প্রশান্ত মহাসাগরীয় সমুদ্রস্রোত সমূহ
পৃথিবীর বৃহত্তম মহাসাগর হল প্রশান্ত মহাসাগর। এই প্রশান্ত মহাসাগরে যে সমুদ্র স্রোত গুলি প্রবাহিত হয়, সেগুলিকে উষ্ণতার তারতম্য অনুসারে দুই ভাগে ভাগ করা হয়, যথা - উষ্ণ সমুদ্র স্রোত ও শীতল সমুদ্র স্রোত। এখানে প্রশান্ত মহাসাগরের সেই উষ্ণ ও শীতল সমুদ্র স্রোত গুলি সম্পর্কে আলোচনা করা হলো।
প্রশান্ত মহাসাগরের উষ্ণ সমুদ্র স্রোত
দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্ব আয়ন বায়ুর প্রভাবে প্রশান্ত মহাসাগরের মধ্যভাগে দুটি উষ্ণ স্রোত সৃষ্টি হয় -
1. দক্ষিণ নিরক্ষীয় স্রোত
2. উত্তর নিরক্ষীয় স্রোত
এই স্রোত দুটি পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়। এই দুটি স্রোতের মধ্যে দক্ষিণ নিরক্ষীয় স্রোত দক্ষিণ-পূর্ব আয়ন বায়ুর প্রভাবে পশ্চিম দিকে প্রবাহিত হয় অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব উপকূলে ধাক্কা খায় এবং ওখানে তিনটি শাখায় বিভক্ত হয়ে তিন দিকে প্রবাহিত হয়, যথা -
3) একটি শাখা পূর্ব অস্ট্রেলীয় স্রোত বা নিউ সাউথ ওয়েল্স স্রোত নামে দক্ষিণ দিকে এগিয়ে শীতল কুমেরু স্রোতের সঙ্গে মিলিত হয়।
4) দ্বিতীয় শাখাটি নিউগিনি এবং উত্তর অস্ট্রেলিয়ার মাঝখান দিয়ে বয়ে গিয়ে ভারত মহাসাগরে প্রবেশ করে।
5) তৃতীয় শাখাটি নিরক্ষরেখা পেরিয়ে উত্তর নিরক্ষীয় স্রোত এর সঙ্গে মিলিত হয়।
প্রশান্ত মহাসাগরের উত্তর নিরক্ষীয় স্রোত উত্তর-পূর্ব আয়ন বায়ুর প্রভাবে পশ্চিম দিকে প্রবাহিত হয় এবং এশিয়ার পূর্ব উপকূলে বাধা পেয়ে উত্তর দিকে বেঁকে যায়। এখানে দক্ষিণ নিরক্ষীয় স্রোত এর তৃতীয় শাখাটি উত্তর নিরক্ষীয় স্রোত এর সঙ্গে মিলিত হয়। ওই মিলিত স্রোত আরো উত্তরে
6) উষ্ণ জাপান স্রোত বা কুরোশিও স্রোত নামে জাপানের পূর্ব দিক দিয়ে উত্তর-পূর্ব দিকে বয়ে যায়।
এরপরে এই উষ্ণ স্রোতটি পশ্চিমা বায়ু দ্বারা প্রভাবিত হয়ে
7) উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত নামে উত্তর আমেরিকার পশ্চিম উপকূলের দিকে প্রবাহিত হয় এবং তারপর উষ্ণস্রোত টি
8) আলাস্কা স্রোত নামে উত্তর দিকে বয়ে গিয়ে আলাস্কা উপকূলের সমান্তরালে কিছু দূর প্রবাহিত হয়।
প্রশান্ত মহাসাগরের উত্তর ও দক্ষিণ নিরক্ষীয় স্রোত এর মাঝখানে উষ্ণ নিরক্ষীয় প্রতিস্রোত পশ্চিম থেকে পূর্ব দিকে বয়ে যায় ।
প্রশান্ত মহাসাগরের শীতল স্রোত
দক্ষিণ মহাসাগর থেকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের শীতল স্রোত গুলি হল -
শীতল দক্ষিণ মহাসাগর থেকে একটি শীতল স্রোত পশ্চিমা বায়ুর প্রভাবে পূর্ব দিকে যেতে যেতে দক্ষিণ আমেরিকার দক্ষিণ পশ্চিম উপকূলে বাধা পেয়ে হ্যামবোল্ড স্রোত বা পেরু স্রোত নামে উত্তর দিকে ডেকে যায় এবং অবশেষে দক্ষিণ নিরক্ষীয় স্রোত এর সঙ্গে মিলিত হয়।
সুমেরু মহাসাগর থেকে উত্তর প্রশান্ত মহাসাগরে প্রবাহিত শীতল স্রোত
উত্তরের সুমেরু মহাসাগর থেকে একটি শীতল স্রোত মেরু বায়ু র প্রভাবে প্রথমে বেরিং প্রণালীর মধ্যে দিয়ে শীতল বেরিং স্রোত নামে ও পরে কামচাটকা স্রোত বা কিউরাইল স্রোত নামে ক্রমশ দক্ষিনে আসে এবং সবশেষে উষ্ণ কুরেশিও স্রোতের সাথে মিলিত হয়।
উত্তর প্রশান্ত মহাসাগরে উৎপন্ন শীতল স্রোত
উত্তর প্রশান্ত মহাসাগরের প্রায় মধ্য থেকে উৎপন্ন
উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত উত্তর আমেরিকার পশ্চিম উপকূলের অদূরে দুটি শাখায় বিভক্ত হয়। এই স্রোতের দক্ষিণমুখী শাখা টি আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূলের পাশ দিয়ে শীতল ক্যালিফোর্নিয়া স্রোত নামে প্রবাহিত হয় শেষে উত্তর নিরক্ষীয় স্রোত এর সঙ্গে মিশে যায়।
কোন মন্তব্য নেই: