উচ্চমাধ্যমিক ভূগোল অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর - জলবায়ুর শ্রেণীবিভাগ ।।
উচ্চ মাধ্যমিক ভূগোল জলবায়ুর শ্রেণীবিভাগ অংশ থেকে গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি উত্তর সমেত আলোচনা করা হলো। HS Geography SAQ question and answer ।।
১. ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালে কোন বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয় ?
উত্তরঃ পশ্চিমা বায়ু প্রভাবে
২. ITCZ এর পুরো নাম কি ?
উত্তরঃ ইন্টার ট্রপিকাল কনভারজেন্ট জোন ( Inter Tropical
Convergent Zone)
৩. বানিজ্য বায়ুর মিলন বলয় কি নামে পরিচিত ?
উত্তরঃ ইন্টার ট্রপিকাল কনভারজেন্ট জোন
৪. MONEX এর পুরো নাম কি ?
উত্তরঃ Monsoon Expedition/Experiment
৫. ডোলড্রাম কাকে বলে ?
উত্তরঃ নিরক্ষরেখার উত্তর ও দক্ষিনে ৫ ডিগ্রী অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে বায়ুর অনুভূমিক প্রবাহ লক্ষ্য করা যায় না বলে শান্ত ভাব বিরাজ করে, একেই ডোলড্রাম বা শান্ত অঞ্চল বলে।
৬. মৌসুমি বিস্ফোরণ কী?
উত্তরঃ কোনো কোনো বছর ভারতে দক্ষিন পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে জুন-জুলাই মাসে স্বাভাবিক এর থেকে অনেক বেশি বৃষ্টিপাত হয়ে থাকে, একেই মৌসুমি বিস্ফোরণ বলা হয়।
৭. ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কোন বায়ুর প্রভাবে গ্রীষ্মকাল শুষ্ক থাকে?
উত্তরঃ উত্তর-পূর্ব আয়ন বায়ুর প্রভাবে।
৮. আদর্শ মৌসুমি জলবায়ুর দেশ কাকে বলে ?
উত্তরঃ ভারতবর্ষ কে
৯. ছদ্ম মৌসুমি বায়ু কাকে বলে ?
উত্তরঃ ভারতবর্ষ ব্যতিত বিশ্বের অন্য যে সব দেশে মৌসুমি বায়ুর মতো বৈশিষ্ট্য সম্পূর্ন যে বায়ু প্রবাহিত হয়, তাকে ছদ্ম মৌসুমি বায়ু বলে । যেমন- মাদাগাস্কার
১০. কোন জলবায়ু অঞ্চলে কেবল মাত্র একটি ঋতু বিরাজ করে ?
উত্তরঃ নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে
১১. কীসের উপর ভিত্তি করে কোপেন তার জলবায়ুর শ্রেণীবিভাগ করেন ?
উত্তরঃ স্বাভাবিক উদ্ভিদের উপর ভিত্তি করে
১২. মৌসুমি বায়ু কে কোন অক্ষর চিহ্নের দ্বারা কোপেন উল্লেখ করেন?
উত্তর – Am
১৩. নিরক্ষীয় জলবায়ু কে বোঝাতে কোপেন কোন অক্ষর চিহ্ন ব্যবহার করেন ?
উত্তর- Af
১৪. ভূমধ্যসাগরীয় জলবায়ু কে বোঝাতে কোপেন কোন অক্ষর চিহ্ন ব্যবহার করেন ?
উত্তর- Cs
১৫. কোন জলবায়ুতে স্থানীয় বায়ুর প্রাধান্য দেখা যায় ?
উত্তরঃ ভূমধ্যসাগরীয়
জলবায়ুতে
১৬. সেলভা অরণ্য কোন জলবায়ু অঞ্চলে দেখা যায় ?
উত্তরঃ নিরক্ষীয় জলবায়ুতে
১৭. উত্তর আমেরিকার ক্যালিফোর্নিয়ায় কোন ধরনের জলবায়ু দেখা যায় ?
উত্তরঃ ভূমধ্যসাগরীয় জলবায়ু
১৮. অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে কোন ধরনের জলবায়ু দেখা যায় ?
উত্তরঃ মৌসুমি জলবায়ু
১৯. কোন জলবায়ুতে পশ্চিম
ঝঞ্জা সৃষ্টি হয় ?
কোন মন্তব্য নেই: