দ্রাঘিমারেখা কাকে বলে এবং দ্রাঘিমারেখার বৈশিষ্ট্য

দ্রাঘিমারেখা কাকে বলে এবং দ্রাঘিমারেখার বৈশিষ্ট্য সমূহ

দ্রাঘিমারেখা - ভূ-পৃষ্ঠের যে সব স্থানের দ্রাঘিমা সমান বা একই, সেই সব স্থানকে কোনো কাল্পনিক রেখা দ্বারা পরপর যুক্ত করলে যে রেখা পাওয়া যায় তাকেই দ্রাঘিমারেখা বলে। 

 মূলমধ্যরেখা - লন্ডনের নিকটবর্তী গ্রিনিচ মানমন্দির এর ওপর দিয়ে যে কাল্পনিক অর্ধ বৃত্তাকার রেখা নিরক্ষরেখা কে লম্ব ভাবে ছেদ করে উত্তর ও দক্ষিণ মেরুর মধ্যে মধ্যে সংযোগ স্থাপন করেছে, সেই কাল্পনিক রেখাটিকেই মূলমধ্যরেখা বলে। 

দ্রাঘিমারেখার বৈশিষ্ট্য 
1. প্রতিটি দ্রাঘিমারেখার দৈর্ঘ্য সমান। 
2. দ্রাঘিমারেখা গুলির পরিধি সর্বত্র সমান।
3. উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত দ্রাঘিমা রেখা গুলি অর্ধবৃত্ত।
4. দ্রাঘিমা রেখা গুলি পরস্পরের সমান্তরাল নয়।
5. দ্রাঘিমারেখা গুলির মান মূলমধ্যরেখা থেকে পূর্ব ও পশ্চিমে ক্রমশ বাড়ে।
6. দ্রাঘিমারেখার সর্বনিম্ন মান 0⁰ এবং সর্বোচ্চ মান 180⁰।
7. প্রতিটি দ্রাঘিমারেখা প্রতিটি অক্ষরেখা কে লম্ব ভাবে ছেদ করে।
8. একই দ্রাঘিমা রেখায় অবস্থিত প্রতিটি স্থানের স্থানীয় সময় একই। 
9. পৃথিবী পৃষ্ঠে 1⁰ অন্তর মোট 359 টি দ্রাঘিমারেখা কল্পনা করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.