অষ্টম শ্রেণীর ভূগোল নবম অধ্যায়


অষ্টম শ্রেণীর ভূগোল নবম অধ্যায় - উত্তর আমেরিকা চ্যাপ্টার টি এখানে প্রশ্ন-উত্তর আকারে আলোচনা করা হলো। অষ্টম শ্রেণীর ভূগোল নবম অধ্যায় প্রশ্ন উত্তর ।। উত্তর আমেরিকা মহাদেশ।।

1) আয়তনের বিচারে উত্তর আমেরিকা পৃথিবীর কততম মহাদেশ?
উত্তর - তৃতীয় বৃহত্তম 

2) উত্তর আমেরিকা মহাদেশ ভারতের থেকে কত গুণ বড়ো?
উত্তর - 6 গুন 

3) উত্তর ও দক্ষিণ আমেরিকাকে পৃথক করেছে কোন খাল?
উত্তর - পানামা খাল

4) পানামা খাল কত সালে তৈরি করা হয়ে ছিল?
উত্তর - 1914 সালে 

5) কে প্রথম আমেরিকার মূল ভূখন্ড আবিষ্কার করেন?
উত্তর - আমেরিগো ভেস পুচি  1501 খ্রিস্টাব্দে আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন

6) উত্তর আমেরিকা ও এশিয়া মহাদেশ কে কি পৃথক করেছে?
উত্তর - বেরিং প্রণালী 

7) উত্তর আমেরিকার প্রধান ও দীর্ঘ তম নদীর নাম কি ?
উত্তর - মিসিসিপি মিসৌরি

8) উত্তর আমেরিকার উচ্চতম পর্বতশৃঙ্গে র নাম কী?
উত্তর - ম্যাককিনলে 

9) উত্তর আমেরিকা মহাদেশে মোট কত গুলো দেশ রয়েছে?
উত্তর - 23 টি

10) উত্তর আমেরিকা মহাদেশের পশ্চিম সীমানা বরাবর বিস্তৃত পর্বত শ্রেণীর নাম কি?
উত্তর - রকি পর্বত 

11) কোন দুটি পাতের চলনের ফলে হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছে?
উত্তর - প্রশান্ত মহাসাগরীয় পাত ও উত্তর আমেরিকান পাতের মুখোমুখি চলনের ফলে রকি পার্বত্য অঞ্চলের সৃষ্টি হয়েছে।

12) রকি পর্বত কি ধরনের পর্বতের উদাহরণ?
উত্তর - নবীন ভঙ্গিল পর্বতের

13) মৃত্যু উপত্যকা কোন মহাদেশে অবস্থিত? 
উত্তর - উত্তর আমেরিকা মহাদেশের ক্যালিফোর্নিয়ার উত্তর - পূর্ব অংশে সমুদ্র পৃষ্ঠ থেকে 90 মিটার নিচুতে অবস্থিত এই অংশের জলের লবন তা এতো বেশি যে এখানে কোন জীব বেঁচে থাকতে পারে না, তাই এই নিচু অংশকে মৃত্যু উপত্যকা বলে। 

14) উত্তর আমেরিকার বৃহৎ সমভূমি অঞ্চলের অবস্থান উল্লেখ করো?
উত্তর - পশ্চিমের পার্বত্য অঞ্চল ও পূর্বের উচ্চ ভূমির মাঝখানে উত্তরে সুমেরু থেকে দক্ষিণে মেক্সিকো উপসাগর পর্যন্ত এক বিশাল অঞ্চল জুড়ে এই সমভূমি অবস্থান করছে। 

15) কোন পাঁচটি হ্রদ কে একত্রে  পঞ্চহ্রদ বলা হয়?
উত্তর - বৃহৎ সমভূমির দক্ষিণ পূর্ব অংশে অবস্থিত সুপিরিয়র, মিশিগান, হুরণ, ইরি ও অন্টারিও এই পাঁচটি হ্রদ কে একত্রে পঞ্চহ্রদ বলে। 

16) পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম কি?
উত্তর - সুপিরিয়র হ্রদ

17) নায়াগ্রা জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত?
উত্তর - সেন্ট লরেন্স 

18) গ্র্যান্ড ক্যানিয়ন কোন নদী অববাহিকায় অবস্থিত?
উত্তর - কলোরাডো নদী অববাহিকায়

19) মিসিসিপি নদীর প্রধান উপনদীর নাম কি?
উত্তর - মিসৌরি

20) উত্তর আমেরিকা মহাদেশের আকৃতি কিরূপ?
উত্তর - উত্তর আমেরিকা মহাদেশের আবৃতি অনেকটা উল্টানো ত্রিভুজের মতো। 

21) কোন সমুদ্র স্রোতের স্রোতের প্রভাবে উত্তর আমেরিকা মহাদেশের উত্তর পূর্ব অংশ সারা বছর বরফাবৃত থাকে?
উত্তর - শীতল লাব্রাডর স্রোতের প্রভাবে 

22) রকি পার্বত্য অঞ্চলের পূর্ব ঢালে প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ু টি কি নামে পরিচিত?
উত্তর - চিনুক 

23) উত্তর আমেরিকা মহাদেশের দক্ষিণ পূর্ব অংশে র জলবায়ু উষ্ণ থাকার কারণ কি?
উত্তর - উষ্ণ উপসাগরীয় স্রোতের প্রভাবে এই অংশের জলবায়ু উষ্ণ থাকে। 

24) উত্তর আমেরিকার কোন অংশে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়?
উত্তর - উত্তর আমেরিকার ক্যালিফোর্নিয়া উপকূল বরাবর

25) নাতিশীতোষ্ণ তৃণভূমি উত্তর আমেরিকায় কি নামে পরিচিত?
উত্তর - প্রেইরি তৃণভূমি 

26) পৃথিবীর কসাই খানা কাকে বলা হয়?
উত্তর - শিকাগো কে

27) পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা উৎপাদক কেন্দ্রের নাম কি?
উত্তর - বাফেলো 

28) পৃথিবীর রবার রাজধানী কাকে বলা হয়?
উত্তর - অ্যাক্রণ কে 

29) আমেরিকা যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট কিসের জন্য বিখ্যাত?
উত্তর - মোটর গাড়ি নির্মাণ শিল্পের জন্য 

30) পৃথিবীর প্রাচীন ভূখন্ড গুলিকে ইংরেজিতে কি বলে?
উত্তর - শিল্ড 

31) পৃথিবীতে মোট কত গুলি প্রাচীন ভূখন্ড বা শিল্ড রয়েছে?
উত্তর - 11 টি 

32) পৃথিবীর বৃহত্তম শিল্ড কোনটি?
উত্তর - কানাডিয়ান শিল্ড 

33) কানাডিয়ান শিল্ডের অপর নাম কী?
উত্তর - লরেন্সিয় মালভূমি 

34) শিল্ড অঞ্চল গুলি কি ধরনের শিলা দ্বারা গঠিত?
উত্তর - গ্রানাইট ও নিস জাতীয় শিলা দ্বারা গঠিত

35) কানাডিয়ান শিল্ড অঞ্চলটির জলবায়ুর প্রকৃতি কিরূপ?
উত্তর - এই শিল্ড অঞ্চলের উত্তরাংশ অতি শীতল তুন্দ্রা জলবায়ু র অন্তর্গত ও দক্ষিণ অংশের জলবায়ু উষ্ণ প্রকৃতির। 

36) পৃথিবীর বৃহত্তম নিকেল খনির নাম কি এবং এটি কোথায় অবস্থিত?
উত্তর - কানাডিয়ান শিল্ড অঞ্চলের অন্তর্গত সাড বেরি পৃথিবীর বৃহত্তম নিকেল খনি।

37) পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সোনার খনির নাম কি?
উত্তর - টিমিনিস

38) কোন দেশ কাগজ, কাগজের মন্ড ও নিউজ প্রিন্ট উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করে?
উত্তর - কানাডা

39) পৃথিবীর বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র কোথায় অবস্থিত ?
উত্তর - আমেরিকা যুক্তরাষ্ট্র এর ডেট্রয়েট এ

40) লৌহ ইস্পাত শিল্পের রাজধানী কাকে বলে?
উত্তর - আমেরিকা যুক্তরাষ্ট্রের শিকাগো গ্যারি অঞ্চলকে লোহ ইস্পাত শিল্পের রাজধানী বলা হয়। 

41) ফার শিল্প কি?
উত্তর - দীর্ঘ লোম যুক্ত পশুর চামড়া থেকে শীতের পোশাক তৈরির শিল্প কে ফার শিল্প বলে। 

42) পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম কী?
উত্তর - গ্রীনল্যান্ড

43) পৃথিবীর ব্যস্ততম বিমান বন্দরের নাম কী?
উত্তর - আটলান্টা বিমান বন্দর

কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.