উচ্চ মাধ্যমিক ইতিহাস mcq প্রশ্ন উত্তর 2017


এখানে 2017 সালের উচ্চ মাধ্যমিক ইতিহাস mcq প্রশ্ন উত্তর গুলি আলোচনা করা হলো। উচ্চ মাধ্যমিক ইতিহাস বিগত বছরের প্রশ্ন উত্তর। উচ্চ মাধ্যমিক ইতিহাস 2017 সালের mcq প্রশ্ন উত্তর। উচ্চ মাধ্যমিক ইতিহাস প্রশ্ন উত্তর 2017। দ্বাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্ন উত্তর। 

1. মিথ শব্দটি এসেছে মিথোস থেকে যেটি একটি 
a) গ্রিক শব্দ
b) রোমান শব্দ
c) লাতিন শব্দ
d) জার্মান শব্দ

উত্তর - গ্রিক শব্দ

2. জীবনের জলসাঘরে কার আত্মজীবনী 
a) দক্ষিণা রঞ্জন বসু 
b) মনি কুন্তলা সেন
c) নারায়ণ সান্যাল 
d) মান্না দে

উত্তর - মান্না দে

3. যে নীতির মাধ্যমে কোনো শক্তিশালী দেশ অন্যান্য দেশে শাসন কায়েম করে, তাকে বলে 
a) সাম্রাজ্যবাদ
b) মানবতাবাদ
c) সামরিক বাদ
d) জাতীয়তাবাদ

উত্তর - সাম্রাজ্যবাদ

4. "নতুন বিশ্ব " শব্দটি প্রথম ব্যবহার করেন
a) কলম্বাস
b) আমেরিগো ভেসপুচি
c) অ্যাডাম স্মিথ
d) স্যার ওয়াল্টার রালে

উত্তর - আমেরিগো ভেসপুচি

5. ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়
a) 1780 খ্রিস্টাব্দে
b) 1818 খ্রিস্টাব্দে
c) 1800 খ্রিস্টাব্দে
d) 1849 খ্রিস্টাব্দে

উত্তর - 1800 খ্রিস্টাব্দে

6. দক্ষিণী বিদ্যাসাগর কাকে বলা হয়
a) বীরসালিঙ্গম পানতুলু
b) শ্রী নারায়ণ গুরু
c) বিশ্বনাথ সত্যারাম
d) উন্নভা লক্ষ্মী নারায়ন

উত্তর - বীরসালিঙ্গম পানতুলু

7. কুয়োমিনটাং এর প্রতিষ্ঠাতা কে
a) চৌ এন লাই
b) সান ইয়াৎ সেন
c) চিয়াং কাই সেক
d) মাও সে তু

উত্তর - সান ইয়াৎ সেন

8. হিন্দু পাইওনিয়ার পত্রিকাটি প্রকাশ করে
a) নব্য বঙ্গ
b) প্রার্থনা সমাজ
c) আর্য সমাজ
d) ব্রাহ্মসমাজ

উত্তর - নব্য বঙ্গ

9. লখনৌ চুক্তি কবে সম্পাদিত হয়
a) 1916 খ্রিস্টাব্দে
b) 1919 খ্রিস্টাব্দে
c) 1906 খ্রিস্টাব্দে
d) 1909 খ্রিস্টাব্দে 

উত্তর - 1916 খ্রিস্টাব্দে

10) ভাইকম এর মন্দির প্রবেশ আন্দোলনের নেতৃত্ব কে দেন 
a) ড: আম্বেদকর
b) এ. কে. গোপালন
c) জ্যোতিবা ফুলে
d) কে. পি. কেশব মেনন

উত্তর -  কে. পি. কেশব মেনন

11. বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব কে দেন 
a) রাজ কুমার শুক্লা 
b) রাজেন্দ্র প্রসাদ
c) বল্লভ ভাই প্যাটেল
d) কল্যানজি মেহতা

উত্তর - বল্লভ ভাই প্যাটেল

12. ক্রিপস মিশন যখন ভারতে এসেছিল তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন 
a) উইনস্টোন চার্চিল
b) লিনলিথগো 
c) ক্লিমেন্ট এটলি
d) স্ট্যাফোর্ড ক্রিপস

উত্তর - উইনস্টোন চার্চিল

13. গুজরাটের খেরা জেলার দরিদ্র কৃষক কি নামে পরিচিত ছিল
a) হরিজন
b) কুনবি
c) পত্তিদার
d) বর্গাদার

উত্তর - কুনবি

14. আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হয়েছিল কোথায় 
a) টোকিও তে
b) ব্যাংককে
c) রেঙ্গুন এ
d) সিঙ্গাপুরে

উত্তর - সিঙ্গাপুরে

15. উত্তর আটলান্টিক সামরিক জেট (NATO) কবে গঠিত হয়
a) 1948 খ্রিস্টাব্দে
b) 1949 খ্রিস্টাব্দে
c) 1950 খ্রিস্টাব্দে
d) 1951 খ্রিস্টাব্দে

উত্তর - 1949 খ্রিস্টাব্দে

16. জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান উদ্যোক্তা ছিলেন?
a) জওহরলাল নেহেরু
b) মার্শাল টিটো
c) ড: সুকর্ণ
d) গামেল আবদেল নাসের

উত্তর -  জওহরলাল নেহেরু

17. প্রথম উপসাগরীয় যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল
a) 1990 খ্রিস্টাব্দে
b) 1995 খ্রিস্টাব্দে
c) 2000 খ্রিস্টাব্দে
d) 2003 খ্রিস্টাব্দে

উত্তর - 1990 খ্রিস্টাব্দে

18. দিয়েন বিয়েন ফুর যুদ্ধে কে জয়ী হয়েছিল
a) ভিয়েতনাম
b) ফ্রান্স
c) মার্কিন যুক্তরাষ্ট্র
d) কম্বোডিয়া

উত্তর - ভিয়েতনাম

19) বাংলাদেশের মুক্তি যুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন
a) মোহাম্মদ আলী জিন্নাহ
b) জুলফিকার আলী ভুট্টো
c) ইয়াহিয়া খান
d) আয়ুব খা

উত্তর - ইয়াহিয়া খান

20. ভারতের পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়েছিল
a) 1950 খ্রিস্টাব্দে
b) 1951খ্রিস্টাব্দে
c) 1952 খ্রিস্টাব্দে
d) 1953 খ্রিস্টাব্দে

উত্তর - 1950 খ্রিস্টাব্দে

21. SAARC এর ধারণা কার মস্তিষ্ক প্রসূত?
a) রাজা বীরেন্দ্র
b) মোরারজি দেশাই
c) ইন্দিরা গান্ধী
d) জিয়াউর রহমান

উত্তর - জিয়াউর রহমান

22. নিয়ন্ত্রিত গনতন্ত্র ধারণাটি কোন ব্যক্তির সাথে সম্পর্কিত 
a) নেহেরু
b) হো চি মি
c) সুকর্ণ
d) সুহার্ত

উত্তর - সুকর্ণ


কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.