হিমালয় পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো


ভারতের উত্তর সীমা বরাবর বিস্তৃত হিমালয় পর্বত পৃথিবীর উচ্চতম পর্বত শ্রেণী। এই হিমালয় পর্বতেই রয়েছে পৃথিবীর সুউচ্চ পর্বত শৃঙ্গ গুলি, যেমন - মাউন্ট এভারেস্ট, গডউইন অস্টিন, কাঞ্জনজঙ্ঘা প্রভৃতি। এই সুউচ্চ হিমালয় পর্বতের উৎপত্তি কিভাবে হয়েছে অর্থাৎ হিমালয় পর্বতের উৎপত্তির কারণ এখানে বিস্তারিত ভাবে আলোচনা করা হলো। 

হিমালয়ের উৎপত্তি - ধারণা করা হয়, বর্তমানে যে অঞ্চলটিতে হিমালয় পর্বতমালা অবস্থান করছে, সেখানে আজ থেকে প্রায় সাত কোটি বছর আগে টার্সিয়ারি যুগে টেথিস নামক এক অগভীর সমুদ্র বা মহীখাত ছিল। এই অগভীর সমুদের উত্তরে আঙ্গারাল্যান্ড নামক  এবং দক্ষিণে গঙ্গোয়ানাল্যান্ড নামক বিশাল ভূখন্ড দ্বারা পরিবেষ্টিত ছিল। কোটি কোটি বছর ধরে এই দুটি প্রাচীন ভূখন্ড থেকে ক্ষয়প্রাপ্ত পলি টেথিস মহিখাতে সঞ্চিত হতে থাকলে সেই সঞ্চিত পলির চাপে টেথিস মহিখাতে ভূ -আন্দোলনের সৃষ্টি হয়। এই ভূ - আন্দোলনের ফলে গণ্ডোয়ানা ল্যান্ডের তলদেশে ভারতীয় পাত এবং আঙ্গারাল্যান্ড এর তলদেশের এশীয় পাত সচল হয়ে পড়ে। ভারতীয় পাতের গতিবেগ বেশি হওয়ায় তা এশীয় পাতের দক্ষিণে প্রবল আঘাত করে। ফলে এই দুটি বিশাল ভূখন্ড এর মধ্যবর্তী স্থানে সঞ্চিত পলি প্রবল পার্শ্ব চাপের ফলে ভাঁজ খেয়ে সুবিশাল হিমালয় পর্বতের সৃষ্টি হয়। ভাঁজ প্রাপ্ত হয়ে সৃষ্টি হয় বলে হিমালয় কে নবীন ভঙ্গিল পর্বতও বলা হয়। 

কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.