ষষ্ঠ শ্রেণীর ভূগোল অষ্টম ও নবম অধ্যায়


ষষ্ঠ শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর - অষ্টম ও নবম অধ্যায়। ষষ্ঠ শ্রেণীর ভূগোল অষ্টম ও নবম অধ্যায় - বায়ু দূষণ ও শব্দ দূষণ থেকে অতি সংক্ষিপ্ত ও সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আলোচনা করা হল। 

1) বায়ু দূষণ বলতে কী বোঝ?
উত্তর - প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট কার্যকলাপের ফলে উৎপন্ন বিভিন্ন বিষাক্ত গ্যাস ও ক্ষতিকারক পদার্থ বাতাসে মিশ্রণের ফলে বায়ু যখন মানুষ ও অন্যান্য প্রাণীর বসবাসের অনুপ যুক্ত হয়ে ওঠে, তখন তাকে বায়ু দূষণ বলে। 

2) কয়েকটি ক্ষতিকারক বা বিষাক্ত গ্যাসের নাম উল্লেখ করো?
উত্তর - কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, সালফার ডাই অক্সাইড প্রভৃতি। 

3) আমরা শ্বাস নেওয়ার সময় বাতাস থেকে কোন গ্যাস শোষণ করি?
উত্তর - অক্সিজেন

4) বায়ু দূষনের কারণ গুলি লেখ?
উত্তর - A. চাষের জমি, ঘর বাড়ি তৈরি করার জন্য প্রতি নিয়ত প্রচুর পরিমাণে গাছ কেটে ফেলে হচ্ছে, যার জন্য বায়ুতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়ছে। 
B. বিভিন্ন শিল্প কারখানা, তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত ছাই, ধূলিকণা, বিভিন্ন বিষাক্ত গ্যাস বাতাসে মিশে বায়ু দূষণ ঘটাচ্ছে। C. চাষের জমিতে রাসায়নিক সার, কীটনাশক ব্যবহারের সময় কিছু অংশ বাতাসে মিশে বায়ু কে দূষিত করে। D. যানবাহন থেকে নির্গত ধোঁয়ায় প্রচুর পরিমাণে কার্বন মনোক্সাইড, সিসা থাকে যা বায়ুকে দূষিত করে। 

5) বায়ু দূষক বলতে কী বোঝ?
উত্তর - যেসব জৈব ও অজৈব পদার্থ বায়ুকে দূষিত করে তাদের বায়ুদূষক বলে। 

6) জাপানের ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কত সালে বিস্ফোরণ ঘটেছিল?
উত্তর - 2011 সালে

7) কোন গ্যাস বায়ুমন্ডলের ওজোন স্তরকে ধ্বংস করে?
উত্তর - ক্লোরো ফ্লোরো কার্বন

8) ক্লোরোফ্লোরোকার্বন গ্যাসের উৎস গুলি লেখ?
উত্তর - এসি, ফ্রিজ, স্প্রে ক্যান, রং প্রভৃতি হল ক্লোরো ফ্লোরো কার্বনের প্রধান উৎস। 

9) বায়ুমণ্ডলের ওজোন স্তর আমাদের কিভাবে রক্ষা করে?
উত্তর - বায়ুমণ্ডলের ওজোন স্তর সূর্য থেকে আগত ক্ষতিকারক অতিবেগুনি রশ্মির হাত থেকে আমাদের রক্ষা করে। 

10) অ্যাসিড বৃষ্টি কি?
উত্তর - বৃষ্টির জলের সঙ্গে শিল্প-কারখানার ধোঁয়া থেকে নির্গত  সালফার ডাই অক্সাইড ও নাইট্রোজেন অক্সাইড বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করে এবং তা অ্যাসিড বৃষ্টি রূপে পৃথিবী বৃষ্টি ঝরে পড়ে। 

11) অ্যাসিড বৃষ্টি র ক্ষতিকারক দিক গুলি লেখ?
উত্তর - অ্যাসিড বৃষ্টি র ফলে গাছপালার ক্ষতি হয়, মাটির গুণাগুণ নষ্ট হয়, বিভিন্ন জলজ প্রাণী মারা যায়, অ্যাসিড মার্বেল পাথরে তৈরি স্মৃতি সৌধ গুলি নষ্ট করে দেয় ইত্যাদি।  

12) গ্রিন হাউস গ্যাস কাকে বলে?
উত্তর - পৃথিবীর যে সমস্ত গ্যাস গুলির তাপ শোষণ করার ক্ষমতা বেশি তাদের গ্রীন হাউজ গ্যাস বলে। যেমন - কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, জলীয়বাষ্প প্রভৃতি। 

13) বায়ু দূষণ কমানোর উপায় গুলি লেখ? 
উত্তর - A. গাছ কাটার পরিবর্তে গাছ রোপন করতে হবে। B. দূষণ হীন যানবাহন ব্যবহারের প্রতি গুরুত্ব দিতে হবে। C. গাড়ি গুলিতে আধুনিক প্রযুক্তি তে তৈরি কম দূষণ কারী ইঞ্জিন ব্যবহার করতে হবে। D. জীবাশ্ম জ্বালানি ব্যবহারের পরিবর্তে অপ্রচলিত শক্তি ব্যবহারে গুরুত্ব আরোপ করতে হবে। সর্বোপরি মানুষ কে বায়ু দূষণের ক্ষতিকারক দিক গুলি সম্পর্কে সচেতন করতে হবে। 

14) বিশ্ব উষ্ণায়ন কি?
উত্তর - গ্রীন হাউজ গ্যাস গুলির বৃদ্ধির ফলে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ঘটনাকে বিশ্ব উষ্ণায়ন বলা হয়। 

শব্দ দূষণ

15) শব্দ দূষণ কাকে বলে? 
উত্তর - অতিরিক্ত শব্দ যা মানুষের পক্ষে অসহ্য, বিরক্তিকর ও যন্ত্রনা দায়ক হয়, তখন তাকে শব্দ দূষণ বলে। 

16) শব্দের তীব্রতা মাপার একক কী?
উত্তর - ডেসিবেল

17) শব্দের মাত্রা কত ডেসিবেলের বেশি হলে তা মানুষ ও অন্যান্য প্রাণীর পক্ষে ক্ষতিকারক?
উত্তর - 65 ডেসিবেল

18) শব্দ দূষণের ফলে মানুষের শরীরে কি কি বিরূপ প্রভাব দেখা যায়?
উত্তর - A. শব্দ দূষণের ফলে মানুষের শোনার সমস্যা সৃষ্টি হয়। B. অনেক ক্ষণ ধরে একঘেয়ে ও জোরে শব্দ মানুষের বিরক্তি, যন্ত্রনা ও ক্লান্তির কারণে পরিণত হয়। C. উচ্চ রক্তচাপ, অনিদ্রা, পেশীর সমস্যা, পাকস্থলীর রোগ প্রভৃতি নানা রূপ সমস্যার সৃষ্টি হয়। 


কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.