গঙ্গা নদীকে আদর্শ নদী বলা হয় কেন

 
ভারতের প্রধান ও দীর্ঘতম নদী গঙ্গাকে প্রাকৃতিক দিক থেকে একটি আদর্শ নদী বলা যায়, কারণ গঙ্গার উৎস থেকে মোহনা পর্যন্ত সুদীর্ঘ গতিপথে উচ্চ গতি বা পার্বত্য প্রবাহ, মধ্য গতি বা সমভূমি প্রবাহ এবং নিম্ন গতি বা বদ্বীপ প্রবাহ এই তিন রকম গতি প্রবাহ সুস্পষ্ট ভাবে দেখা যায়। আর এই তিন প্রবাহ যে নদীতে দেখা যায় তাকেই আদর্শ নদী বলে। যেমন - গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত 320 কিলোমিটার অংশ গঙ্গার পার্বত্য গতি। হরিদ্বার থেকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান পর্যন্ত গঙ্গার মধ্য গতি এবং সবশেষে ধুলিয়ান থেকে গঙ্গা নদীর মোহনা বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত অংশ গঙ্গার নিম্নগতি। তাই গঙ্গা নদীকে আদর্শ নদী বলা হয়।

কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.