অষ্টম শ্রেণীর ভূগোল mcq প্রশ্ন উত্তর আলোচনা

 
অষ্টম শ্রেণীর ভূগোল mcq প্রশ্ন উত্তর । অষ্টম শ্রেণীর ভূগোল পাঠ্য বইয়ের চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম অধ্যায় থেকে 35 টি mcq প্রশ্ন ও তাদের উত্তর গুলি এখানে আলোচনা করা হলো। আশাকরি অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের যথেষ্ট সহযোগিতা করবে। Class VIII Geography ।।

1) অশ্ব অক্ষাংশের বিস্তৃতি উভয় গোলার্ধে - 15°-25° / 25°-35° / 35°-45° অক্ষাংশ এর মধ্যে 
উত্তর - 25°-35°

2) বানিজ্য বায়ু নামে পরিচিত - আয়ণ বায়ু / পশ্চিমা বায়ু / মেরু বায়ু 
উত্তর - আয়ণ বায়ু

3) উত্তর গোলার্ধে পশ্চিম বায়ু প্রবাহিত হয় - উত্তর পশ্চিম / দক্ষিণ পশ্চিম / দক্ষিণ পূর্ব দিক থেকে 
উত্তর - দক্ষিণ পশ্চিম দিক থেকে

4) মহাদেশ গুলির পশ্চিম অংশে মরুভূমির সৃষ্টি হয়েছে - পশ্চিমা বায়ু / মেরু বায়ু / আয়ণ বায়ুর প্রভাবে
উত্তর - আয়ণ বায়ুর প্রভাবে

5) দক্ষিণ গোলার্ধে আয়ণ বায়ু প্রবাহিত হয় - উত্তর পূর্ব / দক্ষিণ পূর্ব / দক্ষিণ পশ্চিম আয়ন বায়ু নামে
উত্তর - দক্ষিণ পূর্ব আয়ন বায়ু নামে

6) উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর মিলন অঞ্চল কে বলে - অশ্ব অক্ষাংশ / নিরক্ষীয় শান্ত বলয় / উচ্চচাপ অঞ্চল
উত্তর - নিরক্ষীয় শান্ত বলয়

7) কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ অঞ্চল থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয় এর দিকে প্রবাহিত বায়ুকে বলে - আয়ন বায়ু / পশ্চিমা বায়ু / মৌসুমী বায়ু 
উত্তর - আয়ন বায়ু

8) পৃথিবীতে মোট চাপ বলয়ের সংখ্যা - 5 / 7 / 9 টি
উত্তর - 7 টি

9) নিরক্ষরেখা বরাবর বিস্তৃত চাপ বলয় টি হল - নিরক্ষীয় নিম্নচাপ / নিরক্ষীয় নিম্নচাপ / কোনোটিই নয়
উত্তর - নিরক্ষীয় নিম্নচাপ 

10) মেরু দেশীয় উচ্চ চাপ অঞ্চল সৃষ্টির মূল কারণ হল - অধিক শীতল উষ্ণতা / অধিক জল ভাগ / বায়ুর অবনমন 
উত্তর - অধিক শীতল উষ্ণতা

11) কর্কটীয় ও উচ্চচাপ অঞ্চলটি অবস্থিত উভয় গোলার্ধে - 5°-15° / 25°-35° / 65°-75° অক্ষাংশ বরাবর 
উত্তর - 25°-35° অক্ষাংশ বরাবর 

12) ভূমধ্যসাগরের তীরবর্তী অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয় - আয়ন বায়ু / পশ্চিমা বায়ু / মেরু বায়ুর প্রভাবে
উত্তর - পশ্চিমা বায়ুর প্রভাবে 

13) গর্জনশীল চল্লিশা নামে পরিচিত - মেরু বায়ু / পশ্চিমা বায়ু / আয়ন বায়ু 
উত্তর - পশ্চিমা বায়ু

14) সমুদ্র বায়ু ও স্থল বায়ু র বৃহৎ সংস্করণ বলা হয় - নিয়ত বায়ু / মৌসুমী বায়ু / স্থানীয় বায়ু কে
উত্তর - মৌসুমী বায়ু কে

15) নিম্নলিখিত কোনটি সামরিক বায়ু নয় - সমুদ্র বায়ু / মৌসুমী বায়ু / পশ্চিম বায়ু
উত্তর - পশ্চিমা বায়ু

16) সমুদ্র বায়ু প্রবাহিত হয় - সকালে / দুপুরে / সন্ধ্যায়
উত্তর - সন্ধ্যায়

17) রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ু টি হল - চিনুক / বোরা / সিরক্কো 
উত্তর - চিনুক

18) আকস্মিক বায়ু উদাহরণ হল - নিয়ত বায়ু / মৌসুমী বায়ু / ঘুর্নবাত 
উত্তর - ঘুর্ণবাত 

19) বজ্র মেঘ নামে পরিচিত - অল্ট্রোকিউমুলাস / সিরোস্ট্র্যাটাস / কিউমূলোনিম্বাস  
উত্তর - কিউমুলোনিম্বাস মেঘ 

20) ম্যাকারেল মাছের পিঠের মতো দেখতে মেঘ হল - সিরোকিউমুলাস / সিরাস / অল্টোস্ট্যাটাস 
উত্তর - সিরো কিউমুলাস

21) বৃষ্টিচ্ছায় অঞ্চল যে ধরনের বৃষ্টিপাত এর সঙ্গে সম্পর্কিত, তা হল - পরিচলন বৃষ্টিপাত / শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত / ঘূর্ণ  বৃষ্টিপাত
উত্তর - শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত

22) নিরক্ষীয় অঞ্চলে যে ধরনের বৃষ্টিপাত সংঘটিত হয় - পরিচলন / শৈলোৎক্ষেপ / ঘূর্ণ  বৃষ্টিপাত
উত্তর - পরিচলন বৃষ্টিপাত

23) সূর্য সারাবছর লম্বভাবে কিরণ দেয় - নিরক্ষীয় / মৌসুমী / মেরু জলবায়ু অঞ্চলে
উত্তর - নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে

24) 4 O'clock rain হয়ে থাকে - নিরক্ষীয় / মরু / নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে 
উত্তর - নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে

25) নিরক্ষীয় জলবায়ু দেখা যায় - আমাজন অরণ্য অঞ্চলে / ভারতে / ইউরোপের দক্ষিণ অংশে 
উত্তর - আমাজন অরণ্য অঞ্চলে

26) মৌসুমি জলবায়ুর অক্ষাংশ গত অবস্থান হল - 0°-5° / 10°-30° / 45°-60° উত্তর অক্ষাংশ
উত্তর -  10°-30° উত্তর অক্ষাংশ বরাবর

27) যে জলবায়ু অঞ্চলে শীতকালে শুষ্ক থাকে - মৌসুমী / নাতিশীতোষ্ণ / নিরক্ষীয়
উত্তর - মৌসুমী জলবায়ু

28) অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের দেখা যায় - তুন্দ্রা  জলবায়ু / নাতিশীতোষ্ণ জলবায়ু / মৌসুমী জলবায়ু
উত্তর - মৌসুমী জলবায়ু

29) কোন জলবায়ু অঞ্চলে রাত্রিকে শীতকাল বলা হয় - নাতিশীতোষ্ণ / নিরক্ষীয় / ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে 
উত্তর - নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে

30) গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় না - নিরক্ষীয় / মৌসুমী /ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে
উত্তর - ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে

31) জলপাই কোন জলবায়ু অঞ্চলের অন্যতম প্রধান উদ্ভিদ - ভূমধ্যসাগরীয় / তুন্দ্রা / মরু জলবায়ু 
উত্তর - ভূমধ্যসাগরীয় জলবায়ু র

32) ভারতের ভূপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল - 1984 / 1986 / 1982 সালে 
উত্তর - 1984 সালে

33) হাজার 986 সালে ইউক্রেনের চার্ণবিলে ঘটেছিল - ভূমিকম্প / যুদ্ধ / পারমাণবিক বিস্ফোরণ
উত্তর - পারমাণবিক বিস্ফোরণ

34) চিপকো আন্দোলনের কারণ ছিল - বৃক্ষচ্ছেদণ রোধ / বাঁধ নির্মাণ প্রতিরোধ / শিল্প কারখানা নির্মাণের বিরুদ্ধে
উত্তর - বৃক্ষচ্ছেদন রোধ করত

35) চিপকো আন্দোলন সংঘটিত হয়েছিল - 1973 / 1972 / 1873 সালে
উত্তর - 1973 সালে 

কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.