অষ্টম শ্রেণীর ভূগোল mcq প্রশ্ন উত্তর


অষ্টম শ্রেণীর ভূগোল mcq প্রশ্ন উত্তর । এখানে অষ্টম শ্রেণীর ভূগোল পাঠ্য পুস্তক থেকে প্রথম তিনটি অধ্যায় অর্থাৎ  পৃথিবীর অন্দর মহল, অস্থিত পৃথিবী ও শিলা অধ্যায় থেকে বাছাই করা প্রশ্ন উত্তর গুলো আলোচনা করা হল। Class VIII Geography question answer।। অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর।। 

1) পৃথিবীর গড় তাপমাত্রা - 10℃ / 12℃ / 15℃ ।
উত্তর - 15℃

2) পৃথিবীর ব্যাসার্ধ প্রায় - 6370 কিমি / 3670 কিমি / 7360 কিমি 
উত্তর - 6370 কিমি

3) পশ্চিমবঙ্গের বক্রেশ্বর এক প্রকার - উষ্ণ প্রস্রবণ / শীতল প্রস্রবণ / গিজার 
উত্তর - উষ্ণ প্রস্রবণ

4) পৃথিবীর গড় ঘনত্ব প্রায় - 3.3 / 5.5 / 11 গ্রাম/ঘন সেমি
উত্তর - 5.5 গ্রাম/ঘন সেমি

5) তরল ও অর্ধ তরল মাধ্যমের মধ্যে দিয়ে যেতে পারে না, ভূমিকম্পের - P তরঙ্গ / S তরঙ্গ / L তরঙ্গ 
উত্তর -  S তরঙ্গ

6) মহাদেশীয় ভূত্বক - সিয়াল / সিমা / নিফে নামে পরিচিত। 
উত্তর - সিয়াল

7) সিমা বলা হয় - মহাদেশীয় ভূত্বক / মহাসাগরীয় ভূত্বক / কেন্দ্র মন্ডল কে
উত্তর - মহাসাগরীয় ভূত্বক কে

8) মহাসাগরীয় ভূত্বক যে ধরনের শিলা দ্বারা গঠিত - গ্রানাইট / ব্যাসল্ট / চুনা পাথর
উত্তর - ব্যাসল্ট শিলা

9) মহাদেশীয় ভূত্বক গঠিত - ব্যাসল্ট / গ্রানাইট / রায়োলাইট শিলা দ্বারা 
উত্তর - গ্রানাইট

10) ভূত্বকের প্রধান উপাদান হল - সিলিকন / অক্সিজেন / লৌহ 
উত্তর - অক্সিজেন 

11) পৃথিবীর অভ্যন্তর ভাগ কে প্রধান - 2 টি / 3 টি / 4 টি স্তরে ভাগ করা হয়।
উত্তর - 3 টি 

12) সিয়াল ও সিমা স্তরের মাঝে আছে - গুটেনবার্গ / কনরাড / মোহোরোভিসিক বিযুক্তিরেখা
উত্তর - কনরাড বিযুক্তিরেখা

13) ভূত্বক ও গুরু মন্ডল কে পৃথক করেছে - কনরাড / মোহোরোভিসিক / লেহম্যান  বিযুক্তিরেখা
উত্তর - মোহোরোভিসিক বিযুক্তিরেখা

14)  শিলামন্ডলের গড় গভীরতা প্রায় - 150 কিমি / 100 কিমি / 200 কিমি
উত্তর - 100 কিমি

15) ভূ অভূন্তরের সর্বনিম্ন স্তর টি হল - ভূত্বক / গুরু মন্ডল / কেন্দ্র মন্ডল
উত্তর - কেন্দ্র মন্ডল

16) কেন্দ্র মন্ডলের প্রধান উপাদান হল - সিলিকা - অ্যালুমিনিয়াম / নিকেল - লৌহ / ক্রোমিয়াম - লৌহ । 
উত্তর - নিকেল-লৌহ 

17) গুরুমন্ডল ও কেন্দ্রমন্ডলের মাঝে রয়েছে - রেপিত্তি / লেহম্যান / গুটেনবার্গ বিযুক্ত রেখা ।
উত্তর - গুটেনবার্গ বিযুক্ত রেখা 

18) পৃথিবীর চৌম্বকত্বের বিকাশ ঘটে - সিমা স্তরে / নিফেসিমা স্তরে / বহিঃ কেন্দ্রমন্ডলে 
উত্তর - বহিঃ কেন্দ্রমন্ডলে

19) পৃথিবীর সমগ্র ভূখন্ড একত্রিত অবস্থায় যে বিশাল ভূখন্ড গঠন করে, তাকে বলে - মহাদেশ / প্যানজিয়া /  অ্যান্টার্কটিকা 
উত্তর - প্যানজিয়া

20) ভূত্বক গঠনকারী বড়ো পাতের সংখ্যা  - 5 টি / 6 টি / 8 টি 
উত্তর - 6 টি

21) পাতের সঞ্চারণের প্রধান কারণ - পরিচলন স্রোত / ধ্বস / জোয়ার ভাটা র শক্তি
উত্তর - পরিচলন স্রোত

22) মধ্য সামুদ্রিক শৈল শিরার সৃষ্টি হয় - অপসারী / অভিসারী / নিরপেক্ষ পাত সীমানা বরাবর।
উত্তর - অপসারী পাত সীমানা বরাবর

23) যে সীমানা বরাবর দুটি পাতের মুখোমুখি চলন ঘটে তাকে বলে - অভিসারী / অপসারি / নিরপেক্ষ পাত সীমানা বরাবর
উত্তর - অভিসারী পাত সীমানা

24) যে ধরনের পাতের চলনের ফলে ভঙ্গিল পর্বতের বিকাশ ঘটে - অভিসারী / অপসারি / নিরপেক্ষ 
উত্তর - অভিসারী পাতের চলনের ফলে

25) যে দুটি পাতের চলনের ফলে হিমালয় পর্বতের বিকাশ ঘটেছে, তা হল - ইউরেশীয় ও আফ্রিকান পাত / ইউরেশীয় ও ভারতীয় পাত / ভারতীয় ও প্রশান্ত মহাসাগরীয় পাত
উত্তর - ইউরেশীয় ও ভারতীয় পাত 

26) ভারতের একটি আগ্নেয় পর্বতের উদাহরণ হল - ভিসুভিয়াস / ফুজিয়ামা / ব্যারেন  
উত্তর - ব্যারেণ

27) নিম্নলিখিত কোনটি সক্রিয় আগ্নেয়গিরি নয় - সিসিলির এটনা / লিপারি দ্বীপের স্ট্রম্বলি / জাপানের ফুজিয়ামা
উত্তর - জাপানের ফুজিয়ামা

28) জাপানের ফুজিয়ামা একপ্রকার - সুপ্ত / সক্রিয় / মৃত আগ্নেয়গিরি 
উত্তর - সুপ্ত আগ্নেয়গিরি

29) ভূ অভ্যন্তরে যেখানে ভূমিকম্পের সৃষ্টি হয়, তাকে বলে ভূমিকম্পের - কেন্দ্র / উপকেন্দ্র / প্রতিপাদ কেন্দ্র
উত্তর - ভূমিকম্পের কেন্দ্র 

30) ভূপৃষ্ঠে যেখানে প্রথম ভূমিকম্প অনুভূত হয়, তাকে বলে ভূমিকম্পের - কেন্দ্র / তরঙ্গ / উপকেন্দ্র 
উত্তর - উপকেন্দ্র

31) ভূমিকম্পের যে তরঙ্গের ফলে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়, তা হল - P তরঙ্গ / S তরঙ্গ / L তরঙ্গ
উত্তর - L তরঙ্গ

32) L তরঙ্গ কে বলে - পৃষ্ঠ তরঙ্গ / দেহ তরঙ্গ / লাভ তরঙ্গ 
উত্তর - পৃষ্ঠ তরঙ্গ 

33) ভূমিকম্প এর তীব্রতা পরিমাপক রিখটার স্কেলের সূচক মাত্রার থাকে - 1-10 / 0-10 / 1-12 পর্যন্ত
উত্তর - 0-10

34) প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা বরাবর পৃথিবীর মোট ভূমিকম্পের প্রায় - 60% / 70% / 80% সংঘটিত হয়।
উত্তর - 70%

35) প্রাথমিক শিলা বলা হয় - আগ্নেয় মেখলা / পাললিক শিলা / রূপান্তরিত শিলা কে
উত্তর - আগ্নেয় শিলা কে

36) নি:সারী আগ্নেয় শিলার উদাহরণ হল - ব্যাসল্ট / গ্রানাইট / চুনা পাথর 
উত্তর - ব্যাসল্ট

37) জীবাশ্ম পাওয়া যায় - আগ্নেয় শিলায় / পাললিক শিলায় / রূপান্তরিত শিলা য়
উত্তর - পাললিক শিলায়

38) নিম্নলিখিত কোনটি পাললিক শিলা - গ্রানাইট / মার্বেল / কাদা পাথর
উত্তর - কাদা পাথর 

39) গ্রানাইট রূপান্তরিত হয়ে পরিণত হয় - নিস / মার্বেল / কোয়ার্ট জাইটে
উত্তর - নিস শিলায় 

40) মার্বেল কোন শিলার রূপান্তরের ফলে সৃষ্ট - কাদা পাথর / বেলে পাথর / চুনা পাথর
উত্তর - চুনা পাথর 

41) গ্রানাইট ও ব্যাসল্ট শিলার মূল উপাদান হল - কোয়ার্টজ / ফেল্ডসপার / জিপসাম
উত্তর - কোয়ার্টজ 

42) মোহ স্কেল অনুসারে সবচেয়ে কঠিন খনিজ হল - কোয়ার্টজ / জিপসাম / হীরে 
উত্তর - হীরে

43) ব্যাসল্ট শিলা থেকে সৃষ্ট হয় - কৃষ্ণ মৃত্তিকা / ল্যাটেরাইট মৃত্তিকা / লোহিত মৃত্তিকা
উত্তর - কৃষ্ণ মৃত্তিকা


কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.