অবস্থিত - আফ্রিকা / উত্তর আমেরিকা / ইউরোপ মহাদেশে
উত্তর - ইউরোপ মহাদেশে

24. নীলনদের দান বলা হয় - ভারত / মিশর / পাকিস্তান কে
উত্তর - মিশর কে

25. নীলনদের মোহনা হল - কৃষ্ণ সাগর / ভূমধ্যসাগর / লোহিত সাগর
উত্তর - ভূমধ্যসাগর

26. ভিক্টোরিয়া জলপ্রপাত অবস্থিত - নাইজার / জাম্বেসী / নীলনদের গতিপথে
উত্তর - জাম্বেসী নদী পথে

কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.