উচ্চমাধ্যমিক ভূগোল saq - জলনির্গমন প্রনালী


উচ্চ মাধ্যমিক ভূগোল saq প্রশ্ন ও উত্তর জলনির্গম প্রণালী অধ্যায় থেকে তুলে ধরা হলো। উচ্চ মাধ্যমিক ভূগোল অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর।।

১. সমসত্ত্ব শিলা গঠিত অঞ্চলে কোন ধরণের জলনির্গমন প্রনালী গড়ে ওঠে ?

উত্তরঃ বৃক্ষরূপী বা পিনেট জলনির্গমন প্রনালী

২. জাফরিরূপী কোন ধরণের শিলা গঠিত অঞ্চলে দেখা যায় ?

উত্তরঃ ভাঁজ ও একনত গঠন যুক্ত অঞ্চলে

৩. শ্রীলঙ্কায় কোন ধরণের জলনির্গমন প্রনালী দেখা যায় ?

উত্তরঃ কেন্দ্রবিমুখ জলনির্গমন প্রনালী

৪. নেপাল উপত্যকায় কোন জলনির্গমন প্রনালী দেখা যায় ?

উত্তরঃ কেন্দ্রমুখী জলনির্গমন প্রনালী

৫. পর্বতের ঢাল বরাবর কোন জলনির্গমন প্রনালী গড়ে ওঠে ?

উত্তরঃ সমান্তরাল জলনির্গমন প্রনালী

৬. কোন জলনির্গমন প্রনালীতে উপনদী প্রধান নদীর সাথে সমকোণে মিলিত হয় ?


উত্তরঃ আয়তকার জলনির্গমন প্রনালী

৭. কোন ধরণের জলনির্গমন প্রনালী নদী গ্রাস দেখা যায় ?

উত্তরঃ অঙ্কুশাকৃতি জলনির্গমন প্রনালীতে

৮. বিনুনিরূপী জলনির্গমন প্রনালী কোথায় দেখা যায় ?

উত্তরঃ বদ্বীপ অঞ্চলে

৯.ভূগঠনের সাথে সামঞ্জস্যহীন নদী নকশা কোন গুলি ?

উত্তরঃ পূর্ববর্তী নদী, অধ্যারোপী নদী

১০.পরবর্তী নদী কাকে বলে ?

উত্তরঃ ভাঁজ গঠিত অঞ্চলে অনুগামী বা প্রধান নদীর সাথে যে নদী সমকোণে এসে মিলিত হয় তাকে 
পরবর্তী বলে

১১. পূর্ববর্তী নদী কাকে বলে ?

উত্তরঃ নদীর সুদীর্ঘ গতিপথের কোনো অংশের উত্থান ঘটলেও নদীটি যদি নিম্নক্ষয়ের দ্বারা তার গতিপথ বজায় রাখতে সক্ষম হয়, তাকে পূর্ববর্তী নদী বলে যেমন- গঙ্গা, ব্রহ্মপুত্র, শতদ্রু নদী

১২.   অধ্যারোপী নদী কাকে বলে ?

উত্তরঃ নব গঠিত অঞ্চলে সৃষ্ট কোনো নদী নিম্নক্ষয়ের দ্বারা নতুন শিলাকে ক্ষয় করে প্রাচীন শিলাকে উন্মুক্ত করে তার উপর দিয়ে প্রবাহিত হলে, তাকে অধ্যারোপী নদী বলে

যেমন – সূবর্নরেখা, চম্বল, দামোদর নদী

১৩. কোন নদী কে আয়াম নদী বলে ?

উত্তরঃ পরবর্তী নদী কে

১৪.   একনত গঠন যুক্ত অঞ্চলে কি ধরণের নদী নকশা গড়ে ওঠে ?

উত্তরঃ বৃক্ষরূপী বা পিনেট জলনির্গমন প্রণালী

১৫ .  কোন ধরনের জলনির্গমন প্রণালীর আর এক নাম রেডিয়াল জলনির্গমন প্রণালী ?

উত্তরঃ কেন্দ্রবিমুখ জলনির্গমন প্রনালীর

১৬. ভূমির প্রারম্ভিক ঢাল অনুসারে কোন প্রকার নদী গড়ে ওঠে?

উত্তরঃ অনুগামী নদী 



কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.