অক্ষাংশ ও দ্রাঘিমাংশ কাকে বলে


অক্ষাংশ কাকে বলে এবং দ্রাঘিমাংশ কাকে বলে।

অক্ষাংশ কাকে বলে - নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণে অবস্থিত কোন স্থান এবং পৃথিবীর নিরক্ষীয় তলের কৌণিক দূরত্বকে সেই স্থানের অক্ষাংশ বলে। 

যেমন - পৃথিবীর নিরক্ষীয় তল বরাবর অবস্থিত নিরক্ষরেখার অক্ষাংশ 0⁰ . নিরক্ষরেখার উত্তরে অবস্থিত কলকাতার অক্ষাংশ 22⁰34' উত্তর । 

নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণ দিকে অক্ষাংশ ক্রমশ বাড়তে বাড়তে উত্তর মেরু বা দক্ষিণে মেরুতে 90⁰ তে শেষ হয়। আবার একই অক্ষরেখায় অবস্থিত সমস্ত স্থানের অক্ষাংশ সমান। 

দ্রাঘিমাংশ কাকে বলে - মূলমধ্যরেখা থেকে পূর্ব বা পশ্চিমে অবস্থিত ভূ-পৃষ্ঠের কোন স্থানের কৌণিক দূরত্ব কে দ্রাঘিমাংশ বলে। অর্থাৎ পৃথিবীর কোন স্থানের দ্রাঘিমারেখা এবং মূলমধ্যরেখা থেকে নিরক্ষীয় তল বরাবর ভূ কেন্দ্র পর্যন্ত যদি দুটো কাল্পনিক রেখা টানা হয়, তাহলে দুটি রেখা ভূ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে সেই কোণ কে উক্ত স্থানের দ্রাঘিমাংশ বলা হয়। 

একই দ্রাঘিমা রেখার ওপর অবস্থিত সমস্ত স্থানেরই দ্রাঘিমাংশ সমান হয়। সর্বনিম্ন দ্রাঘিমাংশ এর মান 0⁰ (মূলমধ্যরেখা) এবং সর্বোচ্চ দ্রাঘিমাংশ 180⁰ ( আন্তর্জাতিক তারিখ রেখা)। কলকাতার দ্রাঘিমা 88⁰30' পূর্ব। 

1 টি মন্তব্য:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.