ষষ্ঠ শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর mcq পঞ্চম অধ্যায়


ষষ্ঠ শ্রেণির ভূগোল পঞ্চম অধ্যায় জল স্থল বাতাস থেকে mcq প্রশ্ন ও উত্তর গুলি আলোচনা করা হলো। ষষ্ঠ শ্রেণির ভূগোল প্রশ্ন উত্তর mcq ।।

1. পৃথিবীর বায়ুমন্ডলের সর্বনিম্ন স্তর টি হল - ট্রপোস্ফিয়ার / স্ট্র্যাটোস্ফিয়ার / মেসোস্ফিয়ার
উত্তর - ট্রপোস্ফিয়ার

2. বায়ুমন্ডলের যে স্তরে মেঘ, ঝর বৃষ্টি হয়, সেটি হল - ট্রপোস্ফিয়ার / স্ট্র্যাটোস্ফিয়ার / মেসোস্ফিয়ার
উত্তর - ট্রপোস্ফিয়ার

3. প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা হ্রাস পায় - 6.3⁰ c / 6.4⁰ c / 6.5⁰ সেলসিয়াস হারে
উত্তর - 6.4⁰ সেলসিয়াস হারে

4. জেটপ্লেন গুলি চলাচল করেট্রপোস্ফিয়ার / স্ট্র্যাটোস্ফিয়ার / মেসোস্ফিয়ার দিয়ে
উত্তর - স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে

5. সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে - ওজোন স্তর / বায়ু স্তর / অক্সিজেন স্তর
উত্তর - ওজোন স্তর

6. ওজোন স্তর দেখা যায় - আয়নো স্ফিয়ারে / মেসো স্ফিয়ারে / স্ট্র্যাটোস্ফিয়ারে 
উত্তর - স্ট্র্যাটোস্ফিয়ারে

7. বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে ফিরে আসে - স্ট্র্যাটোস্ফিয়ার / আয়নোস্ফিয়ার / এক্সস্ফিয়ার থেকে 
উত্তর - আয়নোস্ফিয়ার থেকে

8. মহাকাশ স্টেশন গুলো অবস্থান করে - স্ট্র্যাটোস্ফিয়ারে / আয়নোস্ফিয়ারে / এক্সস্ফিয়ারে
উত্তর - এক্সস্ফিয়ারে

9. পৃথিবীর সবচেয়ে বাইরের পাতলা শক্ত আস্তরণ কে বলে - ভূত্বক / গুরুমন্ডল / কেন্দ্র মন্ডল 
উত্তরভূত্বক

10. পৃথিবীর সাগর, মহাসাগর - বায়ুমন্ডল / শিলামণ্ডল / বারিমন্ডলের অন্তর্গত
উত্তর - বারিমন্ডলের অন্তর্গত

11. পৃথিবী কে বলা হয় - নীল গ্রহ / লাল গ্রহ / সবুজ গ্রহ
উত্তর - নীল গ্রহ 

12. 50 কোটি বছর আগের পৃথিবীর অখন্ড মহাদেশ কে বলে - প্যান্থালাসা / প্যাঞ্জিয়া / গ্লোব
উত্তর - প্যাঞ্জিয়া

13. প্যানজিয়ার ভাঙ্গন শুরু হয় - 20 / 30 / 35 কোটি বছর আগে
উত্তর - 20 কোটি বছর আগে

14. মহাদেশ সঞ্চালনের মূল কারণ - ভূমিকম্প / জোয়ার ভাটার শক্তি  / পরিচলন স্রোত
উত্তর - পরিচলন স্রোত

15. পৃথিবীর বৃহত্তম মহাদেশ হল - এশিয়া / ইউরোপ / আফ্রিকা
উত্তর - এশিয়া

16. যে দুটি মহাদেশকে একত্রে ইউরেশিয়া বলা হয় - এশিয়া ও আফ্রিকা / আফ্রিকা ও ইউরোপ / ইউরোপ ও এশিয়া মহাদেশকে 

 উত্তর - ইউরোপ ও এশিয়া মহাদেশকে

17. পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ - উত্তর আমেরিকা / ইউরোপ / আফ্রিকা
উত্তর - আফ্রিকা

18. পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম - থরv/ আটাকামা / সাহারা 
উত্তর - সাহারা মরুভূমি

19. পৃথিবীর দীর্ঘতম নদীর নাম - ব্রহ্মপুত্র / নীলনদ / ইয়াং সিকিয়াং নদী
উত্তর - নীলনদ

20. পৃথিবীর দীর্ঘতম নদীর নীলনদ অবস্থিত  - দক্ষিণ আমেরিকা / আফ্রিকা / ইউরোপ মহাদেশ
উত্তর - আফ্রিকা মহাদেশ

21. পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশের নাম হল - আফ্রিকা / ওশিয়ানিয়া / আন্টার্কটিকা
উত্তর - ওশিয়ানিয়া মহাদেশ

22. পৃথিবীর বৃহত্তম নদী হল - ইয়াংসিকিয়াং / মিসিসিপি মিসৌরি /আমাজন
উত্তর - আমাজন নদী

23. পৃথিবীর দক্ষিণ মেরু কে ঘিরে অবস্থান করছে - আন্টার্কটিকা / ইউরোপ / উত্তর আমেরিকা মহাদেশ
উত্তর - আন্টার্কটিকা মহাদেশ

24. পৃথিবীতে মহাসাগরের সংখ্যা - 5 টি / 6 টি / 7 টি 
উত্তর - 5 টি

25. পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর হল - প্রশান্ত মহাসাগর / ভারত মহাসাগর / সুমেরু মহাসাগর 
উত্তর - সুমেরু মহাসাগর

কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.