উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান mcq প্রশ্ন উত্তর 2019


 রাষ্ট্রবিজ্ঞান বিগত বছরের প্রশ্ন উত্তর । এখানে 2019 সালের উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রের mcq প্রশ্নগুলির উত্তর সমেত আলোচনা করা হলো। উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন উত্তর mcq. 

1. ঠান্ডা যুদ্ধ কে 'গরম শান্তি ' বলে অভিহিত করেছেন 
a) ফ্রিডম্যান
b) রেমন্ড
c) ফ্র্যাঙ্কেল 
d) বার্নেট 

উত্তর - ফ্রিডম্যান

2. ন্যাটো গঠিত হয়
a) 1943 সালের, 4 ঠা এপ্রিল
b) 1944 সালের,  4 ঠা এপ্রিল
c) 1945 সালের,  4 ঠা এপ্রিল
d) 1949 সালের,  4 ঠা এপ্রিল

উত্তর - 1949 সালের,  4 ঠা এপ্রিল

3. ঠান্ডা লড়াইয়ের অবসান হয় 
a) 1980 সালে
b) 1995 সালে
c) 1991 সালে 
d) 1993 সালে

উত্তর - 1991 সালে 

4. '123' চুক্তি স্বাক্ষরিত হয়েছিল
a) 2005 সালে
b) 2007 সালে
c) 2009 সালে
d) 2011 সালে

উত্তর - 2007 সালে

5. 1991 সালে ভারতে ........... এর প্রধানমন্ত্রী কালীন সময়ে বাজার অর্থনীতির সূত্রপাত ঘটে
a) ইন্দিরা গান্ধী
b) লাল বাহাদুর শাস্ত্রী
c) নরসিমা রাও 
d) মনমোহন সিং

উত্তর - নরসিমা রাও 

6. ভারত-চীন সীমানা বিরোধ হয়
a) 1962 সালে
b) 1967 সালে
c) 1960 সালে
d) 2007 সালে

উত্তর - 1962 সালে

7. সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়
a) 1944 সালে
b) 1945 সালে
c) 1948 সালে
d) 2000 সালে

উত্তর - 1945 সালে

8. শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয়
a) 1960 সালে
b) 1970 সালে
c) 1950 সালে
d) 1965 সালে

উত্তর - 1950 সালে

9. আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকাল 
a) 9 বছর
b) 7 বছর
c) 5 বছর
d) 3 বছর

উত্তর - 9 বছর

10. নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল
a) 2 বছর
b) 3 বছর
c) 4 বছর
d) 5 বছর

উত্তর - 2 বছর

11. ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন
a) ড: রাজেন্দ্র প্রসাদ
b) ড: সর্বপল্লী রাধাকৃষ্ণন
c) ড: জাকির হোসেন
d) কোনোটিই নয়

উত্তর - ড: রাজেন্দ্র প্রসাদ

12. রাজ্য সভার সভাপতিত্ব করেন
a) রাষ্ট্রপতি
b) উপরাষ্ট্রপতি
c) স্পিকার
d) প্রধানমন্ত্রী

উত্তর - উপরাষ্ট্রপতি

13. পার্লামেন্টের যৌথ অধিবেশনের সভাপতিত্ব করেন
a) প্রধানমন্ত্রী
b) উপরাষ্ট্রপতি
c) স্পিকার
d) রাজ্যপাল

উত্তর - স্পিকার

14. অর্থবিল প্রথম উপস্থিত হয়
a) লোকসভায় 
b) রাজ্য সভায়
c) বিধান পরিষদে
d) সুপ্রিম কোর্টে

উত্তর - লোকসভায়

15. 'ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্ট অপেক্ষা শক্তিশালী' - কে বলেছেন
a) এ. কে. আয়ার
b) পি. এন. ভগবতী
c) ডি. ডি. বসু
d) ড: বি. আর. আম্বেদকর

উত্তর - এ. কে. আয়ার

16. হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হল
a) 65 বছর
b) 60 বছর
c) 62 বছর
d) 70 বছর

উত্তর - 62 বছর

17. ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয়
a) 1985 সালে
b) 1987 সালে
c) 1986 সালে
d) 1988 সালে

উত্তর - 1986 সালে

18. সুপ্রিম কোর্টের আছে
a) মূল এলাকা
b) আপীল এলাকা
c) পরামর্শ দান এলাকা
d) মূল, আপীল ও পরামর্শ দান এলাকা

উত্তর - মূল, আপীল ও পরামর্শ দান এলাকা

19. পশ্চিমবঙ্গের প্রথম লোক আদালত গঠিত হয়
a) 1986 সালে
b) 1987 সালে
c) 2003 সালে
d) 2005 সালে

উত্তর - 1987 সালে

20. কোন ধারাবলে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করে
a) 32 নং ধারায়
b) 226 নং ধারায়
c) 51 নং ধারায়
d) 326 নং ধারায়

উত্তর - 226 নং ধারায়

21. পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়
a) 1975 সালে
b) 1977 সালে
c) 1978 সালে
d) 1980 সালে

উত্তর - 1978 সালে

22. পঞ্চায়েত সমিতির সভা কে পরিচালনা করেন
a) প্রধান
b) সভাপতি
c) সভাধিপতি
d) বি. ডি. ও

উত্তর - সভাপতি

23. কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা হল
a) 144 সালে
b) 162 সালে
c) 135 সালে
d) 152 সালে

উত্তর - 144 সালে

24. ছোটো শহর গুলির স্বায়ত্ব শাসন পরিচালিত হয়
a) গ্রাম পঞ্চায়েতের দ্বারা
b) পৌর সভার দ্বারা
c) রাজ্য সরকার দ্বারা
d) গ্রাম সভার দ্বারা

উত্তর - পৌর সভার দ্বারা


কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.