শিলা ও খনিজের পার্থক্য
পৃথিবীর শিলামন্ডল বা ভূত্বক গঠনকারী প্রধান উপাদান হল শিলা আর এই শিলা গঠনকারী মূল উপাদান হল খনিজ। অর্থাৎ ভূত্বক গঠনকারী পারস্পারিক সম্পর্ক যুক্ত দুটি প্রধান উপাদান হল শিলা ও খনিজ। এই দুই উপাদানের মধ্যে বেশ কিছু পার্থক্য পরিলক্ষিত হয়। নিচে শিলা ও খনিজের পার্থক্য গুলি সম্পর্কে আলোচনা করা হলো।
1) সংজ্ঞা
👉 এক বা একাধিক খনিজের সমন্বয়ে গঠিত ভূত্বক গঠনকারী উপাদান কে শিলা বলে।
👉 শিলা গঠনকারী অজৈব কঠিন বস্তু, যাদের নির্দিষ্ট কেলাস গঠনের পাশাপাশি নির্দিষ্ট রাসায়নিক উপাদান রয়েছে, তাদের খনিজ বলে।
2) রাসায়নিক উপাদান
👉 শিলার নির্দিষ্ট কোন রাসায়নিক উপাদান নেই।
👉 খনিজ গুলি নির্দিষ্ট রাসায়নিক উপাদান যুক্ত হয়ে থাকে।
3) উদাহরণ
👉 চুনা পাথর, ব্যাসল্ট, কাদা পাথর প্রভৃতি শিলার উদাহরণ।
👉 জিঙ্ক, পটাসিয়াম, লৌহ, সোডিয়াম প্রভৃতি খনিজ পদার্থের উদাহরণ।
4) অধ্যায়ন
👉 শিলা সম্পর্কিত অধ্যায়ন কে পেট্রোলজি (Petrology) বলে।
👉 খনিজ সম্পর্কিত অধ্যায়ন কে মিনারোলজি (mineralogy) বলে।
5) আকৃতি
👉 শিলা গুলির নির্দিষ্ট কোন আকার বা আকৃতি থাকে না।
👉 খনিজ গঠনকারী মৌল গুলি পরস্পর যুক্ত হয়ে নির্দিষ্ট কেলাস আকৃতি গঠন করে। যেমন - ঘনকাকার, ষড়ভুজাকার প্রভৃতি।
6) সংকেত
👉 শিলার নির্দিষ্ট রাসায়নিক সংস্থিতি বা সংকেত থাকে না।
👉 প্রতিটি খনিজের নির্দিষ্ট রাসায়নিক সংস্থিতি বা সংকেত থাকে।
7) ক্ষয়শীলতা
👉 শিলা গুলি সময়ের সাথে ক্ষয় প্রাপ্ত হয়।
👉 খনিজ সহজে ক্ষয় প্রাপ্ত হয় না।
8) রাসায়নিক বিক্রিয়া
👉 শিলা গুলি সহজে রাসায়নিক বিক্রিয়ায় অংশ গ্রহণ করে না।
👉 খনিজ গুলি সহজেই রাসায়নিক বিক্রিয়ায় অংশ গ্রহণ করে।
কোন মন্তব্য নেই: