অক্ষরেখা কাকে বলে এবং অক্ষরেখার বৈশিষ্ট্য

অক্ষরেখা কাকে বলে এবং অক্ষরেখার বৈশিষ্ট্য গুলি এখানে আলোচিত করা হলো।

অক্ষরেখা - নিরক্ষরেখার উভয় দিকে নিরক্ষরেখার সমান্তরাল ভাবে পৃথিবীর পূর্বদিকে থেকে পশ্চিমদিকে 1⁰ পরপর যে 90 টি পরস্পর সমান্তরাল রেখাবৃত্ত কল্পনা করা হয়েছে তাদের প্রত্যেকটিকে অক্ষরেখা বলে। 

অক্ষরেখার বৈশিষ্ট্য সমূহ - 
1. অক্ষ রেখা গুলি পূর্ব-পশ্চিমে প্রসারিত।
2. অক্ষরেখা গুলি পূর্ণ বৃত্ত। 
3. প্রত্যেকটি অক্ষরেখা নিরক্ষরেখার সমান্তরালে অবস্থিত। এই জন্য একই অক্ষরেখায় অবস্থিত যে কোন স্থান থেকে নিরক্ষরেখার দূরত্ব সর্বদা সমান থাকে। 
4. অক্ষরেখা গুলির পারস্পরিক দূরত্ব নিরক্ষীয় অঞ্চলের তুলনায় মেরু অঞ্চলে কিছু টা বেশি।
5. অক্ষরেখা গুলির মধ্যে পৃথিবীর মাঝ বরাবর অবস্থিত নিরক্ষরেখার পরিধি সবচেয়ে বেশি।
6. অক্ষরেখা গুলির পরিধি নিরক্ষরেখা থেকে মেরুদ্বয়ের দিকে ক্রমশ ছোট হতে হতে অবশেষে দুই মেরুতে বিন্দুতে পরিণত হয়।
7. অক্ষরেখার পরিধি সর্বত্র সমান নয়।
8. একই অক্ষরেখায় অবস্থিত পৃথিবীর সমস্ত স্থানের অক্ষাংশ সমান।
9. একই অক্ষরেখায় অবস্থিত বিভিন্ন স্থানের স্থানীয় সময় আলাদা হয়। 
10. একই অক্ষরেখায় অবস্থিত বিভিন্ন স্থানের দিনরাত্রির দৈর্ঘ্য এবং জলবায়ু প্রায় একই রকম হয়। 

কোন রেখাকে মহাবৃত্ত বলা হয় - পৃথিবী একটি গোলক বলে, পৃথিবীর মাঝ বরাবর বিস্তৃত নিরক্ষরেখার পরিধি বা দৈর্ঘ্য সবচেয়ে বেশি হয়, তাই নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয়। 

কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.