ষষ্ঠ শ্রেণীর ভূগোল দশম অধ্যায় - প্রথম অংশ
ষষ্ঠ শ্রেণীর ভূগোল দশম অধ্যায়টি র তিনটি অংশ এখানে প্রশ্ন উত্তর আকারে আলোচনা করা হলো। আমাদের দেশ ভারতের ভূপ্রকৃতি, নদনদী ও জলবায়ু অংশ।। ষষ্ঠ শ্রেণির ভূগোল অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। class six geography 10th chapter । class vi Geography question answer ।।
1) আমাদের দেশের নাম কী?
উত্তর - ভারতবর্ষ
2) পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশের নাম কী?
উত্তর - ভারতবর্ষ
3) কোণ রেখা ভারত কে উত্তর ও দক্ষিণে সমান দুভাগে ভাগ করেছে?
উত্তর - কর্কটক্রান্তি রেখা
4) কত ডিগ্রি দ্রাঘিমারেখা ভারতকে পূর্ব পশ্চিমে ভাগ করেছে?
উত্তর - 80 ডিগ্রি পূর্ব দ্রাঘিমারেখা
5) ভারতের মূল ভূখন্ডের দক্ষিণ তম স্থলবিন্দু র নাম কি?
উত্তর - কন্যা কুমারী
6) ভারতের দক্ষিণ তম স্থল বিন্দুর নাম কি?
উত্তর - আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ইন্দিরা পয়েন্ট।
7) বর্তমানে ভারতের রাজ্যের সংখ্যা কয়টি?
উত্তর - 28 টি
8) বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত রাজ্যের সংখ্যা কয়টি?
উত্তর - 9 টি
9) ভারতের রাজধানীর নাম কী?
উত্তর - নতুন দিল্লি
10) ভারতের সংবিধান স্বীকৃত ভাষার সংখ্যা কয়টি?
উত্তর - 22 টি
11) 1956 সালে ভারতের রাজ্য ভাগ করার প্রধান ভিত্তি কি ছিল?
উত্তর - ভাষা
12) আয়তনের বিচারে ভারত পৃথিবীর কত তম দেশ?
উত্তর - সপ্তম বৃহত্তম
13) 2011 সালের জনগণনা অনুসারে ভারতের মোট জনসংখ্যা কত?
উত্তর - প্রায় 121 কোটি
14) জনসংখ্যার বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত?
উত্তর - দ্বিতীয়
15) ভারতের বৃহত্তম শহরের নাম কি?
উত্তর - মুম্বাই
16) ভারতের বৃহত্তম রাজ্যের নাম কি?
উত্তর - রাজস্থান
16) ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম কী?
উত্তর - গোয়া
17) ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য এর নাম কী?
উত্তর - উত্তর প্রদেশ
18) ভারতের জন বিরল রাজ্য কোনটি?
উত্তর - সিকিম
19) ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি?
উত্তর - গডউইন অস্টিন
20) ভারতের দীর্ঘ তম হিমবাহের নাম কী?
উত্তর - কারাকোরাম পর্বতের সিয়াচেন হিমবাহ
21) হিমালয় কথার অর্থ কি?
উত্তর - বরফের গৃহ
22) হিমালয় উত্তর থেকে দক্ষিণে কয় টি ভাগে ভাগ করা হয় ও কি কি ?
উত্তর - তিনটি, সবচেয়ে উত্তরে হিমাদ্রি, তারপর হিমাচল ও সবশেষে শিবালিক ।
23) হিমালয়ের কোন অংশের উচ্চতা সবচেয়ে বেশি?
উত্তর - হিমাদ্রি হিমালয়ের উচ্চতা সবচেয়ে বেশি
24) ভারতের তৃতীয় উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি?
উত্তর - কাঞ্চনজঙ্ঘা
25) পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি?
উত্তর - মাউন্ট এভারেস্ট
26) শিবালক হিমালয়ের পাদদেশে ঘন অরণ্যাবৃত অঞ্চল কে কি বলে?
উত্তর - তরাই
27) ভারতের প্রধান নদীর নাম কী?
উত্তর - গঙ্গা
28) গঙ্গা নদীর উৎপত্তি স্থল কোথায়?
উত্তর -গঙ্গোত্রী হিমবাহের গোমূখ গুহা থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়।
29) গঙ্গা নদী কোথায় এসে দুটি শাখায় ভাগ হয়েছে?
উত্তর - মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে
30) বাংলাদেশে গঙ্গা নদী কি নামে পরিচিত?
উত্তর - পদ্মা
31) গঙ্গার প্রধান উপনদীর নাম কি?
উত্তর - যমুনা
32) গঙ্গা নদীর মোহনা কোথায়?
উত্তর - বঙ্গোপসাগর
33) ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি স্থল কোথায় অবস্থিত?
উত্তর - তিব্বতের মানস সরোবর এর নিকট চেমাং দং হিমবাহ থেকে ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি হয়।
34) তিব্বতে ব্রহ্মপুত্র নদী কি নামে পরিচিত?
উত্তর - সাংপো নামে পরিচিত
35) বাংলাদেশে ব্রহ্মপুত্র নদী কি নামে পরিচিত?
উত্তর - যমুনা
36) পদ্মা ও যমুনা নদীর মিলিত প্রবাহ কি নামে পরিচিত?
উত্তর - মেঘনা
37) সিন্ধু নদের উৎপত্তি স্থল উল্লেখ করো?
উত্তর - তিব্বতের মানস সরোবরের নিকট কৈলাস পর্বতের একটি হিমবাহ থেকে সিন্ধু নদের উৎপত্তি ঘটে।
38) সিন্ধু নদী কোথায় গিয়ে মিশেছে?
উত্তর - আরব সাগরে
39) পৃথিবীর বৃহত্তম নদী মধ্যবর্তী দ্বীপের নাম কি?
উত্তর - ব্রহ্মপুত্র নদীর মাজুলি দ্বীপ
40) পশ্চিম ঘাট পর্বতের উত্তরাংশের নাম কি?
উত্তর - সহ্যাদ্রী
41) দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি?
উত্তর - আনাইমালাই পর্বতের আনাইমুদী
42) ব্রহ্মপুত্র নদী কোন রাজ্যের মধ্যে দিয়ে ভারতে প্রবেশ করেছে?
উত্তর - অরুণাচল প্রদেশ
43) ভারতের একমাত্র মরুভূমির নাম কী?
উত্তর - থর মরুভূমি
44) ভারতের একটি অন্তর্বাহী নদীর উদাহরণ দাও?
উত্তর - লুণী
45) মালাবার উপকূলে উপহ্রদ গুলিকে কি বলে?
উত্তর - কয়াল
46) ভারতের মোট দ্বীপের সংখ্যা কয়টি?
উত্তর - আরব সাগর ও বঙ্গোপসাগর মিলিয়ে ভারতে মোট 290 টি দ্বীপ রয়েছে।
47) কত গুলি দ্বীপ নিয়ে লাক্ষা দ্বীপ গঠিত?
উত্তর - ছোট বড়ো প্রায় 25 টি দ্বীপ নিয়ে লাক্ষা দ্বীপ গঠিত।
48) ভারতের মাঝ বরাবর বিস্তৃত কর্কটক্রান্তি রেখা ভারত কে কয়টি জলবায়ু অঞ্চলে ভাগ করেছে ও কি কি?
উত্তর - ভারতের মাঝ বরাবর বিস্তৃত কর্কটক্রান্তি রেখা ভারত কে দুটি প্রধান জলবায়ু অঞ্চলে বিভক্ত করেছে, যথা - কর্কটক্রান্তি রেখার উত্তরে উপক্রান্তিয় জলবায়ু ও দক্ষিণে ক্রান্তীয় জলবায়ু।
49) ভারতে কর্কট ক্রান্তীয় রেখার দক্ষিণ অংশে গড় উষ্ণতা সারা বছর সাধারণত বেশি হয় কেন?
উত্তর - ভারতের দক্ষিণ অংশ ক্রান্তীয় অঞ্চল তথা নিরক্ষরেখা র নিকটে অবস্থান করাই এখানে সূর্য রশ্মি সারা বছর লম্ব ভাবে কিরণ দেয় বলে গড় উষ্ণতা সারা বছর সাধারণত বেশি হয়।
50) সমুদ্র নিকটবর্তী অঞ্চলের জলবায়ু কিরূপ প্রকৃতির হয়?
উত্তর - আরাম দায়ক সমভাবা পন্ন প্রকৃতির
51) চরমভাবাপন্ন জলবায়ু কাকে বলে?
উত্তর - সমুদ্র থেকে দূরবর্তী স্থানে অবস্থিত জলবায়ু স্থান গুলিতে ঠান্ডা ও গরম দুটোই বেশি হয় বলে, এদের চরমভাবাপন্ন জলবায়ু বলে।
52) পৃথিবীর সর্বাধিক বৃষ্টি বহুল স্থান কোথায় অবস্থিত?
উত্তর - ভারতের মেঘালয় রাজ্যের মৌসিন রাম পৃথিবীর সর্বাধিক বৃষ্টি বহুল স্থান।
53) ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ বলা হয় কাকে?
উত্তর - ভারতবর্ষ কে
54) লু ও আঁধি কি?
উত্তর - গরম কালে উত্তর ভারতের বেশ কিছু রাজ্যে দিনের বেলায় অত্যাধিক উষ্ণ শুষ্ক একপ্রকার বায়ু প্রবাহিত হয়, যা লু নামে পরিচিত এবং এই লু এর সাথে ধূলিকণা যুক্ত হলে তাকে আঁধি বলে।
55) গরম কালে পশ্চিমবঙ্গে মাঝে মধ্যে বিকেল বা সন্ধ্যা বেলা যে প্রবল বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হয় তাকে কি বলে?
উত্তর - কালবৈশাখী
56) ভারতে জুন জুলাই মাসে কোন বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়?
উত্তর - ভারতে বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়।
57) শীতকালে ভারতে কোন দিক থেকে মৌসুমী বায়ু প্রবাহিত হয়?
উত্তর - উত্তর পূর্ব দিক থেকে
58) উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে কোথায় বেশি বৃষ্টিপাত হয়?
উত্তর - কর মন্ডল উপকূলে
59) শীতকালে ভারতের জলবায়ু কেমন প্রকৃতির হয়?
উত্তর - এই সময় ভারতের জলবায়ু শীতল ও শুষ্ক প্রকৃতির হয়ে থাকে।
60) শীতকালে উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিপাতের মূল কারণ কি?
উত্তর - পশ্চিমীঝঞ্জা
কোন মন্তব্য নেই: