ষষ্ঠ শ্রেণীর ভূগোল mcq প্রশ্ন উত্তর আলোচনা


ষষ্ঠ শ্রেণির ভূগোল ষষ্ঠ অধ্যায় থকে নবম অধ্যায় অবধি MCQ প্রশ্ন উত্তর গুলি এখানে আলোচনা করা হলো। ষষ্ঠ শ্রেণির ভূগোল mcq প্রশ্ন উত্তর। ষষ্ঠ শ্রেণির ভূগোল প্রশ্ন উত্তর। 

1. পৃথিবীর দক্ষিণ মেরুতে অবস্থিত - আন্টার্কটিকা / দক্ষিণ আমেরিকা / এশিয়া মহাদেশ
উত্তর - আন্টার্কটিকা মহাদেশ

2. আন্টার্কটিকা মহাদেশ পৃথিবীর - পঞ্চম / ষষ্ঠ / সপ্তম বৃহত্তম মহাদেশ
উত্তর - পঞ্চম বৃহত্তম

3. সাদা মহাদেশ বলা হয় - আফ্রিকা / ওশিয়ানিয়া / আন্টার্কটিকা মহাদেশ কে
উত্তর - আন্টার্কটিকা মহাদেশ কে

4. আন্টার্কটিকা মহাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম - মাউন্ট এভারেস্ট / ভিনসন ম্যাসিফ / মাউন্ট এরেবাস 
উত্তর - ভিনসন ম্যাসিফ

5. পৃথিবীর দীর্ঘতম হিমবাহ হল - সিয়াচেন হিমবাহ / ল্যাম্বার্ট হিমবাহ / ক্যুইবেক হিমবাহ
উত্তর - ল্যাম্বার্ট হিমবাহ

6. পেঙ্গুইন পাখি দেখা যায় - আন্টার্কটিকা / দক্ষিণ আমেরিকা / ওশিয়ানিয়া মহাদেশে
উত্তর - আন্টার্কটিকা মহাদেশে

7. পৃথিবীর দক্ষিণ মেরুতে প্রথম পৌঁছায় - নীল আর্মস্ট্রং / এডমুন্ড হিলারি / রোয়াল্ড আমুণ্ডসেন 
উত্তর - রোয়াল্ড আমুণ্ডসেন

8. আন্টার্কটিকা মহাদেশে স্থাপিত ভারতের প্রথম গবেষণা কেন্দ্র টি হল - মৈত্রী / দক্ষিণ গঙ্গোত্রী / হিমাদ্রি
উত্তর - দক্ষিণ গঙ্গোত্রী

9. আমাদের দেশ - নিরক্ষীয় / ভূমধ্যসাগরীয় / মৌসুমি জলবায়ুর অন্তর্গত
উত্তর - মৌসুমি জলবায়ুর অন্তর্গত

10. অ্যালবেডোর পরিমাণ - 19% / 35% / 61%
উত্তর - 35% 

11. বায়ুমণ্ডলের উষ্ণতা পরিমাপক যন্ত্র টি হল - ব্যারোমিটার / সিক্স এর থার্মোমিটার / অ্যানিমোমিটার
উত্তর - সিক্স এর থার্মোমিটার

12. জল ফুটে বাষ্পে পরিণত হয় - 0⁰ / 50⁰ / 100⁰ সেলসিয়াস উষ্ণতায়
উত্তর - 100⁰ সেলসিয়াস উষ্ণতায়

13. জল জমে বরফে পরিণত হয় - 0⁰ / -10⁰ / 100⁰ সেলসিয়াস উষ্ণতায়
উত্তর - 0⁰ সেলসিয়াস উষ্ণতায়

14. বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্র টি হল - ব্যারোমিটার/ হাইগ্রোমিটার/ অ্যানিমোমিটার
উত্তর - হাইগ্রোমিটার

15. ফরটিন ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় - বায়ুর আর্দ্রতা / বায়ুর উষ্ণতা / বায়ুর চাপ 
উত্তর - বায়ুর আর্দ্রতা

16. আকাশে মেঘের পরিমাণের পরিমাপ হলো - মেঘাচ্ছন্নতা / আদ্রতা / বায়ুচাপ
উত্তর - মেঘাচ্ছন্নতা

17. পশ্চিমবঙ্গের আবহাওয়া দপ্তর অবস্থিত - আলিপুরে / আলিপুরদুয়ারে / ইসলামপুরে
উত্তর - আলিপুরে

18. প্রতি হাজার মিটার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস পায় - 6⁰ / 6.5⁰ / 10⁰ সেলসিয়াস হারে
উত্তর - 6.5⁰ সেলসিয়াস হারে

19. সূর্য নিরক্ষরেখার উপর কিরণ দেয় - লম্ব ভাবে / তীর্যকভাবে / বেশি তীর্যকভাবে
উত্তর - লম্বভাবে

20. পৃথিবীতে তাপ মন্ডল এর সংখ্যা - তিনটি / চারটি / পাঁচটি
উত্তর - তিনটি

21. নিম্নলিখিত কোন গ্যাসটি বিষাক্ত নয় - কার্বন ডাই অক্সাইড / নাইট্রোজেনের অক্সাইড / অক্সিজেন
উত্তর - অক্সিজেন

22. ওজোন স্তর ক্ষয় করে - কার্বন ডাই অক্সাইড / নাইট্রাস অক্সাইড / ক্লোরো ফ্লুরো কার্বন
উত্তর - ক্লোরো ফ্লুরো কার্বন

কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.