উত্তর ও দক্ষিণ ভারতের নদনদীর পার্থক্য


উত্তর ভারতের নদীগুলি হিমালয় পার্বত্য অঞ্চল থেকে সৃষ্টি হয়েছে বলে, এদের হিমালায়ান নদী এবং দক্ষিণ ভারতের নদীগুলি দাক্ষিণাত্যের মালভূমি থেকে উৎপন্ন হয়েছে বলে সেগুলিকে উপ দ্বীপীয় নদী বলে। উত্তর ও দক্ষিণ ভারতের এই নদী গুলির মধ্যে উৎপত্তি, বিস্তার, জলপ্রবাহ, গতিবেগ ইত্যাদি বিষয়ে নানা পার্থক্য দেখা যায়। সেগুলি নিচে বিস্তারিত দেখানো হল

1) উৎপত্তি 
👉 উত্তর ভারতের নদী গুলি অপেক্ষাকৃত নবীন। 
👉 দক্ষিণ ভারতের নদী গুলি অপেক্ষাকৃত প্রাচীন। 

2) দৈর্ঘ্য 
👉 উত্তর ভারতের নদী গুলির দৈর্ঘ্য খুব বেশি।
👉 দক্ষিণ ভারতের নদী গুলির দৈর্ঘ্য খুব কম হয়। 

3) জলপ্রবাহ
👉 উত্তর ভারতের নদী গুলি বৃষ্টি ও হিমবাহ উভয়ের জলে পুষ্ট বলে সারা বছর জলপ্রবাহ থাকে। 
👉  দক্ষিণ ভারতের নদী গুলি কেবল বৃষ্টির জলে পুষ্ট বলে বৃহৎ নদী ব্যতিত ছোট নদীতে জল থাকে না। 

4) গতিবেগ 
👉 পার্বত্য অংশে উত্তর ভারতের নদী গুলি তীব্র গতিবেগ সম্পন্ন ও সমভূমিতে মৃদু বেগ সম্পন্ন হয়। 
👉 দক্ষিণ ভারতের নদী গুলি র উৎস থেকে মোহনা পর্যন্ত গতিবেগ প্রায় সব জায়গায় সমান হয়। 

5) আদর্শ নদী
👉 উত্তর ভারতের নদী গুলির উচ্চ, মধ্য ও নিম্ন গতি সুস্পষ্ট বলে, এগুলি এক একটি আদর্শ নদী। 
👉 দক্ষিণ ভারতের নদী গুলিকে আদর্শ নদী বলা যায় না।

6) নদী অববাহিকা 
👉 উত্তর ভারতের নদী গুলির অববাহিকা অঞ্চল বিশাল হয়। 
👉 দক্ষিণ ভারতের নদী গুলির অববাহিকা খুব একটা বড়ো হয় না। 

7) প্রবাহ দিক
👉 উত্তর ভারতের বেশির ভাগ নদী হিমালয় পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হয়ে দক্ষিণ দিকে বয়ে গেছে। 
👉 দক্ষিণ ভারতের বেশির ভাগ নদী পূর্ব বাহী। 

8) জলবিদ্যুৎ
👉 পার্বত্য অঞ্চল ছাড়া উত্তর ভারতের নদী গুলিতে জলবিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয় না। 
👉 দক্ষিণ ভারতের নদী গুলি মালভূমি অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত বলে জলবিদ্যুৎ উৎপাদনে পক্ষে আদর্শ। 


৩টি মন্তব্য:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.