নিরক্ষীয় অঞ্চলে সারাবছর গ্রীষ্মকাল বিরাজ করে কেন


ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে ঋতু পরিবর্তনের কারণ হল বছরের বিভিন্ন সময়ে তাপের পার্থক্য। নিরক্ষীয় অঞ্চলে সারাবছরই গ্রীষ্মকাল, সেখানে শীতকাল নেই। এর কারণ হল, নিরক্ষরেখা পৃথিবীর ঠিক মধ্যভাগে অবস্থিত বলে নিরক্ষরেখার ওপর সারা বছরই দিন রাত্রির দৈর্ঘ্য সমান ( 12ঘণ্টা দিন ও 12 ঘণ্টা রাত্রি) হওয়ায় নিরক্ষীয় অঞ্চলে বছরে কখনও ঋতু পরিবর্তন হয় না।  এই অঞ্চলে সূর্য রশ্মি বছরের সব সময় প্রায় লম্বভাবে পড়ে। 21 শে মার্চ ও 23 সে সেপ্টেম্বর নিরক্ষরেখার উপর সূর্য রশ্মি লম্বভাবে পড়ে। এই সময় দিনের বেলায় নিরক্ষীয় অঞ্চল যে তাপ গ্রহণ করে রাতে সেই তাপ পুরোটা বিকিরণ করতে পারে না, ফলে এই অঞ্চলে তাপ সঞ্চিত হয়ে আবহাওয়া উষ্ণ হয় এবং গ্রীষ্ম কালীন আবহাওয়া সৃষ্টি হয়। উষ্ণতার হ্রাস-বৃদ্ধি ও সূর্য রশ্মির পতন কোণের পার্থক্য ঘটে না বলে নিরক্ষীয় অঞ্চলে সব সময়েই উত্তাপ বেশি থাকে এবং বছরের প্রায় সব সময়েই নিরক্ষীয় অঞ্চলে গ্রীষ্মকাল বিরাজ ।

কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.