দক্ষিণ ভারতের অধিকাংশ নদী পূর্ববাহিনী কেন


মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী দক্ষিণ ভারতের এই চারটি প্রধান নদী পূর্ব বাহিনী। দক্ষিণ ভারতের অধিকাংশ নদী পূর্ব বাহিনী হওয়ার কারণ গুলি সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো।

1) ঢালের দিক - দাক্ষিণাত্য মালভূমির ভূমির সাধারণ ঢাল পশ্চিম থেকে পূর্বে হওয়ায় এই অঞ্চলের নদী ভূমির ঢাল বরাবর প্রবাহিত হওয়ায় পূর্ব বাহিনী।

2) পাত ও চ্যুতি - ভারতের পশ্চিম উপকূল চ্যুতি যুক্ত হওয়ায় আরবীয় পাতের চাপ প্রতিরোধ করতে গিয়ে পশ্চিম উপকূল পূর্ব দিকে বেঁকে যায় ও পূর্ব দিকে ঢাল যুক্ত হয়। তাই নদী গুলি ঢাল কে অনুসরণ করে পূর্ব বাহিনী হয়েছে। 

কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.