উচ্চমাধ্যমিক দর্শন MCQ প্রশ্ন উত্তর 2017


দ্বাদশ শ্রেণীর 2017 সালের দর্শন পরীক্ষার mcq প্রশ্ন উত্তর গুলি এখানে আলোচনা করা হলো। উচ্চ মাধ্যমিক দর্শন mcq প্রশ্ন উত্তর।

1) ভাষায় প্রকাশিত অনুমানের আকার কে বলা হয়
a) যুক্তি
b) আশ্রয় বাক্য
c) সিদ্ধান্ত
d) ন্যায়

উত্তর - যুক্তি

2) বৈধতার প্রশ্নটি সম্বন্ধিত হল 
a) আরোহ যুক্তির সঙ্গে
b) উপমা যুক্তির সঙ্গে
c) বৈজ্ঞানিক যুক্তির সঙ্গে
d) অবরোহ যুক্তির সঙ্গে

উত্তর - অবরোহ যুক্তির সঙ্গে

3) একটি আরোহ যুক্তির সিদ্ধান্ত হয় সর্বদা
a) সত্য
b) মিথ্যা
c) সম্ভাব্য 
d) বৈধ

উত্তর - সম্ভাব্য

4) একটি বচন সর্বদা
a) বৈধ / অবৈধ
b) সত্য / মিথ্যা
c) নিশ্চিত/ সম্ভাব্য
d) ব্যাপ্য / অব্যাপ্য

উত্তর - সত্য / মিথ্যা

5) উদ্দেশ্য এবং উভয় পদই অব্যাপ্য হয় 
a) O বচনে
b) I বচনে
c) E বচনে
d) A বচনে

উত্তর -  I বচনে

6) যদি E বচনটি মিথ্যা হয় তাহলে একই উদ্দেশ্য বিধেয় যুক্ত I বচনটির সত্য মূল্য হবে 
a) সত্য 
b) স্ববিরোধী
c) মিথ্যা
d) অনিশ্চিত

উত্তর - সত্য

7) একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি বিশেষ বচনের মধ্যে যে বিরোধিতা অবস্থান করে তাকে বলা হয়
a) বিপরীত বিরোধিতা
b) অধীন বিপরীত বিরোধিতা
c) বিরুদ্ধ বিরোধিতা
d) অসম বিরোধিতা

উত্তর - অধীন বিপরীত বিরোধিতা

8) নিরপেক্ষ ন্যায়ের এমন মূর্তি যেকোন মধ্যপদ (হেতু পদ) উভয় আশ্রয় বাক্যে বিধেয় স্থান অধিকার করে, সেটি হল
a) প্রথম মূর্তি
b) চতুর্থ মূর্তি
c) দ্বিতীয় মূর্তি
d) তৃতীয় মূর্তি

উত্তর - দ্বিতীয় মূর্তি

9) নিরপেক্ষ ন্যায় অনুমানে যে পদ সিদ্ধান্তের বিধেয় স্থানে বসে, তাকে বলে
a) সাধ্য পদ
b) পক্ষ পদ
c) হেতু পদ
d) এদের কোনোটিই নয়

উত্তর - সাধ্য পদ

10) 'যদি p তবে q নয়, p/∴ q নয়' - এই যুক্তির আকার হল
a) M. T.
b) D. S. 
c) M. P.
d) এদের কোনোটিই নয়

উত্তর - M. P.

11) বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্ত টি সর্বদা যে বচন হয় তা হল 
a) বৈকল্পিক বচন
b) প্রাকল্পিক বচন
c) নিরপেক্ষ বচন
d) স্ব - বিরোধী বচন

উত্তর - নিরপেক্ষ বচন

12) "সকল অ-S হয় P"  এই বচন টির বুলীয় ভাষ্য হল
a) SP̄ = O
b) S̄P = O
c) SP ≠ O
d) S̄P̄ = O

উত্তর - S̄P̄ = O

13) যদি P মিথ্যা হয় তাহলে p. ~ q এর সত্য মূল্য হবে
a) সত্য
b) মিথ্যা
c) সংশয়াত্মক 
d) স্বত: সত্য

উত্তর - মিথ্যা

14) যদি p v q মিথ্যা হয়, তাহলে p=q এর সত্য মূল্য হবে
a) সত্য
b) মিথ্যা
c) অনিশ্চিত
d) স্ববিরোধিতা

উত্তর - সত্য

15) যে যৌগিক বচনের সত্য সারণীর কতক গুলি নিবেশন সত্য এবং কতক গুলি মিথ্যা হয়, তাহলে বচন টি হল 
a) স্বত: সত্য
b) স্বত: মিথ্যা
c) আপতিক
d) বিশ্লেষক

উত্তর - আপতিক

16) আরোহের বস্তু গত ভিত্তি কী
a) প্রকৃতির একরূপতা নীতি এবং কার্য কারণ সূত্র
b) পরীক্ষণ ও সত্যতা যাচাই
c) পর্যবেক্ষণ এবং পরীক্ষণ
d) গণনা এবং পরিমাপ

উত্তর - পর্যবেক্ষণ এবং পরীক্ষণ

17) 'বিশেষ বিশেষ ঘটনার মাধ্যমে সামান্য নিয়মে উপনীত হওয়াই হল আরোহ অনুমান ।' - এটি বলেছেন
a) বেইন
b) মিল
c) ফাউলার
d) জয়েস

উত্তর - জয়েস

18) আমরা এক বিশেষ সত্য থেকে আর এক বিশেষ সত্যে উপনীত হই, যে আরোহ যুক্তি তে তা হল 
a) বৈজ্ঞানিক আরোহ অনুমান
b) অবৈজ্ঞানিক আরোহ অনুমান
c) উপমা যুক্তি
d) এদের কোনোটিই নয়

উত্তর - উপমা যুক্তি

19) গুণের দিক থেকে কারণ হলো কার্যের অব্যবহৃত, শতান্তরহীন, অপরিবর্তনীয় অগ্রবর্তী ঘটনা এবং পরিমাণের দিক থেকে কারণ হল কার্যের সমান । - একথা বলেছেন
a) কার্ভেড রিড
b) জে. এস. মিল 
c) আই এম কোপী
d) ডব্লু বি ও কোয়াইন

উত্তর - কার্ভেড রিড

20) বহুকারণবাদ কে সমর্থন করেন
a) অ্যারিস্টটল
b) কান্ট
c) বেইন
d) হোয়েটলে 

উত্তর - বেইন

21) 'ক' হল 'খ' এর ঘটার আবশ্যিক শর্ত - একথার অর্থ হলো 
a) যদি 'ক' নয় তবে 'খ' নয় 
b) যদি 'খ' নয় তবে 'ক' নয় 
c) যদি 'ক' তবে  'খ'
d) যদি 'খ'  তবে  'ক'

উত্তর - যদি 'ক' নয় তবে 'খ' নয় 

22) মিলের যে আরোহ মূলক পদ্ধতিতে কেবল দুটি মাত্র দৃষ্টান্ত যাচাই করা হয়, সেই হল
a) অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি
b) ব্যতিরেকী পদ্ধতি
c) অন্বয়ী পদ্ধতি
d) সহ পরিবর্তন পদ্ধতি

উত্তর - ব্যতিরেকী পদ্ধতি






কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.