উচ্চমাধ্যমিক জনসংখ্যা ভূগোল saq


উচ্চ মাধ্যমিক ভূগোল সর্বশেষ অধ্যায় জনসংখ্যা ও জনবসতি থেকে গুরুত্বপূর্ণ কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর এখানে আলোচিত হল। আশা করা যায় ছাত্রছাত্রীদের সহযোগিতায় আসবে। 
 
1) জনসংখ্যা বিবর্তনের কোন পর্যায়ে ভারত বর্তমানে উন্নীত হয়েছে?
উত্তর - তৃতীয় পর্যায়ে 

2) প্রশাসনিক শহরের উদাহরণ দাও?
উত্তর - দিল্লি, কলকাতা

3) কোন মহাদেশ ও কোন দেশে সবচেয়ে বেশি জনসংখ্যা দেখা যায়?
উত্তর - এশিয়া মহাদেশ ও চীন দেশে সবচেয়ে বেশি জনসংখ্যা দেখা যায়।

4) মানুষ জমি অনুপাত কাকে বলে?
উত্তর - কোন দেশ বা অঞ্চলের মোট জনসংখ্যা ও মোট কার্যকর জমির পরিমাণের অনুপাত কে মানুষ জমি অনুপাত বলে। 

5) মহানগর কাকে বলে? 
উত্তর - ভারতে যে সমস্ত শহরের জনসংখ্যা 10 লক্ষের বেশি তাদের মহানগর বলে। যেমন - কলকাতা মহানগর।

6) ভারতের সর্বাপেক্ষা স্বাক্ষর রাজ্য কোনটি?
উত্তর - কেরালা

7) ভারতে মেগাসিটির ন্যূনতম জন সংখ্যা কত?
উত্তর - 50 লক্ষ

8) পৌর পুঞ্জ শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
উত্তর - প্যাট্রিক গেডেস

9) বেল আকৃতির জনসংখ্যা পিরামিড লক্ষ্য করা যায় কোন কোন দেশে?
উত্তর - আমেরিকা যুক্তরাষ্ট্র ও কানাডা

10) অতি জনাকীর্ণতা কাকে বলে?
উত্তর - যখন কোন দেশের প্রাকৃতিক ও সাস্কৃতিক সম্পদ, জমির কার্যকরি সম্পদ উৎপাদনের চেয়ে জনসংখ্যা অতিরিক্ত বেড়ে যায় যা সম্পদের ব্যবহার যোগ্যতা ও কার্যকারিতা কে অতিক্রম করে, তখন সেই অবস্থাকে অতি জনাকীর্ণতা বলে।

11) শূন্য জনসংখ্যা বৃদ্ধি দেখা যায় কোন কোন দেশে?
উত্তর - ডেনমার্ক, নরওয়ে, জার্মানি, অস্ট্রেলিয়া

12) পৃথিবীর সবচেয়ে বিরল জনবসতি যুক্ত মহাদেশ কোনটি?
উত্তর - অ্যান্টার্কটিকা মহাদেশ

13) জনসংখ্যা পিরামিডের উলম্ব ও অনুভূমিক অক্ষ দিয়ে কি প্রকাশ করা হয়?
উত্তর - উলম্ব অক্ষ দিয়ে বয়স ও অনুভূমিক অক্ষ দিয়ে নারী পুরুষ জনসংখ্যা প্রকাশ করা হয়। 

14) সামাজিক নৈকট্য কোন ধরনের বসতি গড়ে তোলে?
উত্তর - গোষ্ঠীবদ্ধ বসতি

15) জনসংখ্যার ঋনাত্মক বৃদ্ধি বলতে কি বোঝ?
উত্তর - কোনো নির্দিষ্ট অঞ্চলে একটি নির্দিষ্ট সময়ে মৃত্যু হারের তুলনায় জন্ম হার কমে গেলে কিংবা ওই স্থানের মানুষ  অধিক সংখ্যায় অন্যত্র গমন করলে তখন ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধি ঘটে। 

16) ভারতের সর্বনিম্ন প্রশাসনিক ইউনিট কি?
উত্তর - মৌজা 

17) 2011 সালের জনগণনা অনুসারে পশ্চিমবঙ্গের জন ঘনত্ব কত?
উত্তর - 1024 জন /প্রতি বর্গ কিমি

18) গ্লোবাল সিটি কাকে বলে?
উত্তর - বিশ্ব অর্থনীতি কে প্রভাবিত করে এমন নগর গুলিকে গ্লোবাল সিটি বা আলফা সিটি বলে। যেমন - লন্ডন, নিউইয়র্ক, মুম্বাই প্রভৃতি। 

19) জলবিন্দু বসতি কাকে বলে?
উত্তর - শুষ্ক অঞ্চলে কোন জলাশয় কে কেন্দ্র করে, যে বসতি গড়ে ওঠে তাকে জলবিন্দু বসতি বলে।

20) পৌরপুঞ্জের সংজ্ঞা দাও?
উত্তর - দুটি বা তার অধিক পৃথক নগরের একত্রে অবস্থান একটি অঞ্চল হিসাবে গণ্য হলে, তাকে পৌরপুঞ্জ বলে। 

21) রারবান কি?
উত্তর - নগর সীমানার বাইরে যেখানে গ্রাম ও শহর জীবনের সংমিশ্রণ দেখা যায়, তাকে রারবান বলে। গ্যালপিন প্রথম এই রারবান শব্দটি ব্যবহার করেন।

22) অভিবাসন কি?
উত্তর - বিদেশি নাগরিকদের স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে অন্য কোন দেশে পরিব্রাজন কে অভিবাসন বলে। 

1 টি মন্তব্য:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.