সপ্তম শ্রেণীর ভূগোল একাদশ অধ্যায়


সপ্তম শ্রেণীর ভূগোল একাদশ তম অধ্যায় ইউরোপ মহাদেশ।। সপ্তম শ্রেণীর ভূগোল ইউরোপ মহাদেশ অধ্যায় টি এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর রূপে আলোচিত হলো। আশা করি সপ্তম শ্রেণীর ছাত্র ছাত্রীদের এটি বিশেষ সহযোগিতা করবে। 

1) আয়তনের বিচারে ইউরোপ পৃথিবীর কত তম মহাদেশ?
উত্তর - ষষ্ঠ বৃহত্তম মহাদেশ

2) ইউরোপ মহাদেশে মোট দেশের সংখ্যা কয়টি?
উত্তর - 54 টি

3) আল্পস পর্বত শ্রেণীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি?
উত্তর - ম-ব্লা পর্বত

4) ইউরোপের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি?
উত্তর - ককেশাস পর্বতের এলবুর্জ ইউরোপের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ।

5) আল্পস পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন ইউরোপের কয়েকটি দক্ষিণ বাহী নদীর নাম লেখ?
উত্তর - রোন, পো, দানিয়ুব ইত্যাদি নদী দক্ষিণে প্রবাহিত হয়েছে। 

6) আল্পস পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন ইউরোপের কয়েকটি উত্তর বাহী নদীর নাম লেখ?
উত্তর - সীন, রাইন, এলব প্রভৃতি নদী আল্পস পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হয়ে উত্তর দিকে বয়ে গেছে। 

7) ইউরোপের বৃহত্তম হ্রদের নাম কি?
উত্তর - ল্যাডোগা 

8) পোল্ডার ভূমি কি? কোথায় দেখা যায়?
উত্তর - সমুদ্র থেকে উদ্ধার করা ভূমি কে পোল্ডার ভূমি বলে। নেদারল্যান্ডের উত্তর পশ্চিম অংশে এই ধরনের পোল্ডার ভূমি দেখা যায়। 

9) ইউরোপের কয়েকটি আগ্নেয় গিরির নাম উল্লেখ করো?
উত্তর - ভিসুভিয়াস, এটনা, স্ট্র ম্ব লি, ক্রাফলা, হেকলা প্রভৃতি আগ্নেয় গিরি। 

10) ইউরোপের কোন দেশ কে হাজার হ্রদের দেশ বলে?
উত্তর - ইউরোপের ফিনল্যান্ডে প্রায় 35 হাজারের বেশি হ্রদ থাকায় একে হাজার হ্রদের দেশ বলে।

11) ইউরোপের দীর্ঘ তম নদীর নাম কি?
উত্তর - ভলগা 

12) শ্রেষ্ট আন্তর্জাতিক নদী কাকে বলা হয়?
উত্তর - দানিয়ুব নদীকে 

13) ইউরোপের ব্যস্ত তম নদীর নাম কি?
উত্তর - রাইন নদী

14) ফ্রান্সের দীর্ঘ তম নদীর নাম কি?
উত্তর - সিন

15) ইতালির দীর্ঘ তম নদীর নাম কি?
উত্তর - পো নদী

16) ইউরোপের জলবায়ুর প্রকৃতি কিরূপ?
উত্তর - ইউরোপের জলবায়ু সাধারণত নাতিশীতোষ্ণ প্রকৃতির। 

17) ইউরোপের কোন অংশে তুন্দ্রা জলবায়ু লক্ষ্য করা যায়?
উত্তর - ইউরোপের উত্তরাংশে নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড ও রাশিয়ার উত্তরাংশে সারা বছর ধরে তীব্র শীতল আবহাওয়া যুক্ত তুন্দ্রা জলবায়ু দেখা যায়। 

18) পৃথিবীর বৃহত্তম সরল বর্গীয় বনভূমির নাম কি?
উত্তর - তৈগা

19) ইউরোপ মহাদেশের কোন অংশে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়?
উত্তর - ভূমধ্যসাগরের তীরবর্তী ইউরোপ মহাদেশের ইতালি, স্পেন, ফ্রান্স, গ্রিস প্রভৃতি দেশে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়। 

20) ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য কী?
উত্তর - এই জলবায়ু অঞ্চলে শীত কালে বৃষ্টি হয় এবং গ্রীষ্মকাল থেকে শুষ্ক বৃষ্টিহীন।

21) জলপাই গাছ কোন জলবায়ু অঞ্চলে দেখা যায়?
উত্তর - ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে

22) ইউরোপে নাতিশীতোষ্ণ তৃণভূমি কি নামে পরিচিত?
উত্তর - স্টেপ নামে

23) ইউরোপের কোন জলবায়ু অঞ্চলে জন বসতি সবচেয়ে বেশি এবং কোন জলবায়ু অঞ্চলে সবচেয়ে কম?
উত্তর - ইউরোপের ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে জন বসতি সবচেয়ে বেশি এবং তুন্দ্রা জলবায়ু অঞ্চলে সবচেয়ে কম।

24) রূঢ় শিল্পাঞ্চল কোথায় অবস্থিত?
উত্তর - জার্মানির রাইন ও তার দুই উপনদী রূঢ় ও লিপের সংযোগ স্থলে প্রাপ্ত  কয়লা খনিকে কেন্দ্র করে  রূঢ় শিল্পাঞ্চল অবস্থিত। 

25) রূঢ় শিল্পাঞ্চলের জলবায়ুর প্রকৃতি কি রূপ?
উত্তর - শীতল নাতিশীতোষ্ণ প্রকৃতির

26) রূঢ় শিল্পাঞ্চলের প্রধান খনিজ সম্পদ কি?
উত্তর - কয়লা, এখানে অ্যানথ্রাসাইট ও বিটুমিনাস জাতীয় উৎকৃষ্ট শ্রেণীর কয়লা পাওয়া যায়।

27) রূঢ় শিল্পাঞ্চলের উত্তরে কোন বন্দর অবস্থিত?
উত্তর - হামবুর্গ বন্দর

28) ব্রিটিশ যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম কী?
উত্তর - লন্ডন

29) লন্ডন কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর - টেমস নদীর তীরে

30) লন্ডনের ওপর দিয়ে কোন রেখা বিস্তৃত হয়েছে?
উত্তর - মূলমধ্যরেখা বা শূন্য ডিগ্রি দ্রাঘিমারেখা

31) লন্ডন অববাহিকার প্রধান নদীর নাম কি?
উত্তর - টেমস নদী

32) জুইডার জি কি?
উত্তর - নেদারল্যান্ডের সমুদ্র থেকে ভূমি উদ্ধার করে পো ল্ডার ভূমি তৈরি করার বিভিন্ন প্রকল্প গুলির মধ্যে সবচেয়ে বৃহত্তম হল জুইডার জি।

কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.