ডেভিস ও পেঙ্কের ক্ষয়চক্র মতবাদের পার্থক্য

ডেভিস ও পেঙ্কের ক্ষয়চক্র মতবাদের পার্থক্য 

ডেভিস ১৮৯৯ সালে ভৌগোলিক ক্ষয়চক্র তত্ত্বের মাধ্যমে ভূমিরুপের বিবর্তন সংক্রান্ত মতবাদ উপস্থাপনা করেন।
মূল ধারণা – ডেভিসের মতে একটি সদ্য উত্থিত ভূমিভাগ ক্ষয়ের দ্বারা পর্যায়ক্রমে অন্তিম অবস্থায় উপস্থিত হয়ে সমপ্রায় ভূমিতে পরিণত হয়।

পেঙ্ক ডেভিসের মতবাদের সমালোচনা হিসাবে নিজস্ব একটি মতবাদ উপস্তাপনা করেন।
মূলধারণা – পেঙ্কের মতে ভূমিরুপের বিবর্তন ভূ-অন্তঃস্থ শক্তির দ্বারা উত্থানের হার ও ভূ –বহিস্থ শক্তির প্রভাবে ক্ষয়ের হারের আনুপাতিক সম্পর্কের ওপর নির্ভর করে।    

ডেভিস ও পেঙ্কের  ক্ষয়চক্র মতবাদেরপার্থক্য

1. প্রকৃতি গত পার্থক্য

ডেভিসের ক্ষয়চক্রের ধারনাটি একটি সময় নির্ভর অনুক্রম।

অন্যদিকে, পেঙ্কের ক্ষয়চক্রের ধারনাটি একটি সময় নিরপেক্ষ অনুক্রম।

2. বিবর্তনের সময় কাল গত পার্থক্য

ভূমিরূপের বিবর্তন সম্পর্কীত ডেভিসের ক্ষয়চক্র তত্ত্ব টি একটি দ্রুত গতি সম্পন্ন প্রক্রিয়া

অন্যদিকে, ভূমিরূপের বিবর্তন সম্পর্কীত পেঙ্কের ক্ষয়চক্র তত্ত্ব টি একটি দীর্ঘ কালীল ধারাবাহিক প্রক্রিয়া।

3. মতবাদ গত পার্থক্য

ডেভিসের মতে ভূমিরূপ হল – গঠন, প্রক্রিয়া ও পর্যায়ের ফলস্রুতি।

অন্যদিকে, পেঙ্কের মতে ভূমিরূপ হল – উত্থান ও ক্ষয়ের ফলস্রুতি।

4. ভূমিঢালের প্রভাব গত পার্থক্য

ভূ-উন্নয়নে ভূমি ঢালের কথা ডেভিস উল্লেখ করেননি।

অন্যদিকে, পেঙ্কের মতে ভূমি ঢালেই ভূমিরূপ সৃষ্টি হয়। কাজেই ক্ষয় চক্রে ভূমি ঢাল অত্যন্ত গুরুত্বপূর্ন।

5. ভূমিরূপের উত্থান পর্ব  গত পার্থক্য

ডেভিসের মতে - ভূমিরূপের উত্থান পর্বের পরিসমাপ্তি যৌবন অবস্থা চলাকালীন কিংবা তাঁর আগেই ঘটে।

পেঙ্কের মতে - ভূমিরূপের উত্থান পর্ব  পরিণত অবস্থা পর্যন্ত অব্যাহত থাকে।   

6. ক্ষয় কার্যের প্রভাব  গত পার্থক্য

ডেভিসের মতে - ভূমিরূপের উত্থান পর্বের সঙ্গে সঙ্গে ক্ষয় কাজের প্রভাব বিশেষ থাকে না।

পেঙ্কের মতে - ভূমিরূপের উত্থান পর্বের সঙ্গে সঙ্গে ক্ষয়কাজ শুরু হয়।

7. পর্যায় গত পার্থক্য

ডেভিস এর ক্ষয়চক্র ৩ টি পর্যায়ের মধ্যে দিয়ে সম্পন্ন হয়। যথা – যৌবন, পরিনত ও বার্ধক্য।

পেঙ্ক ক্ষয় চক্রের কোন সুস্পষ্ট পর্যায়ের কথা উল্লেখ না করলেও তিনি ৩ টি ধাপের নাম উল্লেখ করেছেন – অ) ক্রমবর্ধমান উত্থান  আ) সম উত্থান ই) ক্ষয়ীমান উত্থান

8. ভূমিরূপের উচ্চতা হ্রাস গত পার্থক্য

ডেভিসের ক্ষয় চক্রে শৈলশিরা সমূহের নিম্নমুখী ক্ষয়ের ফলে ভূমিরূপের উচ্চতা ক্রমশ কমতে থাকে।

অন্যদিকে পেঙ্কের ক্ষয়চক্রে শৈলশিরা সমূহের পশ্চাৎ দেশীয় ক্ষয়ের ফলে ভূমিরূপের উচ্চতা ক্রমশ কমতে থাকে।

9. ক্ষয়চক্রের পরিনতি গত পার্থক্য

ডেভিসের ক্ষয়চক্রের সর্বশেষ পর্যায়ে ভূভাগটি প্রায় সমতলভূমি বা পেনিপ্লেনে পরিনত হয়।

অন্যদিকে, পেঙ্কের ক্ষয়চক্রের সর্বশেষ পর্যায়ে যে সমতলভূমির সৃষ্টি হয়, তাকে পেঙ্ক এন্ডরাম্ফ নামে অভিহিত করেন।







কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.