উচ্চ মাধ্যমিক ইতিহাস mcq প্রশ্ন উত্তর 2018


এখানে 2018 সালের উচ্চ মাধ্যমিক ইতিহাস mcq প্রশ্ন উত্তর গুলি আলোচনা করা হলো। উচ্চ মাধ্যমিক ইতিহাস বিগত বছরের প্রশ্ন উত্তর। উচ্চ মাধ্যমিক ইতিহাস 2018 সালের mcq প্রশ্ন উত্তর। উচ্চ মাধ্যমিক ইতিহাস প্রশ্ন উত্তর 2018। দ্বাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্ন উত্তর। 

1. "ইতিহাস একটি বিজ্ঞান - এর বেশিও নয় কমও নয়" । - এটি কার উক্তি?
a) রাঙ্কে
b) ই. এইচ. কার
c) জেমস মিল
d) বিউরী

উত্তর - বিউরী

2. একাত্তরের ডাইরি - নামক স্মৃতি কথার রচয়িতা হলেন
a) সুফিয়া কামাল
b) নারায়ণ গঙ্গোপাধ্যায়
c) নারায়ণ সান্যাল
d) দক্ষিণারঞ্জন বসু

উত্তর - সুফিয়া কামাল

3. ভাস্কো দা গামা ভারতের কোন বন্দরে প্রথম পদার্পণ করেন
a) দমন
b) গোয়া
c) কালিকট
d) কোচিন

উত্তর - কালিকট

4. বক্সারের যুদ্ধে কে জড়িত ছিলেন
a) সিরাজ উদ দ্দৌলা
b) মীরকাশিম
c) দ্বিতীয় শাহ আলম
d) সুজাজি দ্দৌলা

উত্তর - সিরাজ উদ দ্দৌলা

5. রেগুলেটিং আইন পাশ হয়েছিল
a) 1770 এ
b) 1771 এ
c) 1773 এ
d) 1774 এ

উত্তর - 1773 এ

6. বোর্ড অফ রেভিনিউ গঠন করেন
a) লর্ড লিটন
b) লর্ড রিপন
c) লর্ড কর্ণওয়ালিস
d) ওয়ারেন হেস্টিংস

উত্তর - ওয়ারেন হেস্টিংস

7. শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত কারা
a) কেরি-হিকি-ওয়ার্ড
b) ডার্ফ- কেরি- মার্শমান
c) হেয়ার - ডার্ফ- কেরি
d) কেরি- মার্শমান - ওয়ার্ড

উত্তর - কেরি- মার্শমান - ওয়ার্ড

8. শিমনো সেকির সন্ধি স্বাক্ষরিত হয়
a) 1894 এ
b) 1895 এ
c) 1896 এ
d) 1897 এ

উত্তর - 1895 এ

9. সত্য শোধক সভা প্রতিষ্ঠা করেন 
a) দয়ানন্দ সরস্বতী
b) কেশব চন্দ্র সেন
c) জ্যোতিবা ফুলে
d) রামমোহন রায়

উত্তর - জ্যোতিবা ফুলে

10. মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত নন
a) এস. এ. ডাঙ্গে
b) মুজফফর আহমেদ
c) সোমনাথ লাহিড়ী
d) ফিলিপ স্ক্র্যাট

উত্তর - সোমনাথ লাহিড়ী

11. ত্রিপুরা কংগ্রেসে সুভাষচন্দ্র বোস এর প্রতিদ্বন্দ্বী ছিলেন
a) গোবিন্দ বল্লভ পন্থ
b) চ্ক্রবর্তি রাজা গোপালচারী
c) পট্টভি সিতারামাইয়া
d) জওহরলাল নেহেরু

উত্তর - পট্টভি সিতারামাইয়া

12. মুসলিম লীগের অধিবেশনে পৃথক পাকিস্তানের দামী
তোলা হয় সেটি হলো
a) লাহোর 
b) লখনৌ
c) করাচি
d) ঢাকা

উত্তর - লাহোর

13. "Now or Never" শীর্ষক পুস্তিকা টি লেখেন 
a) আগা খান
b) মোহাম্মদ আলী জিন্নাহ
c) বাল গঙ্গাধর তিলক
d) চৌধুরী রহমৎ আলী

উত্তর - চৌধুরী রহমৎ আলী

14. ইন্দোনেশিয়ায়  উপনিবেশ স্থাপন করে কারা
a) ইংরেজ 
b) ওলন্দাজ
c) ফরাসি
d) পর্তুগীজ

উত্তর - ওলন্দাজ

15. ভারতের স্বাধীনতা আইন পাশ হয়
a) 1946 সালের 4 ঠা জুলাই
b) 1946 সালের 14 আগস্ট
c) 1947 সালের 4 ঠা জুলাই
d) 1947 সালের 14 আগস্ট

উত্তর - 1947 সালের 4 ঠা জুলাই

16. ফুলটন বক্তৃতা দিয়েছিলেন 
a) চার্চিল
b) রুজ ভে
c) স্তালিন
d) কেন্নান

উত্তর - চার্চিল

17. জেনারেল নেগেইব কোন দেশের সেনা নায়ক ছিলেন
a) মিশর
b) ইজ্রায়েল
c) আলজেরিয়া
d) লিবিয়া

উত্তর - মিশর

18. মাইলাই ঘটনাটি ঘটেছিল 
a) জাপানে
b) চীনে
c) কোরিয়ায়
d) ভিয়েতনামে

উত্তর - ভিয়েতনামে

19. প্যাট্রিক লুমুম্বা কোন রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন
a) ঘানা
b) কঙ্গো
c) মরক্কো
d) মাল্টা

উত্তর - কঙ্গো

20. ভারতীয় পরিকল্পনা কমিশনের মূল রূপকার কে ছিলেন
a) জওহরলাল নেহেরু
b) প্রশান্ত চন্দ্র মহলানবিস
c) বল্লভ ভাই প্যাটেল
d) মেঘনাদ সাহা

উত্তর - প্রশান্ত চন্দ্র মহলানবিস

21. ভারতীয় সংবিধান কার্যকরী হয়
a) 1950 খ্রিস্টাব্দে
b) 1951 খ্রিস্টাব্দে
c) 1955 খ্রিস্টাব্দে
d) 1960 খ্রিস্টাব্দে

উত্তর - 1950 খ্রিস্টাব্দে

22. 1951 খ্রিস্টাব্দে প্রথম ইন্ডিয়ান ইন্সটিটউট অব টেকনোলজি স্থাপিত হয়
a) শিবপুরে
b) কানপুর
c) খরগপুরে
d) যাদব পুরে

উত্তর - খরগপুরে


কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.