উচ্চমাধ্যমিক দর্শন অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 2017


উচ্চমাধ্যমিক দর্শন পরীক্ষার অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর গুলি এখানে আলোচনা করা হলো। উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন উত্তর 2017 দর্শন। উচ্চ মাধ্যমিক দর্শন saq প্রশ্ন উত্তর। 

1) সিদ্ধান্ত বলতে কী বোঝ?
উত্তর - কোন যুক্তিতে যে বাক্য কে প্রমাণ করা হয়, তা হল সিদ্ধান্ত। 

2) যুক্তির বৈধতা বলতে কি বোঝ?
উত্তর - যুক্তির বৈধতা বলতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তের অনিবার্য ভাবে নিঃসৃত হওয়াকে বোঝায়। বৈধ যুক্তির আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্ত কখনোই মিথ্যা হতে পারে না।

3) বচনের বিরোধিতার আবশ্যিক শর্ত কি?
উত্তর - বচনের বিরোধিতার আবশ্যিক শর্ত হলো, সমজাতীয় নিরপেক্ষ বচন দুটির মধ্যে গুন বা পরিমাণ বা গুন ও পরিমাণ উভয়েরই পার্থক্য থাকা। 

4) ' কোনো মানুষ নয় সৎ' - বচন টির অসম বিরোধী বচন কি হবে?
উত্তর - অসম বিরোধী বচন টি হল - কোন কোন মানুষ নয় সৎ (O)। 

5) বিপরীত বিরোধিতা ও অধীন বিপরীত বিরোধিতা র মধ্যে পার্থক্য করো। 
উত্তর - বিপরীত বিরোধিতা হল দুটি সামান্য বচনের সম্পর্ক, আর অধীন বিপরীত বিরোধিতা হল দুটি বিশেষ বচনের সম্পর্ক। 

6) বিবর্তনে বৈধতার গুন সংক্রান্ত নিয়ম টি কি?
উত্তর -  বিবর্তনে বৈধতার গুন সংক্রান্ত নিয়ম টি হল,
 - বিবর্তনের আশ্রয় বাক্যের গুন সিদ্ধান্তে পরিবর্তিত হয়। 
7) ' সকল মানুষ হয় বিচার বুদ্ধি সম্পন্ন জীব ।' - বচনটি আবর্তন করো। 
উত্তর
(A) সকল মানুষ হয় বুদ্ধি বৃত্তি সম্পন্ন জীব - আবর্তনীয়
(I) কোনো কোনো বুদ্ধি বৃত্তি সম্পন্ন জীব হয় মানুষ - আবর্তিত।

8) প্রাকল্পিক ন্যায়ের Modus Tollens (M.T) আকারের একটি দৃষ্টান্ত দাও।
উত্তর
M.T আকারের দৃষ্টান্ত হল 
                                 যদি p তবে q
                                 এমন নয় যে q
                                এমন নয় যে p ।

9) বিসংবাদী বিকল্প বলতে কী বোঝ?
উত্তর - যখন কোন বৈকল্পিক বচনে বিকল্প দুটি পরস্পর বিরুদ্ধ হয়, অর্থাৎ একসঙ্গে সত্য হওয়ার সম্ভাবনা থাকে না। তখন তা হল বিসংবাদী বিকল্প। যেমন - কুকুর টি জীবিত অথবা মৃত। 

10) ' বিকল্প পরিগ্রহণ জনিত দোষ ' একটি দৃষ্টান্ত দাও?
উত্তর - দৃষ্টান্ত :
       সে কবি অথবা সে দার্শনিক
       সে দার্শনিক
       সে কবি নয়। 

11) অনুগ স্বীকার জনিত দোষ কখন ঘটে?
উত্তর - যখন গঠন মূলক প্রাকল্পিক ন্যায়ে অপ্রধান আশ্রয় বাক্যে অনুগকে স্বীকার করে সিদ্ধান্তে পূর্বগ কে স্বীকার করা হয়, তখন অনুগ স্বীকার জনিত দোষ ঘটে।

12) "অস্তিত্বমূলক তাৎপর্য " কাকে বলে?
উত্তর - কোন বচনের উদ্দেশ্য পদ দ্বারা নির্দেশিত শ্রেণীর বাস্তব সদস্য আছে, সেকথা ঐ বচনে ঘোষিত হওয়া হল 
অস্তিত্ব মূলক তাৎপর্য। 

13) 'A' নিরপেক্ষ বচনের বুলীয় ব্যাখ্যা কী?
উত্তর -  'A' নিরপেক্ষ বচনের বুলীয় ব্যাখ্যাটি হল - উদ্দেশ্য পদ নির্দেশিত শ্রেণীর সকল সদস্যই বিধেয় পদ নির্দেশিত শ্রেণীর সদস্য। 

14) ফলস্তম্ভ কাকে বলে?
উত্তর - সত্য সারণীর যে স্তম্ভে নির্দেশক স্তম্ভের সত্য মূল্যের ভিত্তিতে সমগ্র বচনাকারের সত্য মূল্য নির্ণয় করা হয়, তা হল ফলস্তম্ভ।

15) কখন একটি দ্বি- প্রাকল্পিক বচন মিথ্যা হয়?
উত্তর - দ্বি- প্রাকল্পিক বচনের অন্তর্গত একটি অপ্ত বাক্য 
সত্য এবং অন্যটি মিথ্যা হলে দ্বি- প্রাকল্পিক বচন মিথ্যা হয়। 

16) 'P ≡ ~ P' বচন টি কখন মিথ্যা হয়?
উত্তর - P সত্য বা মিথ্যা হলে P ≡ ~ P বচন টি মিথ্যা হয়। 

17) অবৈজ্ঞানিক আরোহ অনুমান কে কি মূল্যহীন বলা যায়?
উত্তর - অবৈজ্ঞানিক আরোহ অনুমান মূল্যহীন নয়, কারণ এই প্রকার অনুমান কার্য কারণ সম্পর্কের ইঙ্গিত দিয়ে থাকে। 

18) আরোহ সংক্রান্ত লাফ বলতে কি বোঝায়?
উত্তর - বিশেষ কতগুলি দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে তার ভিত্তিতে সামান্য সিদ্ধান্তে উপনীত হয়ে গেলে এক লাফ দিতে হয়। একই আরোহ মূলক লাফ বা ঝুঁকি বলে। 

19) উপমা যুক্তি মূল্যায়নের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ মানদণ্ড কি?
উত্তর - উপমা যুক্তি মূল্যায়নের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ মানদণ্ড হল - সাদৃশ্যের প্রাসঙ্গিকতা।

20) কারণ সম্পর্কে লৌকিক অভিমত কি?
উত্তর - কারণ সম্পর্কে লৌকিক মত টি হল - কারণ হল পূর্ববর্তী ঘটনা যা কার্য ঘটায়। 

21) কারণের সদর্থক শর্ত বলতে কি বোঝায়?
উত্তর - যে শর্ত উপস্থিত থেকে কার্য ঘটায়, তাকে সদর্থক শর্ত  বলে। 

22) যদি A ঘটে তবে B নামক ঘটনাটিও ঘটে - এখানে A, B এর কিরূপ শর্ত?
উত্তর - এখানে A, B এর পর্যাপ্ত শর্ত।

23) বহু কারণ বাদের সমস্যা দূর করার একটি উপায় উল্লেখ করো?
উত্তর - কার্যের মতো কারণ কে সার্বিক অর্থে  গ্রহণ করলে বহু কারণ বাদের সমস্যা দূর করা যায়। 

কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.