বয়ঃলিঙ্গ পিরামিডের গুরুত্ব
যে লেখচিত্রের সাহায্যে কোন দেশ বা অঞ্চলের
নারী ও পুরুষের বয়স অনুসারে জনসংখ্যার গঠন বিন্যাস প্রকাশ করা হয়, তাকে বয়ঃলিঙ্গ পিরামিড
বা Age-Sex Pyramid বলা হয়। জনসংখ্যা
ভুগোলে জনসংখ্যা সম্বন্ধীয় যে কোন তথ্য উদঘাটনে বয়ঃলিঙ্গ পিরামিড গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে।
বয়ঃলিঙ্গ পিরামিডের
গুরুত্ব
ক) পিরামিডের তলদেশ স্ফীত হলে তা অধিক শিশু জনসংখ্যাকে নির্দেশ করে অর্থাৎ
সেখানে জন্মহার অনেক বেশি।
খ) স্ফীত বা প্রসারিত জনসংখ্যা পিরামিড অনুন্নত ও উন্নয়ন শীল অর্থনীতিকে সূচিত
করে।
গ) বয়ঃলিঙ্গ পিরামিডের মধ্যভাগ চওড়া হলে সেই দেশে প্রাপ্ত বয়স্ক তথা কর্মক্ষম
জনসংখ্যার পরিমান সর্বাধিক।
ঘ) পিরামিডের উপরের অংশ চওড়া হলে তা অধিক বয়স্ক
জনসংখ্যাকে বোঝায়। কোন দেশে বয়স্ক জনসংখ্যা অধিক থাকলে তা উন্নত চিকিৎসা ব্যবস্থা
কে সূচিত করে যা প্রধানত উন্নত দেশ গুলিতে দেখা যায়।
ঙ) নারী ও পুরুষ জনসংখ্যা সম্পর্কে জানা যায়।
চ) জনসংখ্যা পিরামিডের দ্বারা মোট জনসংখ্যা জানা যায়।
ছ) পরনির্ভর জনসংখ্যা (যেমন – শিশু ও বয়স্ক) সম্বন্ধীয় ধারণা আমরা বয়ঃলিঙ্গ
পিরামিড থেকে পাওয়া যায়।
কোন মন্তব্য নেই: