উচ্চমাধ্যমিক ভূগোল 2015 সালের saq প্রশ্ন উত্তর


উচ্চ মাধ্যমিক ভূগোল বিগত বছরের প্রশ্ন ও উত্তর। এখানে উচ্চ মাধ্যমিক ভূগোল 2005 সালের saq প্রশ্নের উত্তরগুলি আলোচনা করা হলো। HS Geography previous years question solve - 2005 । উচ্চ মাধ্যমিক ভূগোল saq প্রশ্ন উত্তর। 

1) রেগোলিথ কাকে বলে?
উত্তর - আবহ বিকারের ফলে সৃষ্ট শিলাচূর্ণ ভূত্বকের ওপর সঞ্চিত হয়ে যে পাতলা একটি আস্তরণ গঠন করে তাকে রেগোলিথ বলে। এই রেগোলি থের সাথেই পরবর্তী কালে জৈব পদার্থ মিশ্রিত হয়ে মৃত্তিকার সৃষ্টি হয়। 

2) আর্টেজীয় কূপ কি ধরনের শিলাস্তরে দেখা যায়?
উত্তর - ভাঁজ গঠিত বা সমনত গঠন যুক্ত শিলাস্তরে আর্টেজীয় কূপ দেখা যায়। 

3) প্রবাল প্রাচীর কাকে বলে?
উত্তর - অগভীর সমুদ্রে প্রাপ্ত এক প্রকার কীটের চুনাপাথর গঠিত দেহাবশেষ কোন সামুদ্রিক মঞ্চ কে কেন্দ্র করে সঞ্চিত হতে হতে সমুদ্র পৃষ্ঠের নিচে যে দীর্ঘ  অপ্রশস্ত প্রাচীর রুপী যে ভূমিরূপ গঠন করে তাকে প্রবাল প্রাচীর বলে। 

4) এল নিনো কি?
উত্তর - ক্রান্তীয় প্রশান্ত মহাসাগরের পূর্ব ভাগে পেরু ইকুয়েডর উপকূল দিয়ে কোন কোন বছর ডিসেম্বর জানুয়ারি মাসে যে দক্ষিণ মুখী উষ্ণ স্রোত প্রবাহিত হয়, তাকে এল নিনো বলে। 

5) ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কোন বায়ুর প্রভাবে গ্রীষ্মকাল শুষ্ক থাকে?
উত্তর - ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে আয়ন বায়ুর প্রভাবে গ্রীষ্মকাল শুষ্ক থাকে। 

6) নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলে কি ধরনের মৃত্তিকা গঠিত হয়?
উত্তর - নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলে চারনোজেম  মৃত্তিকা দেখা যায়।

7) এলুভিয়েশন কাকে বলে?
উত্তর - যে প্রক্রিয়ায় মৃত্তিকার উপরের স্তর অর্থাৎ A স্তর থেকে খনিজ পদার্থ জলে দ্রবীভূত হয়ে মৃত্তিকার নিম্ন স্তরে অবনমিত হয় তাকে এলুভিয়েশন বলে। 

8) নিজস্ব প্রাকৃতিক পরিবেশে জীববৈচিত্রের সংরক্ষণ কে কি নামে অভিহিত করা হয়?
উত্তর - ইন সিটু সংরক্ষণ বলা হয়। 

9) সম্মুখ তটভূমি ও পশ্চাৎ তটভূমির মধ্যে পার্থক্য কি?
উত্তর - A. সমুদ্র জলের ঊর্ধ্ব সীমা ও নিম্ন সীমার মধ্যবর্তী অংশ কে সম্মুখ তটভূমি বলে। অন্যদিকে সমুদ্র জলের ঊর্ধ্ব সীমা থেকে উপকূল রেখা পর্যন্ত বিস্তৃত অংশ কে পশ্চাৎ তটভূমি বলে। 
B. সম্মুখ তটভূমি জোয়ারের প্রভাবে জল পূর্ণ ও ভাটার প্রভাবে জলমুক্ত হয়। অন্য দিকে পশ্চাৎ তটভূমি অধিকাংশ সময় উন্মুক্ত থাকে। 

10) অনুসারী শিল্পগুচ্ছ কাকে বলে?
উত্তর - একটি বৃহৎ শিল্পের উৎপাদিত দ্রব্য কে কাজে লাগিয়ে যে অপেক্ষাকৃত ছোট ছোট শিল্পের বিকাশ ঘটে তাকে বৃহৎ শিল্পের অনুসারী শিল্প বলে।
 পেট্রো রসায়ন শিল্পকে কেন্দ্র করে এই ধরনের অনুসারী শিল্পের বিকাশ ঘটতে দেখা যায়। 

11) শস্যাবর্তন কাকে বলে?
উত্তর - একই জমিতে বছরের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফসল চাষের মাধ্যমে জমির উর্বরতা শক্তি বজায় রাখা কে শস্যাবর্তন বলে। 

12)  বাজার ভিত্তিক উদ্যান কৃষি কাকে বলে? 
উত্তর - শহরের পার্শ্ববর্তী অঞ্চলে বিভিন্ন আয়তনের কৃষি জোতে অত্যন্ত নিবিড় পদ্ধতিতে শহরের অধিবাসীদের দৈনন্দিন প্রয়োজনীয় শাক সবজি, ফুল, ফল প্রভৃতির চাষ কে বাজার ভিত্তিক উদ্যান কৃষি বলে। 

13) জনবিবর্তনের কোন পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধির হার শূন্যে পৌঁছায়?
উত্তর - জন বিবর্তনের চতুর্থ পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধির হার শূন্যে পৌঁছায়।

14) মানুষ জমি অনুপাত এর সংজ্ঞা দাও?
উত্তর - কোন একটি অঞ্চলের মোট কার্যকর জমি ও মোট জনসংখ্যার অনুপাত কে মানুষ জমি অনুপাত বলে। 

15) কোনো শহরের কেন্দ্রীয় বানিজ্যিক অঞ্চল বলতে কী বোঝ?
উত্তর - শহরের যে কেন্দ্রীয় অঞ্চল থেকে সমস্ত রকম বানিজ্যিক কাজকর্ম পরিচালিত হয়, তাকে কেন্দ্রীয় বানিজ্যিক অঞ্চল বলে। এখানে বিভিন্ন সরকারি, বেসরকারি অফিস; চিকিৎসক, উকিল দের চেম্বার থাকে। এই অঞ্চল টি শহরের অন্যান্য অংশের সাথে উন্নত পরিবহন ব্যবস্থার মাধ্যমে যুক্ত থাকে। 

16) ভারতে মেগাসিটির ন্যূনতম জনসংখ্যা কত?
উত্তর - 50 লক্ষ

17) ভিলাই লৌহ ইস্পাত শিল্প কারখানা টি কোন অঞ্চল থেকে আকরিক লৌহ সংগ্রহ করে?
উত্তর - এই লৌহ ইস্পাত শিল্প কারখানা টি ছত্রিশগড়ের দাল্লি রাজ হারা ও বায়লাডিলা অঞ্চল থেকে লৌহ আকরিক সংগ্রহ করে। 

18) বেঙ্গালুরু কি ধরনের শিল্পের জন্য বিখ্যাত?
উত্তর - ইলেকট্রনিক্স শিল্পের জন্য

19) সোনালী চতুর্ভুজ বলতে কী বোঝো?
উত্তর - NHAI 2001 সালে ভারতের চারটি বৃহৎ মেট্রো পলিটন শহর দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতা কে সড়ক পথের মধ্যে যুক্ত করার যে পরিকল্পনা গ্রহণ করেন তাকে সোনালী চতুর্ভুজ বলে। 

20) OPEC এর তাৎপর্য কি?
উত্তর - বিশ্বের প্রধান প্রধান খনিজ তেল উৎপাদক দেশের সংস্থা হল OPEC। এই OPEC অন্তভূর্ক্ত দেশ গুলির দ্বারাই বিশ্বে খনিজ তেলের উৎপাদন ও দাম নির্ধারিত হয়ে থাকে।

21) ভারতের প্রধান সয়াবিন উৎপাদনকারী নাম লেখ?
উত্তর - তামিলনাড়ু, মহারাষ্ট্র, কর্ণাটক ও মধ্যপ্রদেশ

কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.