উচ্চমাধ্যমিক ভূগোল অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর - জলবায়ুর শ্রেণীবিভাগ ।।


উচ্চ মাধ্যমিক ভূগোল জলবায়ুর শ্রেণীবিভাগ অংশ থেকে গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি উত্তর সমেত আলোচনা করা হলো।  HS Geography SAQ question and answer ।।

. ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালে কোন বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয় ?
উত্তরঃ পশ্চিমা বায়ু প্রভাবে

২. ITCZ এর পুরো নাম কি ?
উত্তরঃ ইন্টার ট্রপিকাল কনভারজেন্ট জোন ( Inter Tropical Convergent Zone)

. বানিজ্য বায়ুর মিলন বলয় কি নামে পরিচিত ?
উত্তরঃ ইন্টার ট্রপিকাল কনভারজেন্ট জোন

. MONEX  এর পুরো নাম কি ?
উত্তরঃ Monsoon Expedition/Experiment

. ডোলড্রাম কাকে বলে ?
উত্তরঃ নিরক্ষরেখার উত্তর দক্ষিনে ডিগ্রী অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে বায়ুর অনুভূমিক প্রবাহ লক্ষ্য করা যায় না বলে শান্ত ভাব বিরাজ করে, একেই ডোলড্রাম বা শান্ত অঞ্চল বলে

. মৌসুমি বিস্ফোরণ কী?
উত্তরঃ কোনো কোনো বছর ভারতে দক্ষিন পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে জুন-জুলাই মাসে স্বাভাবিক এর থেকে অনেক বেশি বৃষ্টিপাত হয়ে থাকে, একেই মৌসুমি বিস্ফোরণ বলা হয়

. ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কোন বায়ুর প্রভাবে গ্রীষ্মকাল শুষ্ক থাকে?
উত্তরঃ উত্তর-পূর্ব আয়ন বায়ুর প্রভাবে

. আদর্শ মৌসুমি জলবায়ুর দেশ কাকে বলে ?
উত্তরঃ ভারতবর্ষ কে

. ছদ্ম মৌসুমি বায়ু কাকে বলে ?
উত্তরঃ ভারতবর্ষ ব্যতিত বিশ্বের অন্য যে সব দেশে মৌসুমি বায়ুর মতো বৈশিষ্ট্য সম্পূর্ন যে বায়ু প্রবাহিত হয়, তাকে ছদ্ম মৌসুমি বায়ু বলে যেমন- মাদাগাস্কার

১০. কোন জলবায়ু অঞ্চলে কেবল মাত্র একটি ঋতু বিরাজ করে ?
উত্তরঃ নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে

১১. কীসের উপর ভিত্তি করে কোপেন তার জলবায়ুর শ্রেণীবিভাগ করেন ?
উত্তরঃ স্বাভাবিক উদ্ভিদের উপর ভিত্তি করে

১২. মৌসুমি বায়ু কে কোন অক্ষর চিহ্নের দ্বারা কোপেন উল্লেখ করেন?
উত্তরAm

১৩. নিরক্ষীয় জলবায়ু কে বোঝাতে কোপেন কোন অক্ষর চিহ্ন ব্যবহার করেন ?
উত্তর- Af

১৪. ভূমধ্যসাগরীয় জলবায়ু কে বোঝাতে কোপেন কোন অক্ষর চিহ্ন ব্যবহার করেন ?
উত্তর- Cs


১৫. কোন জলবায়ুতে স্থানীয় বায়ুর প্রাধান্য দেখা যায় ?
 উত্তরঃ ভূমধ্যসাগরীয় জলবায়ুতে

১৬. সেলভা অরণ্য কোন জলবায়ু অঞ্চলে দেখা যায় ?
উত্তরঃ নিরক্ষীয় জলবায়ুতে

১৭. উত্তর আমেরিকার ক্যালিফোর্নিয়ায় কোন ধরনের জলবায়ু দেখা যায় ?
উত্তরঃ ভূমধ্যসাগরীয় জলবায়ু

১৮. অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে কোন ধরনের জলবায়ু দেখা যায় ?
উত্তরঃ মৌসুমি জলবায়ু

১৯. কোন জলবায়ুতে পশ্চিম ঝঞ্জা সৃষ্টি হয় ?

কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.