উচ্চমাধ্যমিক ভূগোল অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর - কাস্ট ভূমিরূপ


উচ্চ মাধ্যমিক ভূগোল অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। উচ্চ মাধ্যমিক ভূগোল SAQ প্রশ্ন ও উত্তর । 

. ক্ষয়ের শেষ সীমার সাপেক্ষে ভূপৃষ্ঠের সমতলীকরন হওয়ার প্রক্রিয়া কে কী বলে?
উত্তরঃ পর্যায়ন

২. পর্যায়ন শব্দটি প্রথম কে ব্যবহার করেন ?
উত্তরঃ জি. কে. গিলবার্ট

৩. আরোহণ প্রক্রিয়ায় গঠিত ভূমিরূপের উদাহরণ দাও ?
উত্তরঃ সাধারণত বহির্জাত প্রক্রিয়ায় সৃষ্ট সঞ্চয়জাত ভূমিরুপ গুলিকে আরোহণ প্রক্রিয়ায় গঠিত ভূমিরূপ বলে
যেমন স্ট্যালাকটাইট, স্ট্যালাকমাইট, সামুদ্রিক বাঁধ, বদ্বীপ ইত্যাদি

. অবরোহণ প্রক্রিয়ায় গঠিত ভূমিরূপের উদাহরণ দাও ?
উত্তরঃ সাধারণত বহির্জাত প্রক্রিয়ায় সৃষ্ট ক্ষয়জাত ভূমিরুপ গুলিকে অবরোহণ প্রক্রিয়ায় গঠিত ভূমিরূপ বলে
যেমন গিরিখাত, ডোলাইন, সামুদ্রিক ভৃগু, স্ট্যাক ইত্যাদি

. ভৌমজল ধারন বা বহনকারী প্রবেশ্য শিলাস্তরকে কী বলে ?
উত্তরঃ অ্যাকুইফার

৬. অ্যাকুইফিউজ বলতে কী বোঝ ?
উত্তরঃ যে শিলা জলধারন করতে সক্ষম নয়, তাদের অ্যাকুইফিউজ বলে ।

উদাহরণ – অপ্রবেশ্য আগ্নেয়শিলা সমূহ, যেমন- ব্যাসল্ট, গ্যাব্রো ।

৭. অ্যাকুইক্লুড বলতে কী বোঝ ?
উত্তরঃ যে শিলা জলধারন করতে সক্ষম কিন্তু ভূ-অভ্যন্তরে পরিবহনে অক্ষম, তাদের অ্যাকুইক্লুড বলে ।

উদাহরণ – কাদাপাথর।

৮. অ্যাকুইটার্ড বলতে কী বোঝ ?
উত্তরঃ যে শিলা জলধারন ও ভূ-অভ্যন্তরে পরিবহনে সক্ষম, তাদের অ্যাকুইটার্ড বলে ।

উদাহরণ – বেলে- দোয়াশ মাটি

৯. ভাদোস স্তর কাকে বলে?
উত্তরঃ সম্পৃক্ত স্তরের উপরে যে বায়ুপূর্ন অসম্পৃক্ত স্তর রয়েছে, তাকে ভাদোস স্তর বলে ।

১০. ফ্রিয়েটিক স্তর কাকে বলে ?
উত্তরঃ জলপূর্ন সম্পৃক্ত স্তরের অপর নাম ফ্রিয়েটিক স্তর ।

১১. গিজার কী ?
উত্তরঃ গিজার এক প্রকার উষ্ণ প্রস্রবন। সাধারণত যে প্রস্রবন থেকে জল ও বাষ্প প্রতিনিয়ত কিছু সময় অন্তর সশব্দে ফোয়ারার মতো নির্গত হয়, তাকে গিজার বলে।

যেমন- মার্কিন যুক্তরাষ্ট্রের ওল্ড ফেথফুল একটি বিখ্যাত গিজার।

১২. ভ্যক্লুসিয়ান প্রস্রবন কোথায় দেখা যায় ?
উত্তরঃ চুনাপাথর গঠিত অঞ্চলে ।

১৩. আর্তেজীয় কূপ সাধারণত কোন ধরণের শিলা গঠিত অঞ্চলে দেখা যায় ?
উত্তরঃ ভাঁজযুক্ত শিলা গঠনে

১৪. উৎস্যন্দ জল কাকে বলে ?
উত্তরঃ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সঙ্গে যে জল নির্গত হয়, তাকে উৎস্যন্দ জল বলে ।

১৫. প্রস্রবন রেখা বলতে কী বোঝ ?
উত্তরঃ একটি বিশেষ ফাটল বরাবর অনেক গুলি প্রস্রবন অবস্থান করলে, তাকে প্রস্রবন রেখা বলে ।

১৬. কার্স্ট শব্দের অর্থ কী ?             
উত্তরঃ কার্স্ট শব্দের অর্থ উন্মুক্ত প্রস্তরক্ষেত্র

১৭. অঙ্গারযোজন বা কার্বোনেশন বলতে কী বোঝ ?
 উত্তরঃ চুনাপাথর গঠিত অঞ্চলে কার্বনিক অ্যাসিড মিশ্রিত জলের ক্ষয় কাজের প্রক্রিয়াকে অঙ্গারযোজন বলা হয়

১৮. বিশ্বের প্রধান প্রধান কার্স্ট ভূমিরুপ অঞ্চল গুলির অবস্থান উল্লেখ কর?
উত্তরঃ ভারতের অন্ধ্রপ্রদেশের বোরাকেভ, মধ্যপ্রদেশের পাঁচমারি, জব্বলপুর, যুগোস্লোভিয়ার অ্যাড্রিয়াটিক সাগরের তীরবর্তী অঞ্চল, অস্ট্রেলিয়ার ব্লু  পর্বত (Blue Mountain), জামাইকার ককপিট কান্ট্রি, ফ্রান্সের ককেসাস অঞ্চল প্রভৃতি

১৯. টেরা রোসা কী ?
উত্তরঃ চুনাপাথর অঞ্চলে দ্রবন কার্যের ফলে সৃষ্ট লৌহবর্গীয় লাল মৃত্তিকাকে টেরা রোসা বলে।

২০. ডোলাইন শব্দটির অর্থ কী ?
উত্তরঃ সার্বিয়ান শব্দডোলাইনযার অর্থ হল ভূমিভাগের অবনমন

২১. হামস কী ?
উত্তরঃ চুনাপাথর গঠিত অঞ্চলে ক্ষয় কাজ প্রতিরোধ করে দাঁড়িয়ে থাকা ছোটো ছোটো টিলা গুলিকে হামস বলে

২২. অন্ধ শুষ্ক উপত্যকা কাকে বলে ?
উত্তরঃ কার্স্ট অঞ্চলে প্রবাহিত কোনো নদী সিঙ্কহোল বা সোয়ালোহোলে অন্তর্হিত হলে, সেই নদীর অন্তঃসলিল হয়ে পড়ার আগের জলপূর্ন অংশকে অন্ধ উপত্যকা বলে এবং পরের জলশূন্য নদী উপত্যকাকে শুষ্ক উপত্যকা বলে

২৩. স্ট্যালাকটাইট স্ট্যালাকমাইট কী ?
উত্তরঃ কার্স্ট অঞ্চলে সৃষ্ট গুহার ছাদ থেকে ঝুলন্ত চুনাপাথরের স্তম্ভ গুলিকে স্ট্যালাকটাইট এবং গুহার মেঝে থেকে স্তম্ভের ন্যায় ঊর্ধবমুখী ভূমিরূপ গুলিকে স্ট্যালাকমাইট বলে

উচ্চমাধ্যমিক ভূগোল সংক্ষিপ্ত প্রশ্নোত্তর - সমুদ্র তরঙ্গ প্রক্রিয়া ও ভূমিরূপ

কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.