উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন উত্তর mcq 2016


দ্বাদশ শ্রেণী রাষ্ট্র বিজ্ঞান mcq প্রশ্ন উত্তর 2016। উচ্চ মাধ্যমিক রাষ্ট্র বিজ্ঞান 2016 সালের বোর্ড পরীক্ষার mcq প্রশ্ন উত্তর গুলি এখানে আলোচনা করা হলো। 

1) প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল
a) প্রথম বিশ্ব যুদ্ধে 
b) দ্বিতীয় বিশ্বযুদ্ধে
c) ঠান্ডা লড়াইয়ে
d) ভারত পাক যুদ্ধে

উত্তর - প্রথম বিশ্ব যুদ্ধে

2) জোট নিরপেক্ষতা আন্দোলনের একটি অপরিহার্য নীতি হল
a) হস্তক্ষেপ
b) হস্তক্ষেপ না করা
c) আগ্রাসন
d) সামাজিক বিভেদ সৃষ্টি

উত্তর - হস্তক্ষেপ না করা

3) একমেরুকেন্দ্রীক বিশ্বের প্রধান দেশ হল
a) আমেরিকা
b) গ্রেট ব্রিটেন
c) চীন 
d) ফ্রান্স

উত্তর - আমেরিকা

4) পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কোন সালে
a) 1968 সালে
b) 1972 সালে
c) 1954 সালে
d) 1990 সালে

উত্তর - 1954 সালে

5) ভারতে 1991 সালে কোন প্রধানমন্ত্রীর সময় বাজার অর্থনীতির সূচনা ঘটে
a) জওহরলাল নেহেরু
b) ইন্দিরা গান্ধী
c) নরসিমা রাও
d) মনমোহন সিং

উত্তর - নরসিমা রাও

6) 123 agreement স্বাক্ষরিত হয়েছিল
a) 2005 সালে
b) 2007 সালে
c) 2008 সালে
d) 2013 সালে

উত্তর - 2007 সালে

7) সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান সদস্য সংখ্যা হল
a) 191 
b) 192
c) 204 
d) 193

উত্তর - 193

8) সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইন সভা হল
a) সাধারণ সভা 
b) নিরাপত্তা পরিষদ
c) অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
d) কর্ম দপ্তর

উত্তর - সাধারণ সভা।

9) আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা হল
a) 9 জন
b) 10 জন
c) 15 জন
d) 16 জন

উত্তর - 15 জন

10) UNO এর প্রথম মহাসচিব হলেন
a) কোফি আন্নান
b) বান কি মুন
c) ট্রিগভি লি
d) উ থান্ট

উত্তর - ট্রিগভি লি

11) ক্ষমতা স্বতন্ত্রীকরন নীতি টির মুখ্য প্রবক্তা কে
a) মতেস্কু
b) ব্ল্যাকস্টোন
c) বার্কার
d) ডাইসি

উত্তর - মতেস্কু


12) মার্কিন যুক্তরাষ্ট্রের আইন সভার নিম্ন কক্ষের নাম হল
a) জনপ্রতিনিধি সভা
b) লোকসভা
c) বিধান সভা
d) সিনেট

উত্তর - জনপ্রতিনিধি সভা

13) 'দ্বিতীয় পরিষদ হল স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা'
- একথা বলেছেন
a) লর্ড কার্জন
b) লর্ড অ্যাক্তন
c) অ্যারিস্টটল
d) গেটেল

উত্তর - লর্ড অ্যাক্তন

14) মার্কিন যুক্তরাষ্ট্রের আইন সভা কে বলা হয়
a) কংগ্রেস
b) ডুমা
c) পার্লামেন্ট
d) শোরা

উত্তর - কংগ্রেস

15) একক পরিচালকের একটি উদাহরণ হল
a) মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি
b) সুইজারল্যান্ডের যুক্তরাষ্ট্রীয় সরকার
c) ভারতের রাষ্ট্রপতি
d) বৃটেনের রাজা বা রানী

উত্তর - মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি

16) আমলাতন্ত্র হলো .......... শাসন
a) স্থায়ী
b) অস্থায়ী
c) বহু
d) একক

উত্তর - স্থায়ী

17) ভারতের রাষ্ট্রপতি ........... ধরনের জরুরি অবস্থা জারি করতে পারেন
a) এক
b) দুই
c) তিন
d) চার

উত্তর - তিন

18) ভারতের অ্যাটর্নি জেনারেল কে নিযুক্ত করেন
a) রাষ্ট্রপতি
b) প্রধানমন্ত্রী
c) প্রধান বিচাপতি
d) উপ রাষ্ট্রপতি

উত্তর - রাষ্ট্রপতি


19) কেন্দ্রীয় মন্ত্রীসভা দায়িত্বশীল থাকে
a) পার্লামেন্টের কাছে
b) লোকসভার কাছে
c) রাজ্যসভার কাছে
d) সুপ্রিম কোর্টের কাছে

উত্তর - পার্লামেন্টের কাছে

20) রাষ্ট্রপতি কর্তৃক লোকসভায় কতজন সদস্য মনোনীত হন
a) 2 জন
b) 3 জন
c) 4 জন
d) 5 জন

উত্তর - 2 জন

21) পঞ্চায়েত সমিতি হল পঞ্চায়েত রাজ ব্যবস্থার ...... স্তর
a) প্রথম
b) দ্বিতীয়
c) তৃতীয়
d) চতুর্থ 

উত্তর - দ্বিতীয়

22) ....... তম সংবিধান সংশোধনের মাধ্যমে তপশিলি জাতি, তপশিলি উপজাতি ও মহিলাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে
a) 70
b) 71
c) 72
d) 73

উত্তর - 73

23) জেলা পরিষদের প্রশাসনিক প্রধান হলেন
a) বি. ডি. ও
b) এস. ডি. ও
c) ডি. এম
d) সভাধিপতি

উত্তর - সভাধিপতি

24) পশ্চিমবঙ্গে পৌর আইন প্রণীত হয়.... সালে
a) 1992 সালে
b) 1993 সালে
c) 1994 সালে
d) 1995 সালে

উত্তর - 1993 সালে


কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.