উচ্চমাধ্যমিক দর্শন প্রশ্ন উত্তর 2018


উচ্চমাধ্যমিক দর্শন পরীক্ষার অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর গুলি এখানে আলোচনা করা হলো। উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন উত্তর 2018 দর্শন। উচ্চ মাধ্যমিক দর্শন saq প্রশ্ন উত্তর। 

1) যুক্তি কাকে বলে?
উত্তর - যুক্তি হল কত গুলি সমষ্টি, যেখানে একটি বচনের সত্যতা অপর এক বা একাধিক বচনের সত্যতার দ্বারা সমর্থিত হয় বা সমর্থিত হয়েছে বলে দাবি করা হয়।

2) অবরোহ যুক্তি বলতে কী বোঝ?
উত্তর - যে যুক্তির ক্ষেত্রে সিদ্ধান্ত টি এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে অনিবার্য ভাবে নিঃসৃত হয় এবং সিদ্ধান্তটি কখনোই আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক হয় না, তাকে অবরোহ যুক্তি বলে।

3) অসম বিরোধিতার সত্যতার নিয়ম টি লেখ?
উত্তর - অসম বিরোধিতার সম্বন্ধ যুক্ত সামান্য বচন টি সত্য হলে বিশেষ বচন টি সত্য হবে, কিন্তু সামান্য বচন টি মিথ্যা হলে বিশেষ বচন টি অনিশ্চিত হবে। 

4) " উভয় বচন একই সাথে সত্য নয়। " - এটি কোন বিরোধিতার সত্যতার নিয়ম?
উত্তর - এটি বিপরীত বিরোধিতার সত্যতার নিয়ম।

5) বিরুদ্ধ বিরোধিতার মূল শর্ত দুটি উল্লেখ করো?
উত্তর -  মূল শর্ত দুটি হল - (i) একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি বচনের গুন ও পরিমাণ উভয়ই পৃথক হবে। 
(ii) দুটি বচন একই সঙ্গে সত্য বা মিথ্যা হতে পারে না।

6) E বচনের বিবর্তনের আবর্তিত বচন টি কি হবে?
উত্তর - 'E' বচনের বিবর্তনের আবর্তিত বচন টি 'I' বচন হবে।

7) 'অমানুষ কবি নেই' - বচন টির বিবর্তন করো?
উত্তর - L.F - (E) - কোন কবি নয় অ-মানুষ।
                    (A) - সকল কবি হয় মানুষ। ( বিবর্তিত)

8) একটি মিশ্র বৈকল্পিক ন্যায় অবৈধ হলে কি দোষ হয়?
উত্তর - একটি মিশ্র বৈকল্পিক ন্যায় অবৈধ হলে বিকল্প স্বীকার জনিত দোষ হয়।

9) বৈকল্পিক বচনে কমপক্ষে কয়টি বিকল্প থাকে?
উত্তর - বৈকল্পিক বচনে কমপক্ষে 2টি বিকল্প থাকে।

10) বৈধতা / অবৈধতা নির্ণয় কর :
যদি লক বস্তুবাদী হন তবে তিনি দার্শনিক, লক দার্শনিক।
সুতরাং তিনি বস্তুবাদী।
উত্তর - আদর্শ আকার : যদি লক বস্তুবাদী হন তবে তিনি দার্শনিক, লক দার্শনিক।
∴লক বস্তুবাদী।
উপরিউক্ত প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় টি অবৈধ। ন্যায়টি 'অনুগ স্বীকার জনিত দোষ' এ দুষ্ট। 

11) শূন্যগর্ভ শ্রেণী কাকে বলে?
উত্তর - যে শ্রেণীর অন্তর্গত কোন ব্যক্তি বা বস্তুর বাস্তব অস্তিত্ব নেই তাকে শূন্যগর্ভ শ্রেণী বলে। 

12) 'O' নিরপেক্ষ বচনের বুলীয় ব্যাখ্যা কী?
উত্তর - 'O' নিরপেক্ষ বচনের বুলীয় ব্যাখ্যা হল: 
উদ্দেশ্য পদ নির্দেশিত শ্রেণীর কিছু সদস্য বিধেয় পদের বিরুদ্ধ পদ নির্দেশিত শ্রেণীরও বাক্য।

13) 'pv~p' বচনাকার টি কখন সত্য হয়?
উত্তর - p সত্য বা মিথ্যা হলে  'pv~p' বচনাকার টি সত্য হয়। 

14) আপতিক বচনাকার কি রূপ?
উত্তর - যে বচনাকারের প্রধান স্তম্ভের প্রতিস্থাপন দৃষ্টান্ত গুলি সত্য মিথ্যা মিশ্রিত, তাই হল আপতিক বচনাকার ।

15) স্বত: সত্য বাক্য কাকে বলে?
উত্তর - যে বচনাকারের প্রধান স্তম্ভের সকল প্রতিস্থাপন দৃষ্টান্তই সত্য, তাকে স্বত:সত্য বাক্য বলে। যেমন pv~p। 

16) একটি সংযৌগিক বচন কখন মিথ্যা হয়?
উত্তর - সংযৌগিক বচনের যে কোনো একটি সংযৌগী মিথ্যা হলেই, সংযৌগিক বচন টি মিথ্যা হয়।

17) আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি গুলি কি কি?
উত্তর - আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হল - পর্যবেক্ষণ ও পরীক্ষণ। 

18) প্রকৃতির একরুপতা নীতি কাকে বলে?
উত্তর - প্রকৃতির একরুপতা নীতির অর্থ হল প্রকৃতি একই অবস্থায় একই রূপ আচরণ করে। 

19) বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তটি কি বচন?
উত্তর - বৈজ্ঞানিক আরোহ অনুমানের সিদ্ধান্ত হল সামান্য সংশ্লেষক বচন। 

20) সামান্যীকরণ বলতে কী বোঝায়?
উত্তর - যে প্রক্রিয়ার সাহায্যে এক জাতীয় কয়েকটি বস্তু বা ঘটনা পর্যবেক্ষণ করে সমজাতীয় সকল বস্তু সম্বন্ধে একটি  সার্বিক বচন প্রতিষ্ঠা করা হয় তাকেই সামান্যীকরণ বলে। 

21) কার্ভেথ রিড কিভাবে কারণের লক্ষণ দিয়েছেন?
উত্তর - কার্ভেথ রিড কারণের লক্ষণ প্রসঙ্গে বলেছেন - গুণের দিক থেকে কারণ হলো কার্যের অব্যবহৃত, শর্তান্তরহীন, অপরিবর্তনীয় অগ্রবর্তী ঘটনা এবং পরিমাণের দিক থেকে কারণ হল কার্যের সমান। 

22) কারণের পরিমাণ গত লক্ষনের মূল ভিত্তি গুলি কি কি?
উত্তর - কারণের পরিমাণ গত লক্ষনের মূল ভিত্তি হল - 
(i) বস্তুর অবিনশ্বরতা নীতি এবং (ii) শক্তির অবিনশ্বরতা নীতি।

23) কারণ ও শর্তের মধ্যে মূল পার্থক্য  কি?
উত্তর - কারণ হল শর্ত সমষ্টি বা সমগ্র ঘটনা, আর শর্ত হল কারণ এর অপরিহার্য অংশ যা কার্যকে ঘটায়। 

24) বহুকারণ সমন্বয়ের নীতিটি উল্লেখ করো?
উত্তর - বহুকারণ সমন্বয়ের নীতিটি হল অনেকগুলি কারণ এক সঙ্গে যুক্ত হয় কার্য উৎপন্ন করতে পারে। 


কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.