উচ্চমাধ্যমিক প্রাকৃতিক ভূগোল saq প্রশ্ন উত্তর


উচ্চ মাধ্যমিক ভূগোল - প্রাকৃতিক ভূগোল অধ্যায় থেকে 2021 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির জন্য 26 টি গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও  উত্তর এখানে আলোচনা করা হলো। উচ্চ মাধ্যমিক ভূগোল saq প্রশ্ন উত্তর ।। 

1) মিটিওরিক জল কি? 
উত্তর - বৃষ্টিপাত ও তুষারপাতের জল ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় ভূ অভ্যন্তরে প্রবেশ করে ভৌমজলে পরিণত হয়, একে মিটিওরিক জল বলে। 

2) মৃত্তিকার আসঞ্জন বল কাকে বলে?
উত্তর - মৃত্তিকার পৃষ্ঠদেশে জল ধরে রাখার যে ক্ষমতা তাকে মৃত্তিকার আসঞ্জন বল বলে।

3) লা নিনা কি?
উত্তর - এল নিনোর সম্পূর্ণ বিপরীত শীতল পর্যায়ে যখন ক্রান্তীয় প্রশান্ত মহাসাগরের পূর্ব ভাগে শুষ্ক ও শান্ত আবহাওয়া এবং পশ্চিম ভাগে ব্যাপক বৃষ্টিপাত সহ আদ্র আবহাওয়া বিরাজ করে তখন তাকে লা নিনা বলা হয়। 

4) অধিমূল কি?
উত্তর - অনেক সময় লবণাম্বু গাছের কান্ডের নিচের দিকে চারদিক থেকে তক্তার মতো চ্যাপ্টা অংশ বের হয় এবং মাটিতে ঢুকে যায়, একে বলা হয় অধি মূল। এই অধিমূল গাছকে কর্দমাক্ত পরিবেশে সোজা ভাবে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। 

5) এন্ডোডায়নামোমরফিক মাটি কাকে বলে?
উত্তর - মাটি গঠনের প্রাথমিক পর্যায়ে মূল উপকরণ এর ভিত্তিতে যে মাটি গঠিত হয়, তাকে এন্ডো ডায়নামো মরফিক মাটি বলে। 

6) সাইক্রোফাইট কাদের বলে?
উত্তর - শীতল তুষারময় মৃত্তিকা তে জন্মানো উদ্ভিদকে সাইক্রোফাইট বলে। 

7) বায়োস্ফিয়ার রিজার্ভে বাফার এলাকা কাকে বলে?
উত্তর - বায়োস্ফিয়ার রিজার্ভে যেখানে শিক্ষা ও গবেষণা মূলক কাজকর্ম চলে কিন্তু মানুষের অর্থনৈতিক কাজকর্ম নিষিদ্ধ, তাকে বাফার এলাকা বলে। 

8) ভারতে কোন ঋতুতে পশ্চিমী ঝঞ্জার আগমন ঘটে? 
উত্তর - ভারতে শীতকালে পশ্চিমী ঝঞ্জার আগমন ঘটে। 

9) কার্স্ট পিনাকেল কাকে বলে?
উত্তর - ক্রান্তীয় অঞ্চলে অবশিষ্ট উচ্চ ভূমি হল কার্স্ট টাওয়ার এবং টাওয়ার গুলি অতি তীক্ষ্ণ আকার হলে, তাকে পীনাকেল কার্স্ট পিনাকেল বলে। 

10) সোলাম কি?
উত্তর - মৃত্তিকা পরিলেখে পরিণত মাটির নরম, শিথিল, ঝুরঝুরে ও হিউমাস সমৃদ্ধ A এবং B স্তর কে একত্রে সোলাম বা মৃত্তিকা দেহ বলে। 

11) ভার্টিসল মৃত্তিকা ভারতে কি নামে পরিচিত?
উত্তর - কৃষ্ণ মৃত্তিকা 

12) PSC কি?
উত্তর - তাপমাত্রা অত্যাধিক কমে যাওয়ার ফলে বায়ুমন্ডলের জলীয়বাষ্প ঘনীভূত হয়ে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে অতি শীতল মেঘের সৃষ্টি হয়, যাকে পোলার স্ট্রাটোস্ফিয়ারিক ক্লাউড (PSC) বা মেরুদেশীয় শান্ত মণ্ডলীয় মেঘ বলে। 

13) ভারতের বৃহত্তম জীববৈচিত্র্য হটস্পট কোনটি ?
উত্তর - ভারতের বৃহত্তম জীববৈচিত্র্য হটস্পট হিমালয় পার্বত্য অঞ্চল ।

14) বন্য প্রাণী সংরক্ষণের দুটি পদ্ধতি উল্লেখ করো?
উত্তর - বন্য প্রাণী সংরক্ষণের দুটি পদ্ধতি হল জিন বৈচিত্র্য সংরক্ষণ ও প্রাণী উদ্যান গঠন। 

15) ইনডেক্স সাইকেল কাকে বলে?
উত্তর - যে সময়ের মধ্যে সরলরেখায় প্রবাহিত জেট বায়ু আঁকা বাঁকা পথে রূপান্তরিত হয়, তাকে ইনডেক্স সাইকেল বলে। 

16) গ্রিন ডেটা বুক কি?
উত্তর - অবলুপ্তির বিপদ থেকে মুক্ত জীব প্রজাতির নাম যে বই এ তালিকা ভুক্ত করে রাখা হয়, তাকে গ্রিন ডেটা বুক বলে। 

17) সিরোজেম মৃত্তিকা প্রধানত কোথায় সৃষ্টি হয়?
উত্তর - সিরোজেম মৃত্তিকা প্রধানত মরু ও মরুপ্রায় অঞ্চলে দেখা যায়। 

18) ক্যালসিয়াম কার্বনেট সমৃদ্ধ মৃত্তিকা কি নামে পরিচিত?
উত্তর - পেডোক্যাল নামে পরিচিত।

19) অসম্পৃক্ত স্তরের নিম্নগামী জলকে কি বলে? 
উত্তর - অসম্পৃক্ত স্তরের নিম্নগামী জলকে ভাদোস জল বলে। 

20) বায়ুমন্ডলে কার্বন ডাই অক্সাইড বৃদ্ধির প্রধান উৎস কি?
উত্তর - জীবাশ্ম জ্বালানি র দহন। 

21) মৃত্তিকা ক্ষয়ের দুটি মনুষ্য সৃষ্ট কারণ লেখ?
উত্তর - i.বৃক্ষচ্ছেদন, ii. অনিয়ন্ত্রিত পশুচারন, iii. ঝুম চাষ

22) আলফা বৈচিত্র্য কাকে বলে?
উত্তর - একটি নির্দিষ্ট অঞ্চলে অবস্থিত জীব গোষ্ঠীর বৈচিত্র্য কে আলফা বৈচিত্র্য বলে।

23) রাসায়নিক বিক্রিয়ার ভিত্তিতে মৃত্তিকার শ্রেণীবিভাগ করো?
উত্তর - রাসায়নিক বিক্রিয়ার ভিত্তিতে মৃত্তিকা কে তিনভাগে ভাগ করা হয় - i. ক্ষারকীয়  ii. প্রশমিত ও iii. আম্লিক ।

24) ভূপৃষ্ঠের উচ্চতা হ্রাস পায় কোন প্রক্রিয়ায়?
উত্তর - অবরোহন প্রক্রিয়ায়

25) মৃত্তিকার পরিলেখ বিকাশ বেশি হয় কোন অঞ্চলে?
উত্তর - শীতল নাতিশীতোষ্ণ অঞ্চলের সরলবর্গীয় অরণ্য অঞ্চলে।

26) যে সব উদ্ভিদের সারাবছর মাঝারি উষ্ণতার প্রয়োজন হয়, তাদের কি বলে?
উত্তর - মেসোথার্ম

কোন মন্তব্য নেই:

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.