মেধা প্রবাহ বা ব্রেনড্রেন বলতে কী বোঝ
মেধা প্রবাহ বা ব্রেনড্রেন বর্তমান
আধুনিক বিশ্বে খুব প্রচলিত একটি শব্দ। বিশ্বের প্রায় প্রতিটি দেশ থেকে এই ধরণের প্রবাসন
হয়ে থাকে, মুলত উন্নয়নশীল বা অনুন্নত দেশ গুলি থেকে থেকে মেধা প্রবাহের পরিমান সব থেকে
বেশি। মেধা প্রবাহ বা ব্রেনড্রেন বলতে সাধারণত
উচ্চ মেধা সম্পন্ন ও উচ্চ শিক্ষিত জ্ঞানী ব্যক্তি উচ্চ জীবনযাত্রা লাভের উদ্দেশ্যে
নিজ দেশ ত্যাগ করে অন্যত্র চলে যাওয়া কে বোঝানো হয়। যে সব দেশ থেকে এই মেধা প্রবাহ
ঘটে সেই সব দেশের ক্ষেত্রে এটি ব্রেনড্রেন।
উদাহরণ স্বরূপ বলা যায় – ভারত থেকে
প্রচুর পরিমান ইঞ্জিনিয়ার, চিকিৎসক, বৈজ্ঞানিক অর্থাৎ উচ্চ শিক্ষায় শিক্ষিত ব্যক্তি
বেশি বেতন, আধুনিক সুযোগ সুবিধা ও উন্নত জীবন লাভের জন্য আমেরিকা, কানাডা ও ইউরোপীয়
দেশ গুলিতে চলে যায়।
বৈশিষ্ট্য
ক) মেধা প্রবাহের
ফলে মানব সম্পদের পরিমান হ্রাস পায়।
খ) মেধা প্রবাহের
ফলে দেশীয় সম্পদের কার্যকারিতা বৃদ্ধি এবং সম্পদ সৃষ্টির ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়।
গ) এটি একপ্রকার
বহিঃমুখী পরিব্রাজন ।
ঘ) ব্রেন ড্রেনের
ফলে জনসংখ্যার পরিমান হ্রাস পায়।
ঙ) দেশের মধ্যে
দক্ষ মানুষের অভাব দেখা যায়। ফলে বিভিন্ন উন্নয়ন মূলক কাজ কর্মে ব্যাঘাত সৃষ্টি হয়।
কোন মন্তব্য নেই: