নিশীথ সূর্যের দেশ কাকে বলে এবং কেন


ইউরোপ মহাদেশের উত্তর মেরুর নিকটবর্তী নরওয়ের হ্যামারফেস্ট বন্দর ও তার নিকটবর্তী অঞ্চলকে নিশীথ সূর্যের দেশ বলা হয় কারণ 21 শে মার্চ থেকে 23 শে সেপ্টেম্বর পর্যন্ত 186 দিন সময় সুমেরুতে যখন একটানা দিন থাকে তখন সুমেরু বৃত্তের ( সাড়ে 66⁰ উত্তর অক্ষাংশ) উত্তরে অবস্থিত ইউরোপ ও এশিয়া মহাদেশের কিছু স্থান এবং উত্তর কানাডার বেশ কিছু অঞ্চলে স্থানীয় সময় অনুসারে গভীর রাতেও আকাশে সূর্য দেখা যায়। এক কথায় নরওয়ে কে নিশীথ সূর্যের দেশ বলা হয়। 

কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.