ষষ্ঠ শ্রেণীর ভূগোল দশম অধ্যায় mcq


ষষ্ঠ শ্রেণীর ভূগোল দশম অধ্যায় 'আমাদের দেশ ভারত' থেকে mcq প্রশ্ন গুলি উত্তর সমেত আলোচনা করা হলো। ষষ্ঠ শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর।

1. পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ হল - ভারতবর্ষ / চিন / বাংলাদেশ
উত্তর - ভারতবর্ষ

2. ভারতবর্ষ এর প্রায় মাঝ বরাবর বিস্তৃত হয়েছে - নিরক্ষরেখা / কর্কটক্রান্তি রেখা / মকরক্রান্তি রেখা
উত্তর - কর্কটক্রান্তি রেখা

3. ভারত কে পূর্ব ও পশ্চিমে ভাগ করেছে - 80⁰ পূর্ব / 80⁰ পশ্চিম / 82⁰30' পূর্ব দ্রাঘিমারেখা
উত্তর - 80⁰ পূর্ব দ্রাঘিমারেখা

4. ভারতের মোট রাজ্যের সংখ্যা - 28 টি / 29টি / 30 টি
উত্তর - 28 টি

5. ভারতের রাজধানীর নাম - কলকাতা / মুম্বাই / নিউ দিল্লি
উত্তর - নিউ দিল্লি

6. জনসংখ্যার বিচারে পৃথিবীতে ভারতের স্থান - প্রথম / দ্বিতীয় / তৃতীয়
উত্তর - দ্বিতীয়

7. ভারতের সবচেয়ে জনবিরল রাজ্য - সিকিম / গোয়া / নিউ দিল্লি
উত্তর - সিকিম

8. ভারতের বৃহত্তম শহর - মুম্বাই / নিউ দিল্লি / চেন্নাই
উত্তর - মুম্বাই

9. ভারতের বৃহত্তম রাজ্য - উত্তর প্রদেশ / রাজস্থান / মহারাষ্ট্র
উত্তর - রাজস্থান

10. ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গ এর নাম - গডউইন অস্টিন / মাউন্ট এভারেস্ট / কাঞ্চন জঙ্ঘা 
উত্তর - গডউইন অস্টিন 

11. ভারতের দীর্ঘতম হিমবাহ - জেমু হিমবাহ / সিয়াচেন হিমবাহ/ ল্যাম্বার্ট হিমবাহ 
উত্তর - সিয়াচেন হিমবাহ

12. হিমালয়ের দক্ষিণ তম অংশের নাম - হিমাদ্রি / হিমাচল / শিবালিক হিমালয় 
উত্তর - শিবালিক হিমালয় 

13. ভারতের দীর্ঘ তম নদীর নাম  - গঙ্গা / ব্রহ্মপুত্র / সিন্ধু
উত্তর - গঙ্গা

14. গঙ্গা নদীর প্রধান উপনদী - কৃষ্ণা নদী / যমুনা নদী / নর্মদা নদী
উত্তর - যমুনা নদী

15. গঙ্গা নদী বাংলাদেশে পরিচিত - যমুনা / পদ্মা / ঘর্ঘরা নদী
উত্তর - পদ্মা নদী

16. গঙ্গা নদীর উৎপত্তি স্থল - মানস সরোবর / চেমুং দং হিমবাহ / গঙ্গোত্রী হিমবাহ
উত্তর - গঙ্গোত্রী হিমবাহ

17. ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে প্রবাহিত হয়েছে - পদ্মা / যমুনা / মেঘনা নামে
উত্তর - যমুনা নামে

18. পদ্মা ও যমুনা নদীর মিলিত প্রবাহ বাংলাদেশে প্রবাহিত - গঙ্গা নামে / মেঘনা নামে / পদ্মা নামে
উত্তর - মেঘনা নামে

19. সিন্ধু নদী পতিত হয়েছে - বঙ্গোপসাগরে / আরব সাগরে / লোহিত সাগরে
উত্তর - আরব সাগরে

20. তিব্বতে ব্রহ্মপুত্র নদী পরিচিত - যমুনা নামে / সাংপো নামে / মেকং নামে
উত্তর - সাংপো নামে

21. ভারতের একমাত্র মরুভূমির নাম - গোবি / থর / সাহারা মরুভূমি
উত্তর - থর মরুভূমি

22. ব্যাসল্ট শিলা থেকে সৃষ্ট মৃত্তিকা হল - পলি মাটি / কৃষ্ণ মৃত্তিকা / ল্যাটেরাইট মৃত্তিকা
উত্তর - কৃষ্ণ মৃত্তিকা

23. ভারতে নব গঠিত উর্বর পলিমাটি পরিচিত - খাদার / ভাঙর / তরাই নামে
উত্তর - খাদার নামে

24. ক্রান্তীয় পাতা ঝরা অরণ্যের উদ্ভিদ হল - রাবার / ফণীমনসা / শাল
উত্তর - শাল

25. নিম্নলিখিত কোন টি তন্তু জাতীয় ফসল - ধান / তুলা / চা
উত্তর - তুলা

26. ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠী হল - গোন্ড / ভিল / সাঁওতাল
উত্তর - গোন্ড


কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.