ভারতের ভূগোল MCQ প্রশ্ন উত্তর
ভারতের ভূগোল থেকে বাছাই করা ৭০ টি MCQ প্রশ্ন ও তার উত্তর আলোচনা করা হল ।।
১. ভারতবর্ষকে ক্রান্তীয় জলবায়ু দেশ বলার কারণ
ক] উত্তরে হিমালয় পর্বতমালার উপস্থিতি
খ] ভারতের বেশির ভাগ অংশ ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত
গ] ভারত মহাসাগরের প্রভাব বেশি থাকায়
ঘ] ঋতুভিত্তিক জেট বায়ুর প্রভাব
২. ভারতের দুটি আগ্নেয় দ্বীপ হল
ক] কাভারাত্তি ও নিউ মোর
খ] বিত্রা ও কাভারাত্তি
গ] পাম্বান ও ব্যারেন
ঘ] নারকোনডাম ও ব্যারেন
৩. কেন্দ্রশাসিত রাজ্য গুলির মধ্যে ক্ষুদ্রতম হল
ক] পন্ডিচেরী
খ] লাক্ষাদ্বীপ
গ] দমন ও দিউ
ঘ] চণ্ডীগড়
৪. নিম্নলিখিত জোড়া গুলির মধ্যে কোনটি সঠিক
ক] পিলিমসল লাইন – ভারত ও আফগানিস্তান
খ] ডুরান্ড লাইন – ভারত ও মায়ানমার
গ] ম্যাকমোহন লাইন – ভারত ও নেপাল
ঘ] রেডক্লিফ লাইন – ভারত ও পাকিস্তান
৫. ডেকান প্রনালী অবস্থিত
ক] মিনিকয় ও আমিন দ্বীপ
খ] মিনিকয় ও মালদ্বীপ
গ] লিটিল আন্দামান ও কার নিকোবার
ঘ] দক্ষিণ আন্দামান ও উত্তর আন্দামান
৬. ভারতের প্রমাণ দ্রাঘিমারেখা গিয়েছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং …
ক] অন্ধ্রপ্রদেশ ও কর্নাটক
খ] অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু
গ] কর্নাটক ও তামিলনাড়ু
ঘ] ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ
৭. কোন দেশ টি আন্দামান দ্বীপপুঞ্জের নিকটে অবস্থিত
ক] শ্রীলঙ্কা
খ] মায়ানমার
গ] ইন্দোনেশিয়া
ঘ] পাকিস্তান
৮. ভারতের কোন রাজ্যের সীমানা সবচেয়ে বেশি অন্য রাজ্যের সাথে স্পর্শ করেছে
ক] মধ্যপ্রদেশ
খ] মহারাষ্ট্র
গ] আসাম
ঘ] বিহার
৯. তপশিলি আদিবাসী (ST)
জনসংখ্যা সবচেয়ে বেশি
ক] হিমাচল প্রদেশে
খ] মধ্যপ্রদেশে
গ] অরুনাচল প্রদেশে
ঘ] সিকিমে
১০. ভারতের সবচেয়ে প্রাচীন পর্বত হল
ক] সাতপুরা
খ] নীলগিরি
গ] বিন্ধ্যপর্বত
ঘ] আরাবল্লী
১১. নিম্নোক্ত পর্বতমালা গুলি কে উৎপত্তির সময় অনুযায়ী নবীন থেকে প্রবীন অনুসারে সাজালে কোন ক্রমটি সঠিক
ক] হিমালয়, বিন্ধ্য, পশ্চিমঘাট, ডেকানট্রাপ
খ] ডেকানট্রাপ, পশ্চিমঘাট, বিন্ধ্য, হিমালয়
গ] হিমালয়, পশ্চিমঘাট, বিন্ধ্য, ডেকানট্রাপ
ঘ] বিন্ধ্য, হিমালয়, ডেকানট্রাপ, পশ্চিমঘাট
১২. কাশ্মীর ও লেহ কে যুক্তকারী সড়কপথটি যে পাশ দিয়ে গিয়েছে, তা হল
ক] পিরপাঞ্জাল পাস
খ] কারাকোরাম পাস
গ] বানিহাল পাশ
ঘ] জোজিলা পাস
১৩. নিম্নলিখিত যে পর্বত টি পূর্বঘাট পর্বতমালার অন্তর্গত নয়
ক] নাল্লামালাই পর্বত
খ] জাভেদি পর্বত
গ] সেরাভয় পর্বত
ঘ] এলুমালাই পর্বত
১৪. নিম্নলিখিত কোন অঞ্চলটি ভূমিকম্প প্রবন
ক] উপকূলীয় সমভূমি
খ] প্রাচীন ভূমিরূপ
গ] মালভূমি
ঘ] নবীন ভঙ্গিল পর্বত
১৫. বিন্ধ্য এক প্রকারের
ক] স্তুপ পর্বত
খ] ভাঁজ পর্বত
গ] আগ্নেয় পর্বত
ঘ] সাতপুরা পর্বত
১৬. হিমালয়ের সমান্তরাল পর্বতশেনী গুলির মধ্যে প্রাচীনতম হল
ক] শিবালিক হিমালয়
খ] হিমাচল হিমালয়
গ] হিমাদ্রি হিমালয়
ঘ] ধৌলাধর হিমালয়
১৭. দক্ষিণ ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ
ক] দোদাবেতা
খ] আনাইমুদি
গ] গুরুশিখর
ঘ] গডউইন অস্টিন
১৮. কোন গিরিপথটি ভারতের বাইরে অবস্থিত
ক] খাইবার
খ] বোমডিলা
গ] বারা লাছা লা
ঘ] শিপকিলা
১৯. জোজিলা পাস বা গিরিপথটি যুক্ত করে
ক] কাশ্মীর ও তিব্বত কে
খ] নেপাল ও তিব্বত কে
গ] লেহ ও কারগিল কে
ঘ] লেহ ও শ্রীনগর কে
২০. পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বতমালার মধ্যে প্রধান পার্থক্য হল
ক] উচ্চতায়
খ] উদ্ভিদ
গ] ধারাবাহিকতায়
ঘ] উপকূলের সান্নিধ্যতায়
২১. শিপকি লা পাস টি যে নদী উপত্যকায় অবস্থিত
ক] নুবরা উপত্যকা
খ] হুঞ্জা উপত্যকা
গ] শতদ্রু উপত্যকা
ঘ] চন্দ্র উপত্যকা
২২. ভারতের কোন রাজ্যে মহীসোপানের পরিমান সর্বাধিক
ক] তামিলনাড়ু
খ] গুজরাট
গ] কর্নাটক
ঘ] অন্ধ্রপ্রদেশ
২৩. গাঙ্গেয় সমভূমি অঞ্চলের নবীন পলিগঠিত ভূমিরূপ কে বলা হয়
ক] ভাবর
খ] ভাঙ্গার
গ] খাদার
ঘ] তরাই
২৪. পশ্চিম থেকে পূর্ব দিক অনুসারে পর্বত গুলির সঠিক ক্রম হল
ক] গারো-জয়ন্তি-নাগা-খাসি
খ] খাসি-নাগা-জয়ন্তি-নাগা
গ] খাসি-গারো-জয়ন্তি-নাগা
ঘ] গারো-খাসি-জয়ন্তি-নাগা
২৫. গ্রস্ত উপত্যকা সৃষ্টির প্রধান
কারণ হল
ক] পৃথিবীপৃষ্ঠে
সৃষ্ট টান
খ] নদী উপত্যকার নিমজ্জন
গ] ভঙ্গিল পর্বত সৃষ্টি
ঘ] হিমবাহের ক্ষয় কার্য
২৬. শিবালিক অবস্থিত
ক] মেঘালয়ে
খ] হিমাদ্রি হিমালয়ের উত্তরে
গ] হিমালয়ের
পাদদেশে
ঘ] পামির ও মায়ানমার মালভূমির
মধ্যে
২৭. পালঘাট যে দুটি রাজ্যকে যুক্ত
করেছে
ক] সিকিম ও পশ্চিমবঙ্গ
খ] মহারাষ্ট্র ও গুজরাট
গ] কেরালা
ও তামিলনাড়ু
ঘ] অরুনাচল প্রদেশ ও সিকিম
২৮. পশ্চিমঘাট ও পূর্বঘাট
পর্বতমালার মিলনস্থল হল
ক] জাভেদি পর্বত
খ] আনাইমালাই পর্বত
গ] নীলগিরি
পর্বত
ঘ] পালনি পর্বত
২৯. আকসাই চিন অবস্থিত
ক] লেহ এর নিকটে
খ] জম্বু –কাশ্মীরের
উত্তর-পূর্ব কোণে
গ] জাস্কার পর্বতমালা বরাবর
ঘ] সিয়াচেন হিমবাহের দক্ষিনে
৩০. নন্দাদেবী পর্বত যে হিমালয়ে
অবস্থিত
ক] আসাম হিমালয়
খ] কুমায়ুন হিমালয়
গ] নেপাল হিমালয়
ঘ] পাঞ্জাব হিমালয়
৩১. উত্তর থেকে দক্ষিণ অনুসারে কোন
ক্রম টি সঠিক
ক] নাল্লামালাই পর্বত – নীলগিরি পর্বত – জাভেদি পর্বত – আনাইমালাই
পর্বত
খ] আনাইমালাই পর্বত – জাভেদি পর্বত
– নীলগিরি পর্বত – নাল্লামালাই পর্বত
গ] নাল্লামালাই
পর্বত – জাভেদি পর্বত – নীলগিরি পর্বত – আনাইমালাই পর্বত
ঘ] আনাইমালাই পর্বত – নীলগিরি
পর্বত – জাভেদি পর্বত – নাল্লামালাই পর্বত
৩২. নীলগিরি পর্বতের উচ্চতম পর্বত
শৃঙ্গটি হল
ক] কুন্নুরবেতা
খ] আনাইমালাই
গ] দোদাবেতা
ঘ] ভেলানগিরি
৩৩. শেভরয় পর্বত অবস্থিত
ক] অন্ধ্রপ্রদেশে
খ] কর্নাটকে
গ] কেরালায়
ঘ] তামিলনাড়ুতে
৩৪. গুরুশিখর পর্বত চূড়া অবস্থিত
ক] রাজস্থানে
খ] গুজরাটে
গ] মধ্যপ্রদেশে
ঘ] মহারাষ্ট্রে
৩৫. নিম্নলিখিত কোন পার্বত্য অংশ
মনিপুর রাজ্যকে নাগাল্যান্ড রাজ্য থেকে পৃথক করেছে
ক] আরাকান পর্বত
খ] পাটকাই পর্বত
গ] ব্যারেল
পর্বত
ঘ] মানিপু পর্বত
৩৬. নীচের কোন টি মহারাষ্ট্রে
অবস্থিত নয়
ক] বালাঘাট রেঞ্জ
খ] হরিশচন্দ্র রেঞ্জ
গ] মান্ডাভ
পর্বত
ঘ] সাতমালা পর্বত
৩৭. ভারতের কোন রাজ্যের সমুদ্র
উপকূল দীর্ঘতম
ক] গুজরাট
খ] তামিলনাড়ু
গ] কর্নাটক
ঘ] অন্ধ্রপ্রদেশ
৩৮. ভারতের দীর্ঘতম আন্তর্জাতিক
সীমানা রয়েছে যে দেশের সাথে
ক] বাংলাদেশ
খ] চিন
গ] পাকিস্তান
ঘ] নেপাল
৩৯. ভারতের সর্ব দক্ষিনতম একক দ্বীপটি
হল
ক] রামেশ্বরাম
খ] মিনিকয়
গ] কার নিকোবর
ঘ] গ্রেট
নিকোবর
৪০. কর্কটক্রান্তী রেখা যায়নি
ভারতের যে রাজ্যের ওপর দিয়ে
ক] মধ্য প্রদেশ
খ] পশ্চিমবঙ্গ
গ] রাজস্থান
ঘ] ওড়িশা
৪১. ভারতের প্রমাণ দ্রাঘিমারেখা বরাবর যে শহর গুলি অবস্থিত
ক] বাঙ্গালোর – বারানসী
খ] চেন্নাই – বারানসী
গ] কাকিনাড়া -পন্ডিচেরি
ঘ] পন্ডিচেরি – বারানসী
৪২. ভারতের পশ্চিম উপকূলের উত্তরের অংশের নাম
ক] কোঙ্কণ উপকূল
খ] করমন্ডল উপকূল
গ] মালাবার উপকূল
ঘ] উৎকল উপকূল
৪৩. কোঙ্কণ উপকূলের বিস্তৃতি
ক] গোয়া থেকে কোচিন
খ] গোয়া থেকে মুম্বাই
গ] গোয়া থেকে দমন
ঘ] গোয়া থেকে দিউ
৪৪. ভারতের কেন্দ্রশাসিত রাজ্য দাদরা ও নগর হাভেলির রাজধানীর নাম
ক] দাদরা
খ] নগর হাভেলি
গ] কাভারাত্তি
ঘ] সিলভাসা
৪৫. নাইন ডিগ্রি চ্যানেল পৃথক করেছে
ক] কার নিকোবর ও গ্রেট নিকোবর কে
খ] লাক্ষাদ্বীপ ও মিনিকয় কে
গ] লিটিল আন্দামান ও কার নিকোবর কে
ঘ] উত্তর আন্দামান ও দক্ষিন আন্দামান কে
৪৬. লাক্ষাদ্বীপের সৃষ্টির কারণ
ক] অগ্ন্যুৎপাত
খ] সমুদ্র তরঙ্গের কার্য
গ] সমুদ্র তলদেশের উত্থান
ঘ] প্রবাল সঞ্চয়
৪৭. নিম্নলিখিত রাজ্য গুলির মধ্যে আয়তনের দিক থেকে ক্ষুদ্রতম হল
ক] নাগাল্যান্ড
খ] মিজোরাম
গ] মেঘালয়
ঘ] মনিপুর
৪৮. বাংলাদেশের সাথে সীমানা নেই যে রাজ্যের
ক] মেঘালয়
খ] ত্রিপুরা
গ] মনিপুর
ঘ] মিজোরাম
৪৯. পশ্চিমবঙ্গের মোট কত গুলি দেশের সাথে সীমানা রয়েছে
ক] এক
খ] দুই
গ] তিন
ঘ] চার
৫০. উপকূল থেকে সমুদ্রের দিকে কত নটিক্যাল মাইল অবধি ভারতের সামুদ্রিক সীমানা বিস্তৃত
ক] ৮
খ] ১০
গ] ১২
ঘ] ১৪
৫১. মধ্যপ্রদেশ মোট কতগুলি রাজ্যের সাথে সীমানা ভাগ করে
ক] ৩ টি
খ] ৪ টি
গ] ৫ টি
ঘ] ৬ টি
৫২. নিম্নলিখিত কোন ভাষা গোষ্ঠীতে ভারতের সবচেয়ে বেশি মানুষ কথা বলে থাকেন
ক] অস্ট্রো-এশিয়াটিক
খ] ইন্দো-আর্য
গ] দ্রাবিড়
ঘ] কোনটিই নয়
৫৩. ভারতের বেশির ভাগ মানুষ কোন জাতিগোষ্ঠীর অন্তর্গত
ক] মঙ্গোলীয়
খ] ককেশীয়
গ] অস্ট্রালীয়
ঘ] নিগ্রো
৫৪. নিম্নলিখিত রাজ্য গুলির মধ্যে কোন রাজ্যে বনভূমির পরিমান সবচেয়ে কম
ক] সিকিম
খ] হরিয়ানা
গ] গোয়া
ঘ] কেরালা
৫৫. মধ্য ভারতে যে তপশীলি জাতির উপস্থিতি দেখা যায় না
ক] গন্ড
খ] টোডা
গ] ভিল
ঘ] মুন্ডা
৫৬. লাক্ষাদ্বীপে মোট দ্বীপের সংখ্যা
ক] ২২
খ] ২৫
গ] ৩২
ঘ] ৩৫
৫৭. বৃদ্ধ গঙ্গা নামে পরিচিত
ক] গোদাবরী
খ] কাবেরী
গ] মহানদী
ঘ] কৃষ্ণ
৫৮. মানস সরোবর থেকে সৃষ্ট নদী হল
ক] সিন্ধু
খ] ব্রহ্মপুত্র
গ] শতদ্রু
ঘ] সব কটি
৫৯. ব্রহ্মপুত্র নদী যে নামে ভারতে প্রবেশ করেছে
ক] মানস
খ] ধানসিরি
গ] দিহাং
ঘ] সাংপো
৬০. যে নদীটি মহারাষ্ট্র ও গুজরাটের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে
ক] সবরমতী
খ] গোদাবরী
গ] মাহী
ঘ] তাপ্তী
৬১. অমৃতসর ও সিমলা প্রায় একই অক্ষাংশে অবস্থিত হওয়ায় সত্ত্বেও তাদের মধ্যে জলবায়ু গত পার্থক্য দেখা যায় কারণ
ক] উচ্চতার পার্থক্যের জন্য
খ] সমুদ্র থেকে দূরত্বের জন্য
গ] সিমলায় তুষারপাত হওয়ায়
ঘ] অমৃতসরে দূষণের জন্য
৬২. যোগ জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত
ক) মহারাষ্ট্র
খ) কর্নাটক
গ) তামিলনাড়ু
ঘ) কেরালা
৬৩. শিবসুন্দরম জলপ্রপাত যে নদীর ওপর অবস্থিত
ক) কাবেরি
খ) সূবর্নরেখা
গ) ইন্দ্রাবতী
ঘ) দামোদর
৬৪. ভাকরা নাঙ্গাল বহুমুখী নদী পরিকল্পনা যে রাজ্য গুলির সম্মিলিত প্রয়াস
ক) পাঞ্জাব ও হরিয়ানা রাজ্য
খ) পাঞ্জাব, হরিয়ানা ও রাজস্থান রাজ্য
গ) পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান ও হিমাচল প্রদেশ রাজ্য
ঘ) পাঞ্জাব ও হিমাচল প্রদেশ রাজ্য
৬৫. ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী অববাহিকা
ক) ব্রহ্মপুত্র অববাহিকা
খ) গোদাবরী অববাহিকা
গ) কৃষ্ণা অববাহিকা
ঘ) নর্মদা নদী অববাহিকা
৬৬. ভারতীয় উপদ্বীপের দ্বিতীয় বৃহত্তম নদী অববাহিকা
ক) কাবেরী নদী
খ) গোদাবরী নদী
গ) নর্মদা নদী
ঘ) কৃষ্ণা নদী
৬৭. রাজস্থানের সম্বর লেক যে শহরের
নিকট অবস্থিত
ক) ভারতপুর
খ) জয়পুর
গ) যোথপুর
ঘ) উদয়পুর
৬৮. উত্তর ভারতে খালের মাধ্যমে বেশি
জলসেচ করা হয় কারণ
ক) মাটি স্বচ্ছিদ্রতা বেশি
খ) ভৌমজলতলের উচ্চতা বেশি
গ) খাল
গুলি নিত্যবহ নদী থেকে তৈরি
ঘ) অঞ্চলটি জনঘনত্ব বেশি
৬৯. জাপানে লৌহ আকরিক রপ্তানির জন্য
যে বন্দর টি তৈরি করা হয়েছে
ক) হলদিয়া
খ) নিউ তুতিকরিন
গ) পারাদ্বীপ
ঘ) বিশাখাপত্তনম
৭০. ভারতের কোন বন্দরটি প্রথম
বেসরকারী কোম্পানী দ্বারা পরিচালিত
ক) এন্নোর
খ) কোচিন
গ) তুতিকরিন
ঘ) বিশাখাপত্তনম
৭১. ভারতের বৃহত্তম জাহাজ নির্মান
কেন্দ্রটি অবস্থিত
ক) কলকাতায়
খ) কোচি
গ) মুম্বাই
ঘ) বিশাখাপত্তনম
৭২. নীচের কোন বন্দরটি স্থলবেষ্ঠিত
গভীরতম সংরক্ষিত বন্দর
ক) কান্ডালা
খ) বিশাখাপত্তনম
গ) হলদিয়া
ঘ) তুতিকরিন
৭৩. কাবেরী নদীর উৎপত্তি যে রাজ্যে
ক) অন্ধ্রপ্রদেশ
খ) তামিলনাড়ু
গ) কর্নাটক
ঘ) মধ্যপ্রদেশ
৭৪. নিম্নলিখিত কোন নদীটি
এলাহাবাদের নিকট গঙ্গার সাথে মিলিত হয়েছে
ক) গন্ডক
খ) ঘর্ঘরা
গ) কোশি
ঘ) যমুনা
৭৫. নর্মদা নদী যে রাজ্যের ওপর
দিয়ে প্রবাহিত হয়নি
ক) গুজরাট
খ) মহারাষ্ট্র
গ) রাজস্থান
ঘ) মধ্যপ্রদেশ
৭৬. নর্মদা নদীর উৎপত্তি স্থল
অমরকন্টক অবস্থিত
ক) গুজরাটে
খ) মহারাষ্ট্রে
গ) মধ্যপ্রদেশে
ঘ) ছত্তিসগড়ে
৭৭. নিম্নলিখিত কোন হ্রদের জলের
লবনতার পরিমান সব থেকে বেশি
ক) ডাল
খ) চিল্কা
গ) উলার
ঘ) সম্বর
কোন মন্তব্য নেই: