উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান MCQ প্রশ্ন উত্তর 2017


দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান বিগত বছরের প্রশ্ন উত্তর । এখানে 2017 সালের উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রের mcq প্রশ্নগুলির উত্তর সমেত আলোচনা করা হলো। উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান mcq প্রশ্ন উত্তর ।

1) ঠান্ডা লড়াই এর সঙ্গে সম্পর্কিত দেশগুলির নাম
a) ভারত ও সোভিয়েত ইউনিয়ন
b) চীন ও পাকিস্তান
c) মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন
d) জার্মানি ও ভারত 

উত্তর - মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন

2) ঠান্ডা লড়াইয়ের অবসান হয়
a) 1980 সালে
b) 1995 সালে
c) 1991 সালে
d) 2000 সালে

উত্তর - 1991 সালে

3) বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল
a) 1945 সালে
b) 1950 সালে
c) 1955 সালে
d) 1960 সালে

উত্তর -  1955 সালে

4) সার্ক প্রতিষ্ঠিত হয়
a) 1985 সালে
b) 1945 সালে
c) 1990 সালে
d) 2015 সালে

উত্তর - 1985 সালে

5) ভারতের পররাষ্ট্র নীতির একটি অভিনব বৈশিষ্ট্য বলো
a) ব্যবসার প্রসার
b) অন্য রাষ্ট্র কে অধীনে আনা
c) পঞ্চশীল নীতির অনুসরণ
d) এদের কোনোটিই নয়

উত্তর - পঞ্চশীল নীতির অনুসরণ

6) 'The Making of Foreign Policy' গ্রন্থটির লেখক হলেন
a) রবীন্দ্রনাথ ঠাকুর
b) মরগেনথাউ
c) জোসেফ ফ্রাঙ্কেল
d) ইভান লুয়ার্ড

উত্তর - জোসেফ ফ্রাঙ্কেল

7) ' শান্তির জন্য ঐক্য' প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয়
a) 1960 সালে
b) 1970 সালে
c) 1950 সালে
d) 1965 সালে

উত্তর - 1950 সালে

8) নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারে
a) মহাসচিব
b) সমস্ত সদস্যরা
c) স্থায়ী সদস্যরা
d) অস্থায়ী সদস্যরা

উত্তর - স্থায়ী সদস্যরা

9) সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি হলো
a) অছি পরিষদ
b) অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
c) নিরাপত্তা পরিষদ
d) জাতি সংঘ

উত্তর - জাতি সংঘ

10) 1945 সালে ......... টি সদস্য নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জ তাদের যাত্রা শুরু করেছিল
a) 21 টি
b) 50 টি
c) 187 টি
d) 193 টি

উত্তর - 50 টি

11) সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন
a) উপরাষ্ট্রপতি
b) স্পিকার
c) রাজ্যপাল
d) রাষ্ট্রপতি

উত্তর - স্পিকার

12) কেন্দ্রীয় মন্ত্রী সভার সদস্যরা নিযুক্ত হন....... এর দ্বারা
a) রাষ্ট্রপতি
b) প্রধানমন্ত্রী
c) স্পিকার
d) মুখ্যমন্ত্রী

উত্তর - রাষ্ট্রপতি

13) অর্থবিল প্রথম উপস্থাপিত হয়
a) লোকসভায়
b) রাজ্যসভায়
c) সুপ্রিম কোর্টে
d) হাইকোর্টে

উত্তর - লোকসভায়

14) পশ্চিমবঙ্গের বিধানসভায় নির্বাচিত মোট সদস্য সংখ্যা হল
a) 294
b) 180
c) 160
d) 295

উত্তর - 294

15) সুপ্রিমকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হল
a) 65 বছর
b) 62 বছর
c) 60 বছর
d) 70 বছর

উত্তর - 62 বছর

16) ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয়
a) 1985 সালে
b) 1986 সালে
c) 1987 সালে
d) 1988 সালে

উত্তর - 1986 সালে

17)  লোক আদালত প্রথম গঠিত হয়েছিল
a) দিল্লিতে
b) জুনা গড়ে
c) চেন্নাই তে 
d) মুম্বাই তে

উত্তর - জুনা গড়ে

18) কলকাতা হাইকোর্টের এলাকা রয়েছে .... পর্যন্ত
a) ওড়িশা
b) বিহার
c) ত্রিপুরা
d) আন্দামান নিকোবর

উত্তর - আন্দামান নিকোবর

19) পশ্চিমবঙ্গে ন্যায় পঞ্চায়েত গঠিত হয়
a) 1966 সালে
b) 1977 সালে
c) 1995 সালে
d) এখনও প্রতিষ্ঠিত হয় নি

উত্তর - এখনও প্রতিষ্ঠিত হয় নি

20) সুপ্রিমকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হতে হলে ন্যুনতম বয়স হতে হয়
a) 30 বছর
b) 35 বছর
c) 45 বছর
d) বয়সের কোনো শর্ত নেই

উত্তর - বয়সের কোনো শর্ত নেই

21) কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধান হলেন
a) মেয়র
b) ডেপুটি মেয়র
c) কমিশনার
d) কাউন্সিলর

উত্তর - কমিশনার

22) তপশিলি জাতি, তপশিলি উপজাতি ও মহিলাদের জন্য 73 তম সংবিধান  সংশোধনের মাধ্যমে আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে
a) 1992 সালে
b) 1993 সালে
c) 1994 সালে
d) 1995 সালে

উত্তর - 1992 সালে

23) ..... হলেন ব্লকের বিকাশ মূলক কাজের উদ্যোক্তা 
a) b.d.o
b) s.d.o
c) d.m
d) p.m

উত্তর - b.d.o

24) কলকাতা পৌর নিগম আইন প্রণীত হয়েছিল
a) 1980
b) 1982
c) 1992 
d) 1993 

উত্তর - 1980 সালে



কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.