উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্ন উত্তর 2016


এখানে উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার 2016 সালের saq প্রশ্ন গুলি উত্তর সমেত আলোচিত হল। উচ্চমাধ্যমিক ইতিহাস saq প্রশ্ন উত্তর 2016। দ্বাদশ শ্রেণীর ইতিহাস বিগত বছরের প্রশ্ন উত্তর। উচ্চ মাধ্যমিক ইতিহাস অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 2016। 

1) মার্কেন্টাইলবাদ কি?
উত্তর - অ্যাডাম স্মিথ 1776 সালে তার ' দি ওয়েলথ অব নেশন ' গ্রন্থে বলেছিলেন ইউরোপের শক্তিশালী দেশগুলি পণ্যদ্রব্য প্রস্তুতকারক কাঁচামাল সংগ্রহ ও বিক্রির বাজার দখলের জন্য যে নীতি নিয়েছিলেন তা মার্কেন্টাইল বাদ  নামে পরিচিত। 

2) 1612 খ্রিস্টাব্দে ভারতের কোথায় প্রথম ইংরেজ বাণিজ্য কেন্দ্র স্থাপিত হয়?
উত্তর - গুজরাটের সুরাটে

3) কোন ইউরোপীয় দেশ চীনের সাথে প্রথম ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলেছিল?
উত্তর - পর্তুগাল

4) বৈদেশিক বাণিজ্যের জন্য চীনের কোন বন্দর দুটি সীমাবদ্ধ ছিল?
উত্তর - ম্যাকাও ও ক্যান্টন 

5) আলিনগরের সন্ধি কত সালে, কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
উত্তর - 1757 সালে, সিরাজ উদ দৌলা ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে। 

6) কোন ভূমি ব্যবস্থা জমিদারদের জমির উপর মালিকানা স্বত্ব দিয়েছিল?
উত্তর - চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা

7) কে, কবে পাঞ্জাব কে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন?
উত্তর - লর্ড ডালহৌসি

8) চীনে কোন বছর আফিম আমদানি বন্ধ হয়? 
উত্তর - 1800 খ্রিস্টাব্দে

9) উন্মুক্ত দ্বার নীতি কি এবং কে এর প্রবক্তা?
উত্তর - মার্কিন পররাষ্ট্র সচিব জন হে,  চীনের বিভিন্ন অঞ্চলে ইউরোপের বিভিন্ন দেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র কে বাণিজ্যের সমান সুযোগ দেওয়ার নীতি উন্মুক্ত দ্বার নীতি নামে পরিচিত।  

10) সাহুকার কাদের বলা হয়?
উত্তর - বোম্বাই প্রেসিডেন্সির দরিদ্র কৃষক রা খাজনার অর্থ উঁচু সুদে যে মহাজনদের কাছ থেকে ধার করতো, তাদের সাহুকার বলে। 

11) কোন গভর্নর জেনারেল অ্যাংলিসিস্ট - ওরিয়েন্টালিস্ট বিতর্কের অবসান ঘটান?
উত্তর - লর্ড উইলিয়াম বেন্টিক

12) কবে এবং কেন স্যাডলার কমিশন গঠিত হয়?
উত্তর - 1917 সালে ভারতীয় শিক্ষার উন্নতি কল্পে স্যাডলার কমিশন গঠিত হয়।
 
13) কেরালায় কে অস্পর্শতার বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন গড়ে তুলেছিলেন?
উত্তর - শ্রী নারায়ণ গুরু

14) চীনে কোন বছর মে ফোর্ড আন্দোলন শুরু হয়েছিল?
উত্তর - 1919 সালে

15) মর্লে মিন্টো সংস্কার আইন কবে পাশ হয়?
উত্তর - 1909 সালে

16) কবে এবং কাদের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়?
উত্তর - 1916 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগ এর মধ্যে। 

17) কবে ও কোথায় ভারতীয় কমিনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়?
উত্তর - 1925 সালের 26 শে ডিসেম্বর কানপুরে 

18) ক্যাবিনেট মিশনের তিনজন সদস্যের নাম লেখ?
উত্তর - লর্ড পেথিক লরেন্স, স্যার স্ট্যাফর্ড ক্রিপস ও এ. ভি. আলেকজান্ডার। 

19) রশিদ আলী দিবস কবে এবং কেন পালিত হয়েছিল?
উত্তর - 1946 সালের 12 ই ফেব্রুয়ারি। আজাদ হিন্দ বাহিনীর ক্যাপ্টেন রশিদ আলীর মুক্তির দাবিতে মুসলিম লীগের ছাত্র সংগঠন এই দিন ধর্মঘটের ডাক দেয়। 

20) হো-চি-মিন কে ছিলেন?
উত্তর - ভিয়েতনাম কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা। 

21) কোন বছর ভিয়েতনাম গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসাবে ঘোষিত হয়?
উত্তর - 1949 সালে।

22) এশিয়া এশিয়াবাসীর জন্য - এই স্লোগান কোন দেশের?
উত্তর - জাপানের

23) মার্শাল পরিকল্পনা কি?
উত্তর - 1947 সালের 5 ই জুন ইউরোপের বিভিন্ন দেশে 
আর্থিক পুনজ্জীবনের উদ্দেশ্যে মার্শাল যে কর্মসূচি ঘোষণা করেন তাকে মার্শাল পরিকল্পনা বলে। 

24) ওয়ারশ চুক্তি কবে এবং কেন স্বাক্ষরিত হয়?
উত্তর - 1955 সালের মে মাসে, কমিউনিস্ট দেশ গুলির সহযোগিতা বৃদ্ধি এবং রুশ কর্তৃক বজায় রাখার জন্য ওয়ারশ চুক্তি করেন। 

25) দাঁতাত কি?
উত্তর - সোভিয়েত ইউনিয়ন ও মার্কিনী দের 1960 এর দশকে শেষের দিকে পারস্পরিক নমনীয় ভাব কে দাঁতাত বলে।

26) বেন বেল্লা কে?
উত্তর - আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি।

27) পাকিস্তান পিপল পার্টি কে গঠন করেন?
উত্তর - জুলফিকার আলী ভুট্টো


কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.