মোনাডনাক ও ইনসেলবার্জ বলতে কী বোঝ ।


মোনাডনাক ও ইনসেলবার্জ ক্ষয়চক্রের অন্তিম পর্যায়ে গঠিত ক্ষয়চক্রের সাক্ষ্য বহনকারী এক অবশিষ্ট ভূমিরূপ মোনাডনাক ও ইনসেলবার্জ সম্পর্কে নিম্ন বিস্তারিত বর্ননা করা হল 

মোনাডনাক - আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের অন্তর্গত মাউন্ড মোনাডনকের নাম অনুসারে সমপ্রায়ভূমি ওপর গঠিত অনুচ্চ টিলা গুলির নামকরন করা হয়েছে মোনাডনাক

বৈশিষ্ট্য) মোনাডনক স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য অবস্থায় গঠিত ভূমিরূপ

) সমপ্রায়ভূমির ওপর কঠিন শিলাগুলি ক্ষয়কাজ প্রতিরোধ করে মোনাডনক গঠন করে

) প্রায় বৈচিত্র্যহীন সমপ্রায় ভূমির উপর মোনাডনক গুলির বৈচিত্র্যের স্মারক রূপে দন্ডায়মান থাকে 

ইনসেলবার্জ - ইনসেলবার্জ একটি জার্মান শব্দ যার অর্থ হল দ্বীপ শৈল ১৯২৬ সালে পাসার্জ সমতল মরুভূমির মাঝে ক্ষয়প্রাপ্ত অবশিষ্ট ভূমিরুপের নাম দেন ইনসেলবার্জ ।

বৈশিষ্ট্য ) মরু ক্ষয়চক্রের বার্ধক্য অবস্থায় গঠিত ভূমিরূপ।

২) গ্রানাইট, নিস প্রভৃতি কঠিন শিলা দ্বারা ইনসেলবার্জ গঠিত হয়।

৩) ইনসেলবার্জের পাশ্বদেশ খাঁড়া ঢালযুক্ত ও শিখর দেশ গোলীয় বা সমতল প্রকৃতির হয়।

৪) ইনসেলবার্জ গুলি মরু অঞ্চলে বিক্ষিপ্ত ভাবে অবস্থান করে।  

৫) পূর্ব আফ্রিকার খাঁড়াপাড় বিশিষ্ট গোলাকার ইনসেলবার্জ গুলিকে ভূ বিজ্ঞানী বোর্নহার্ট নিজের নাম অনুসারে নামকরন করেন বোর্নহার্ট। 

কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.