উচ্চমাধ্যমিক দর্শন MCQ প্রশ্ন উত্তর 2019


উচ্চমাধ্যমিক দর্শন পরীক্ষার অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর গুলি এখানে আলোচনা করা হলো। উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন উত্তর 2019 দর্শন। উচ্চ মাধ্যমিক দর্শন mcq প্রশ্ন উত্তর।

1) যদি কোনো অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হয় তবে যুক্তিটি 
a) অবশ্যই বৈধ হবে
b) অবশ্যই অবৈধ হবে
c) বৈধ বা অবৈধ হবে
d) এদের কোনোটিই নয়

উত্তর - অবশ্যই বৈধ হবে

2) যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্য ভাবে নিঃসৃত হয়, তাকে বলে
a) অবৈজ্ঞানিক আরোহ
b) বৈজ্ঞানিক আরোহ
c) উপমা যুক্তি
d) অবরোহ যুক্তি 

উত্তর - অবরোহ যুক্তি 

3) আরোহ যুক্তির সিদ্ধান্ত সব সময়ই 
a) সুনিশ্চিত
b) সম্ভাব্য
c) সত্য
d) বৈধ

উত্তর - সম্ভাব্য

4) উদ্দেশ্য পদ অব্যাপ্য হয় 
a) সামান্য বচনের 
b) বিশেষ বচনের
c) সদর্থক বচনের
d) নঞর্থক বচনের

উত্তর - নঞর্থক বচনের

5) প্রতিটি নঞর্থক বচনের ...... পদটি অবশ্যই ব্যাপ্য হয়
a) উদ্দেশ্য
b) বিধেয়
c) উদ্দেশ্য ও বিধেয়
d) কোনোটিই নয়

উত্তর - বিধেয়

6) যদি E বচনটি মিথ্যা হয় তবে একই উদ্দেশ্য ও বিধেয় যুক্ত A বচনের সত্য মূল্য হবে
a) সত্য 
b) স্ব-বিরোধী
c) মিথ্যা
d) অনিশ্চিত

উত্তর - অনিশ্চিত

7) একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি সামান্য বচনের মধ্যে যে বিরোধিতা অবস্থান করে, তাকে বলা হয়
a) বিপরীত বিরোধিতা
b) অধীন বিপরীত বিরোধিতা
c) অসম বিরোধিতা
d) বিরুদ্ধ বিরোধিতা

উত্তর - বিপরীত বিরোধিতা

8) নিরপেক্ষ ন্যায়ের সংস্থানের সংখ্যা হল
a) দুই
b) তিন
c) চার
d) পাঁচ

উত্তর - চার

9) পক্ষপদ পক্ষ আশ্রয় বাক্য ছাড়া অন্য যে স্থানে থাকে তা হল 
a) সিদ্ধান্তের বিধেয় স্থানে
b) সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে
c) সাধ্য আশ্রয় বাক্যের বিধেয় স্থানে
d) সাধ্য আশ্রয় বাক্যের উদ্দেশ্য স্থানে

উত্তর - সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে

10) প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় যুক্তির প্রধান আশ্রয় বাক্য টির অংশ দুটি হল
a) উদ্দেশ্য ও বিধেয়
b) আশ্রয় বাক্য ও সিদ্ধান্ত
c) সংযোগী ও বিকল্প 
d) পূর্বগ ও অনুগ 

উত্তর - পূর্বগ ও অনুগ 

11) 'p অথবা q, 󠁠~p / ∴q' __ এই যুক্তির আকার টি হল
a) বৈধ, M.P. 
b) বৈধ, M.T. 
c) বৈধ, D.S. 
d) বৈধ, H.S. 

উত্তর - বৈধ, D.S.

12) যদি p ᵥ q মিথ্যা হয় তাহলে p = q এর সত্য মূল্য হবে 
a) মিথ্যা
b) সত্য
c) অনিশ্চিত 
d) স্ববিরোধী

উত্তর - সত্য

13) 'P. ~P' এই বচনাকার টি
a) স্বত:সত্ত্ব
b) স্বত: মিথ্যা
c) আপতিক
d) বৈধ

উত্তর - স্বত: মিথ্যা

14) কোনো সত্যাপেক্ষক যৌগিক বচনের সত্য মূল্য নির্ভর করে
a) শুধুমাত্র অঙ্গ বচনের উপর
b) শুধু মাত্র যোজকের উপর
c) অঙ্গ বচন ও যোজকের উপর
d) এদের কোনোটিই নয়

উত্তর - অঙ্গ বচন ও যোজকের উপর

15) সাদৃশ্য কোন অনুমানের ভিত্তি 
a) অবরোহ অনুমান
b) উপমা যুক্তি
c) লৌকিক আরোহ
d) বৈজ্ঞানিক আরোহ

উত্তর - উপমা যুক্তি

16) আরোহ অনুমানের সমস্যাটি হল
a) বৈধতা নির্ণয়
b) অবৈধতা নির্ণয়
c) আকারগত সত্যতা নির্ণয়
d) সামান্যীকরণ

উত্তর - সামান্যীকরণ

17) আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হলো
a) পর্যবেক্ষণ ও পরীক্ষণ 
b) প্রকৃতির একরূপতা নীতি
c) কার্য ও কারণ নীতি
d) সামান্যীকরণ

উত্তর - পর্যবেক্ষণ ও পরীক্ষণ 

18) ' পরিমাণের দিক থেকে কার্য ও কারণ সমান' - একথা মনে করেন
a) মিল
b) কার্ভেথ রিড 
c) অ্যারিস্টটল
d) প্লেটো

উত্তর - কার্ভেথ রিড 

19) 'ক' হল 'খ' এর পর্যাপ্ত শর্ত - একথার অর্থ
a) যদি ক ঘটে তবে খ ঘটে
b) যদি খ ঘটে তবে ক ঘটে
c) যদি ক না ঘটে তবে খ ঘটে না 
d) যদি খ না ঘটে তবে ক ঘটে না 

উত্তর - যদি ক ঘটে তবে খ ঘটে

20) ' ভেজা কাঠে অগ্নি সংযোগ ধূম সৃষ্টির কারণ ' - এখানে 'কারণ' কথাটি যে অর্থে ব্যবহূত হয়েছে তা হল 
a) পর্যাপ্ত শর্ত
b) আবশ্যিক শর্ত
c) পর্যাপ্ত ও আবশ্যিক শর্ত
d) যৌক্তিক শর্ত

উত্তর - পর্যাপ্ত ও আবশ্যিক শর্ত

21) দ্বৈত অন্বয়ী পদ্ধতি টি হল
a) অন্বয়ী পদ্ধতি
b) যুগ্ম পদ্ধতি
c) সহ পরিবর্তন পদ্ধতি
d) ব্যতিরেকী পদ্ধতি

উত্তর - যুগ্ম পদ্ধতি

কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.